অস্কার পুরস্কার কী? অস্কার পুরস্কার ২০২২তালিকা | Oscar Award 2022 in Bengali.

অস্কার পুরস্কার ২০২২তালিকা | Oscar Award 2022 list

অস্কার পুরস্কার কী? অস্কার পুরস্কার ২০২২তালিকা | Oscar Award 2022 list: Banglamcq.org তে আপনাকে স্বাগত ।  আজ আমরা 2022 অস্কার পুরস্কার সম্পর্কে আলোচনা করব, পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এই সংক্রান্ত প্রশ্ন প্রতি বছর থাকে। প্রতিবছর WBCS, WBSSC, WBP, WBPSC, RAIL, BANK বিভিন্ন সরকারি পরীক্ষায় অস্কার পুরস্কার সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আসে তাই আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পাঠ করুন ।  তাহলে আশা করি এ সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন । 

অস্কার পুরস্কার কী?

আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার গুলির মধ্যে অন্যতম হলো অস্কার পুরস্কার। প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। অস্কার পুরস্কারের পুরো নাম হল ‘একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট ‘ আর পদকের নাম হলো অস্কার। ১৯২৯ সালের ১৬ মে থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়।সেডরিক গিবসন নামে এক ব্যক্তি প্রথম এই অস্কারের নকশা তৈরি করেন।

ব্রোঞ্জ ধাতুর তৈরি এই পদকের উচ্চতা হল ১৩ ইঞ্চি আর এর ওজন হলো ৮ পাউন্ড আর এতে মোট ২৪ ক্যারেট সোনা থাকে। আজ পর্যন্ত মোট 2809 টি পদক বিলি করা হয়েছে । প্রথম অস্কার জয়ী সিনেমার নাম হল উইলিয়াম এ. উইলমান পরিচালিত ‘উইংস’।

হলিউড সহ আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের অন্যতম সেরা মঞ্চ হল আকাদেমি আওয়ার্ডসl 94 তম অস্কার পুরস্কার 28 শে মার্চ সমস্ত রকম কোভিদ বিধি মেনে অনুষ্ঠিত হয় । যদিও এবারের প্রথম আটটি পুরস্কার অনলাইনে দেওয়া হয়। 

আর সেই কারণেই অনুষ্ঠানে দৈর্ঘ্য এবার কম এ বছরে মঞ্চে কে কোন পুরস্কার পেলেন তার তালিকা নিচে তুলে ধরা হলো।  সেরা ভিজুয়াল ইফেক্ট এর শিরোপা জিতে নিল ডিউন ছবিটি । 

অস্কার পুরস্কার ২০২৩ তালিকা

বিখ্যাত জীববিজ্ঞানী ও গুরুত্বপূর্ণ আবিষ্কার

পৃথিবীর বিভিন্ন স্থানের কয়েকটি প্রচলিত উপনাম 

 ইতিহাস MCQ বাংলা

অস্কার পুরস্কার 2022

Oscar Award 2022 list

বিভাগপুরস্কার বিজেতা
সেরা কস্টিউমজেনি বিভান ( ক্রুয়েলা ছবির জন্য)
সেরা মেকআপ ও কেশ সজ্জাদ্য আইজ অব টেমিং ফে
সেরা এডিটিংজো ওয়াকার ( ডিউন ছবির জন্য)
সেরা সিনেম্যাটোগ্রাফিগ্রেগ ফ্রেজার ( ডিউন ছবির জন্য)
সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবিদ্য লং গুডবাই
সেরা প্রোডাকশন ডিজাইন ডিউন
সেরা সাউন্ড ডিউন
সেরা গানবিলি এলিস (‘নো টাইম তো ডাই ‘ গানের জন্য )
সেরা অরিজিনাল স্কোরহান্স জিমার ( ডিউন ছবির জন্য)
সেরা সল্প দৈর্ঘ্যের অ্যানিমেশনদ্য উইন্ডশিল্ড ওয়াইপার
সেরা সল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রদ্য কুইন অব বাস্কেটবল
সেরা তথ্যচিত্রসামার অব সোল
সেরা অ্যানিমেশনএনক্যানটো
সেরা আন্তর্জাতিক ছবিড্রাইভ মাই কার (জাপান)
কাহিনী অবলম্বনে সেরা চিত্রনাট্যকোডা
সেরা মৌলিক চিত্রনাট্যবেলফাস্ট
সেরা সহ-অভিনেত্রীআরিয়ানা ডিবস (ওয়েস্ট সাইড স্টোরি)
সেরা সহ-অভিনেতাট্রয় কোটসুর (কোডা ছবির জন্য)
সেরা অভিনেতাউইল স্মিথ (‘কিং রিচার্ড’ ছবির জন্য)
সেরা অভিনেত্রীজেসিকা চ্যাসটেইন (‘দ্য আইজ অব ট্যামি ফায়ে’ ছবির জন্য )
সেরা পরিচালক জেন ক্যামপিয়ন (‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য)
সেরা ছবিকোডা

FAQ- Frequently Ask Question:

Q. অস্কার পুরস্কারের পুরো নাম কী?

Ans. অস্কার পুরস্কারের পুরো নাম হল ‘একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট ‘ আর পদকের নাম হলো অস্কার।

Q.অস্কার পুরস্কারের নকশা কে করেন?

Ans. প্রযোজনা প্রতিষ্ঠান এমজিএম এর শিল্প নির্দেশক সেডরিক গিবসন অস্কার পুরস্কারের নকশা করেন।

Q. মোট কত পদক বিলি করা হয়েছে ?

Ans. এখন পর্যন্ত মোট 2809 টি পদক বিলি করা হয়েছে ।

Q.এই পুরস্কার এর উচ্চতা কত?

Ans. এর উচ্চতা হল ১৩ ইঞ্চি আর এর ওজন হলো ৮ পাউন্ড।

Q. এই পদকে কত ক্যারেট সোনা থাকে?

Ans. ব্রোঞ্জের এই পদকে ২৪ ক্যারেট সোনা থাকে।

Q. প্রথম অস্কার জয়ী সিনেমার কী?

Ans. প্রথম অস্কার জয়ী সিনেমার নাম হল উইলিয়াম এ. উইলমান পরিচালিত ‘উইংস’

Q. কবে থেকে অস্কার দেওয়া শুরু হয়?

Ans. ১৯২৯ সালের ১৬ মে থেকে অস্কার দেওয়া শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *