WB প্রাথমিক TET মকটেস্ট সেট-1| WB Primary TET Mock Test Set-1 in Bengali

আজ তোমাদের সাথে শেয়ার করবো আগত পশ্চিমবঙ্গ প্রাইমারী পরিক্ষার প্রস্তুতির জন্য WB Primary TET Mock Test Set- 1পশ্চিমবঙ্গ প্রাইমারী পরীক্ষার এই কুইজটির বিশেষত্ব হলো, এটি সম্পূর্ণ বাংলা ভাষায় এবং এখানে সিলেবাস ভিত্তিক 20 টি প্রশ্ন দেওয়া হয়েছে । এটি তোমাদের প্রাইমারী পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই প্রাসঙ্গিক ।অনেক ছাত্রছাত্রীরা যারা WB Primary TET পরীক্ষা দিয়েছ বা পরের বছর পরীক্ষা দেবে তাঁদের জন্য এই Question Paper-টি গুরুত্বপূর্ণ।

সুতরাং, আর দেরী না করে নীচে দেওয়া Start বাটনে ক্লিক করে WB Primary TET Mock Test Set-1  মকটেস্টটিতে অংশগ্রহণ করে নাও।

WB Primary TET Mock Test Set-1

Mock Test: শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান সেট -১

নোবেল পুরস্কার ২০২৩ তালিকা

পদ্ম পুরস্কার ২০২৩ এর সম্পূর্ণ তালিকা

Events Quiz
পর্ব01
বিষয়WB Primary TET Mock Test Set-1
প্রশ্ন সংখ্যা20
নম্বর20
সময়৩ মিনিট
2
Created on By admin

Mock Test

WB Primary TET Mock Test Set -1

1 / 20

খেলার মাধ্যমে শিশুর চাপ ও দ্বন্দ্ব নিরসনের তত্ত্বটিকে বলে

 

2 / 20

প্রচেষ্টা ও ভুল তথা সংযোজনবাদ তত্ত্বের মুখ্য প্রবক্তা হলেন

3 / 20

"G" হল বুদ্ধিমূলক কাজের -

4 / 20

মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো

5 / 20

জ্যা পিঁয়াজের মতে, শিশুর নিয়মতান্ত্রিক চিন্তনের স্তরের ব্যাপ্তি

6 / 20

বিনে সাইমন বুদ্ধি অভীক্ষায় বুদ্ধির মাত্রা নির্ধারণ করা হয়েছে

7 / 20

মনোবিদ গারেটের মতে ক্ষীণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের বুদ্ধাংক

8 / 20

শিখনের দ্বিতীয় স্তরটি হল

9 / 20

শিশু না শব্দের অর্থ বুঝতে পারে

10 / 20

কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি ভাষার প্রচলন করেন?

 

11 / 20

ইস্ট কোম্পানি কত সালে গঠিত হয়

 

12 / 20

ট্রান্সফরমার কে আবিষ্কার করেন?

13 / 20

নিচের কোন শাসক বিদেশে দূতাবাস স্থাপন করেছিলেন ?

14 / 20

প্রথম কোন ভারতীয় অলিম্পিকের ব্যক্তিগত বিভাগে স্বর্ণপদক পান

 

15 / 20

নিচের কোন ভাইসরয় কে পাঞ্জাবের রক্ষাকর্তা বলা হতো ?

16 / 20

শিশুর বিকাশ প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য ‘ ইকোলজিক্যাল থিওরি ‘ প্রণয়ন করেন কে ?

17 / 20

দেহ ও মনের পরিপক্বতা বলতে শিখনের যে উপাদানটি বোঝানো হয় , সেটি হল-

18 / 20

একজন শিক্ষক বা শিক্ষিকার সফলতা হল-

19 / 20

জীবনে সাফল্যলাভের বিষয়ে আপনি আপনার ছাত্রছাত্রীদের কীভাবে উদ্দীপিত করবেন ?

20 / 20

আপনি শিক্ষকতার কাজটি পছন্দ করেন , এর কারণ কি ?

Your score is

The average score is 40%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *