WB Primary TET Mock Test: Banglamcq.org এ আপনাকে স্বাগত। আজ আমরা WB Primary TET Mock Test Child Development and Pedagogy in Bengali প্রশ্ন সংক্রান্ত আলোচনা করব।
150 নম্বরের এই পরীক্ষায় থাকবে i) শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন ৩০ নম্বর ii) প্রথম ভাষা ৩০ নম্বর iii) দ্বিতীয় ভাষা (ইংরেজি) ৩০ নম্বর iv) অংক ৩০ নম্বর v)পরিবেশ বিজ্ঞান ৩০ নম্বর । প্রশ্ন হবে অবজেক্টি মাল্টিপল চয়েজ টাইপের অর্থাৎ MCQ । প্রতিটি প্রশ্ন থাকবে এক নম্বর এবং কোন প্রকার নেগেটিভ মার্কিং নেই ।
আজকে আমরা WB Primary TET Mock Test সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা Child Development and Pedagogy বিভাগ থেকে ৫০ টি প্রশ্ন দিয়েছি আশাকরি এতে আপনারা উপকৃত হবেন।
WB Primary TET Mock Test
1.শিশুর বৃদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে তার দেহে অবস্থিত…..
A) DNA
B) RNA
C) CFC
D) NS
A) DNA
2. শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার উচ্চতা থাকে —
A) ১০.৫ ইঞ্চি
B) ২০.৫ ইঞ্চি
C) ৩০.৫ ইঞ্চি
D) ৪০.৫ ইঞ্চি
B) ২০.৫ ইঞ্চি
3. মনোবিদ পিকু নাচের মতে শিশুর দেড় থেকে আড়াই বছর বয়স কে বলা হয়
A) সদ্যজাত স্তর
B) প্রারম্ভিক স্তর
C) প্রান্তীয় শৈশব স্তর
D) প্রারম্ভিক বাল্য স্তর
C) প্রান্তীয় শৈশব স্তর
Read More
WB Primary TET 2022: বিভিন্ন মডেল তত্ত্ব ও তার প্রবর্তকের নাম
4. বিকাশ হল-
A)একটি শৈশবকালীন প্রক্রিয়া
B) একটি বাল্যকালীন প্রক্রিয়া
C) একটি বয়ঃসন্ধিকালীন প্রক্রিয়া
D) একটি জীবনব্যাপী প্রক্রিয়া
D) একটি জীবনব্যাপী প্রক্রিয়া
5. শিশুর মধ্যে সমাজ চেতনা শুরু হয়
A) দু’বছর বয়স থেকে
B) চার বছর বয়স থেকে
C) পাঁচ বছর বয়স থেকে
D) ৬ বছর বয়স থেকে।
A) দু’বছর বয়স থেকে
6. মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো
A) পুরস্কার
B) তিরস্কার
C) অভিনবত্ব
D) উৎসাহ
C)অভিনবত্ব
7. বিশেষ মানসিক ক্ষমতার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো
A)স্মৃতি
B) বুদ্ধি
C) গুণগত বৈশিষ্ট্য
D) পরিবর্তনশীলতা
C) গুণগত বৈশিষ্ট্য
8. অনুরাগ হলো শিশুর বিকাশের অভিমুখে তার ব্যক্তিসত্তার স্বতঃস্ফূর্ত অগ্রগতি এই মতবাদের প্রবক্তা হলেন
A) হার্বাট
B) মনোবিজ্ঞানী রুশ
C) জন ডিউই
D) রাসেল
C) জনডিউই
9. দিনে সাইমন বুদ্ধি অভি খায় বুদ্ধির মাত্রা নির্ধারণ করা হয়েছে
A) তিনভাবে
B) দুইভাবে
C) চার ভাবে
D) পাঁচ ভাবে
A) তিনভাবে
10. ওয়েসলার এর মতে মানুষের প্রতিবন্ধীদের বুদ্ধাংক কত?
A) পঞ্চাশের নিচে
B) শার্টের নিচে
C) ৭০ এর নিচে
D)৭০ থেকে ৭৯ এর মধ্যে
C) ৭০ এর নিচে
11. কেবলমাত্র পুরুষদের দেহে দেখা যায়
A) X ক্রোমোজোম
B) Y ক্রোমোজোম
C) XX ক্রোমোজোম
D) YYক্রোমোজোম
B) Y ক্রোমোজোম
12. বৃদ্ধি হরমোন কয়টি অ্যামিনো এসিড নিয়ে গঠিত
A) ১২২টি
B) ১৫৫ টি
C) ১৯১ টি
D) ২০০ দুটি
C) ১৯১ টি
13. পিয়াজে হলেন একজন
A) সুইস চিন্তাবিদ
B) রাশিয়ান চিন্তাবিদ
E)জার্মান চিন্তাবিদ
D)ফরাসি চিন্তাবিদ
ফরাসি চিন্তাবিদ
14. ব্রেইল পদ্ধতিতে লেখার কলমটিকে বলা হয়
A) স্ট্যাটার
B) স্টিমুলাস
C) স্টাইলাস
D) স্টাইরাইট
C) স্টাইলাস
15. ভারতবর্ষের প্রথম বিশেষ বিদ্যালয় স্থাপিত হয়
A) ১৮৬৭ সালে
B) ১৮৮৭ সালে
C) ১৮৯৭ সালে
D) ১৯৩০ সালে
B) ১৮৮৭ সালে
16. শিখনের দ্বিতীয় স্তরটি হল
A) গ্রহণ
B) ধারণ
C) পুনরুদ্রেক
D) প্রত্যবিজ্ঞা
C) পুনরুদ্রেক
17. প্যাভল্ভ হলের একজন
A) আচরণবাদী
B) কাঠামো বাদী
C) ক্রিয়া বাদী
D) অনুষঙ্গ বাদী
A) আচরণবাদী
18. যৌতিক সক্রিয়তা স্তর এর স্থায়িত্বকাল
A) জন্মের পর থেকে দু বছর বয়স পর্যন্ত
B) দু’বছরের পর থেকে ছয় বছর বয়স পর্যন্ত
C) ছ বছর বয়স পর থেকে এগার বছর বয়স পর্যন্ত
D) ১১ বছরের পর থেকে সমগ্র কৈশোর কাল
D) ১১ বছরের পর থেকে সমগ্র কৈশোর কাল
19. শিখনের ক্ষেত্রে অনুবর্তন প্রধান
A) দুই প্রকার
B) তিন প্রকার
C) চার প্রকার
D) পাঁচ প্রকার
A) দুই প্রকার
20. শিখনের ক্ষেত্রে প্রচেষ্টা ও ভুল তথ্য টি প্রণয়ন করেন
A) টলম্যান
B) লিউইন
C) থর্নডাইক
D) স্কিনার
C) থর্নডাইক
21. শিখনের মূল কথা হলো
A) দৈনিক পরিবর্তন
B) মানসিক পরিবর্তন
C) আচরণের পরিবর্তন
D) সামাজিক পরিবর্তন
C) আচরণের পরিবর্তন
22. গেস্টাল্ট শব্দটির বাংলা প্রতিশব্দ হলো
A) অবয়ব
B) শিক্ষা
C) শিখন
D) শিক্ষণ
A) অবয়ব
23. ‘মেন্টালিটি অফ অ্যাপস’ নামক গ্রন্থটি প্রকাশিত হয়
A) ১৯১০ খ্রিস্টাব্দে
B) ১৯২০ খ্রিস্টাব্দে
C) ১৯২৫ খ্রিস্টাব্দে
D) ১৯৩০ খ্রিস্টাব্দে
C) ১৯২৫ খ্রিস্টাব্দে
24. প্যাভলবের তত্ত্বটিকে বলা হয়
A) Type 1 শিখন
B) Type II শিখন
C) Type III শিখন
D) Type IV শিখন
A) Type 1 শিখন
25. উদ্দেশ্যমুখী আচরণের সম্পাদনের প্রকৃতিকে বলা হয়
A) প্রেরণা
B) প্রেষণা
C) মনোযোগ
D) আগ্রহ
B) প্রেষণা
26. ক্ষণস্থায়ী স্মৃতি স্থায়ী হয় মাত্র
A) ১০ সেকেন্ড
B) ২০ সেকেন্ড
C) ৩০ সেকেন্ড
D) ৪০ সেকেন্ড
B) ২০ সেকেন্ড
27. ব্ল্যাকবোর্ডে লেখা সময় কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ
A) বড় স্পষ্ট লেখা
B) লেখার স্পষ্টতা
C) ছোট আকারে লেখা
D) এদের কোনোটিই নয়
A) বড় স্পষ্ট লেখা
28. পরিবার হলো একটি-
A) অনিয়ন্ত্রিত শিক্ষা মাধ্যম
B) নিয়ন্ত্রিত শিক্ষা মাধ্যম
C) প্রথা বহির্ভূত শিক্ষা মাধ্যম
D) দূর শিক্ষা মাধ্যম
A) অনিয়ন্ত্রিত শিক্ষা মাধ্যম
29. বিদ্যালয় গুলো সমাজে একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান কথাটি বলেছেন
A) রবীন্দ্রনাথ
B) বিবেকানন্দ
C) রুশো
D) ফ্রয়েবেল
D) ফ্রয়েবেল
30. নিচের কোনটি শিক্ষা সৃষ্টি ও বিজ্ঞান চর্চার প্রসারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা
A) UNDP
B) UNICEF
C) UNESCO
D) NCERT
C) UNESCO
31. শিক্ষা দর্শনে ভাববাদ প্রকৃতিবাদ ও প্রয়োগবাদের অপূর্ব সমন্বয় ঘটিয়েছিলেন
A) বিদ্যাসাগর
B) রবীন্দ্রনাথ
C) গান্ধীজি
D) রামমোহন
C) গান্ধীজি
32. শিক্ষণের ক্ষেত্রে অ্যাডভান্স অর্গানাইজার মডেলের প্রস্তাবক হলেন
A) পেঁয়াজ
B) ডেভিড আসুবেল
C) ব্রুনার
D) লুকাস
B) ডেভিড আসুবেল
33. মুদালিয়ার কমিশন যে নামে পরিচিত
A) প্রাথমিক শিক্ষা কমিশন
B) মাধ্যমিক শিক্ষা কমিশন
C) উচ্চ মাধ্যমিক শিক্ষা কমিশন
D) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
B) মাধ্যমিক শিক্ষা কমিশন
34. শিশুদের মধ্যে কল্পনার জগৎ গড়ে ওঠে
A) দুই থেকে তিন বছর বয়সে
B) পাঁচ থেকে ছয় বছর বয়সে
C) ছয় থেকে আট বছর বয়সে
D) নয় থেকে দশ বছর বয়সে
B) পাঁচ থেকে ছয় বছর বয়সে
35. রুশোর ভাব শিষ্য হলেন
A) জন ডিউই
B) জন অ্যাডাম
C) পেস্তালৎসি
D)সক্রেটিস
C) পেস্তালৎসি
36. আধুনিক শিক্ষা ব্যবস্থা হল
A) শিক্ষক কেন্দ্রিক
B) পাঠক্রম কেন্দ্রিক
C) শিশুকেন্দ্রিক
D) বিদ্যালয় কেন্দ্রিক
C) শিশুকেন্দ্রিক
37. ভারতে দূর শিক্ষা সর্বপ্রথম চালু হয়
A) অন্ধ বিশ্ববিদ্যালয়
B) কলিকাতা বিশ্ববিদ্যালয়
C) মাদ্রাজ বিশ্ববিদ্যালয়
D) দিল্লি বিশ্ববিদ্যালয়
D) দিল্লি বিশ্ববিদ্যালয়
38. বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থা হল
A) একমুখী
B) দ্বিমুখে
C) ত্রিমুখী
D) বহুমুখী
D) বহুমুখী
39. নিম্নলিখিত কোন বিষয়টি মনোবিজ্ঞান দ্বারা নির্ধারিত নয়
A)পাঠ্যক্রম
B) শিক্ষণ পদ্ধতি
C) শিক্ষার লক্ষ্য
D) শৃঙ্খলা
C) শিক্ষার লক্ষ্য
40. ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল
A) বাংলা ভাষা
B) হিন্দি ভাষা
C) পলি ভাষা
D)সংস্কৃত ভাষা
D)সংস্কৃত ভাষা
41. বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়
A) সুইডেনের স্টক হমে
B) ব্রাজিলের রিও ডি জেনিরো তে
C) ভারতের দিল্লিতে
D) নেপালের কাঠমান্ডুতে
B) ব্রাজিলের রিও ডি জেনিরো তে
42. পরিবেশের উষ্ণতা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী গ্যাসটি হলো
A) কার্বন ডাই অক্সাইড
B) নাইট্রোজেন ডাই অক্সাইড
C) হাইড্রোজেন
D) CFC
B) নাইট্রোজেন ডাই অক্সাইড
43.নঈ তালিম শিক্ষার স্তর কতগুলো
A) দুটি
B) তিনটি
C) চারটি
D) পাঁচটি
C) চারটি
44. জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয়
A) ১৯৪৮ খ্রিস্টাব্দে
B) ১৯৫৩ খ্রিস্টাব্দে
C) ১৯৬৬ খ্রিস্টাব্দে
D) ১৯৮৬ খ্রিস্টাব্দে
D) ১৯৮৬ খ্রিস্টাব্দে
45. বুদ্ধি সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা হলেন
A) রুশো
B) গিলফোর্ড
C) থনডাইক
D)স্পিয়ারম্যান
B) গিলফোর্ড
46. ১২ থেকে ১৮ বছর বয়সের মধ্যবর্তী সময়কালকে বলে
A) শৈশব
B) প্রারম্ভিক বাল্য
C) প্রান্তীয় বাল্য
D) কৈশোর
D) কৈশোর
47. ব্রেইল লেখা হয়
A)ছটি বিন্দু দিয়ে
B) আটটি বিন্দু দিয়ে
C) দশটি বিন্দু দিয়ে
D) 12 টি বিন্দু দিয়ে
A)ছটি বিন্দু দিয়ে
48. নরমাল স্কুল প্রতিষ্ঠিত হয়
A) ১৮২২ খ্রিস্টাব্দে
B) ১৮৫৫ খ্রিস্টাব্দে
C) ১৮৬৫ খ্রিস্টাব্দে
D) ১৮৭৫ খ্রিস্টাব্দে
B) ১৮৫৫ খ্রিস্টাব্দে
49. নই তালিম শিক্ষার প্রবর্তক হলেন
A)রবীন্দ্রনাথ
B) বিবেকানন্দ
C) গান্ধীজী
D) রামমোহন
C) গান্ধীজী
50. স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি
A) মুদালিয়ার কমিশন
B) রাধাকৃষ্ণন কমিশন
C) কোঠারি কমিশন
D)রামমূর্তি কমিশন
B) রাধাকৃষ্ণন কমিশন