Oscars Award 2024: আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার গুলির মধ্যে অন্যতম হলো অস্কার পুরস্কার। প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। অস্কার পুরস্কারের পুরো নাম হল ‘একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট ‘ আর পদকের নাম হলো অস্কার। ১৯২৯ সালের ১৬ মে থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়।
এ বছরও অনুষ্ঠিত হল ‘৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ (96th Academy Awards) অর্থাৎ ‘অস্কার অ্যাওয়ার্ডস ২০২৪’ (Oscars Award 2024)। ২০২৩ সালে সারাবিশ্বে মুক্তি পাওয়া চলচ্চিত্র গুলির মধ্য থেকে সেরা চলচ্চিত্রগুলিকে পুরস্কৃত করা হলো অস্কারের মঞ্চে ।
অস্কারের মঞ্চে জয়জয়কার ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’-এর। ‘ওপেনহেইমার’ মোট ১৩ টি মনোনয়ন পেয়েছিল। তার মধ্যে ৭ টি বিভাগে জিতেছে পুরষ্কার।
ক্রিস্টোফার নোলান দ্য ডার্ক নাইট, ইন্টারস্টেলার, ইনসেপশন, টেনেট-এর মতো একের পর এক অনবদ্য সিনেমা উপহার দিয়ে গিয়েছেন বছরের পর বছর৷ ৷ কিন্তু, ধরা দেয়নি অস্কার৷ অবশেষে, ২২ বছরের সেই অপেক্ষার ইতি৷ ক্রিস্টোফার নোলানকে তাঁর বহু কাঙ্ক্ষিত অস্কার এনে দিল ‘ওপেনহাইমার’৷
পাশাপাশি ‘ওপেনহাইমার’-এ আমেরিকান অফিসার লুইস স্ট্রসের ভূমিকায় অভিনয়ের জন্য, সারা বিশ্বের কাছে ‘আয়রন ম্যান’ নামে সবচেয়ে বেশি জনপ্রিয় রবার্ট ডাউনি জুনিয়র জিতে নিলেন অস্কার। তিনি এর আগে অ্যাকাডেমি পুরস্কারের জন্য তিনবার মনোনীত হলেও কখনও অস্কার তার কাছে ধরা দেয়নি। এবার সেরা পার্শ্ব অভিনেতার জন্য অস্কার পেলেন তিনি। এছাড়াও সেরা পরিচালক, সেরা ছবি, সেরা অভিনেতার-সহ ৭টি পুরষ্কার এই ছবির ঝুলিতে।
অস্কার অ্যাওয়ার্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন- অস্কার অ্যাওয়ার্ড কি? কেন দেওয়া হয়? প্রভৃতি বিষয় সম্পর্কে আমরা আমাদের আগের পোস্টে আলোচনা করেছি নিচে এর লিঙ্ক দেওয়া আছে , ক্লিক করে দেখে নিতে পারেন। বিভিন্ন সরকারি পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে অস্কার পুরস্কার সংক্রান্ত প্রশ্ন থাকে । তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি আপনাদের কাজে লাগবে, কোনরকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
Read More:
Oscars Award 2024 List
বিভাগ | বিজয়ী |
সেরা ছবি | ওপেনহাইমার |
সেরা অভিনেত্রী | এমা স্টোন ‘পুওর থিংস’ |
সেরা অভিনেতা | সিলিয়ান মারফি (ওপেনহাইমার) |
সেরা পরিচালক | ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার) |
সেরা গান | হোয়াট ওয়াস আই মেড ফর? (বার্বি) |
সেরা স্কোর | ওপেনহাইমার |
সেরা পার্শ্ব অভিনেত্রী | ডা’ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভারস) |
সেরা পার্শ্ব অভিনেতা | রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার) |
সেরা অ্যানিমেটেড শর্ট | ওয়ার ইজ ওভার! |
সেরা অ্যানিমেটেড ফিচার | দ্য বয় অ্যান্ড দ্য হেরন |
সেরা অভিযোজিত চিত্রনাট্য | আমেরিকান ফিকশন |
সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং | পুওর থিংস |
সেরা মৌলিক চিত্রনাট্য | অ্যানাটমি অফ এ ফল |
সেরা প্রোডাকশন ডিজাইন | পুওর থিংস |
সেরা কস্টিউম ডিজাইন | পুওর থিংস |
সেরা আন্তর্জাতিক ফিচার | দ্য জোন অফ ইন্টারেস্ট |
সেরা ভিজ্যুয়াল ইফেক্ট | গডজিলা মাইনাস ওয়ান |
সেরা চলচ্চিত্র সম্পাদনা | ওপেনহাইমার |
সেরা তথ্যচিত্র (সংক্ষিপ্ত বিষয়) | দ্য লাস্ট রিপেয়ার শপ |
সেরা ডকুমেন্টারি ফিচার | টোয়েন্টি ডেজ় ইন মারিউপোল |
সেরা সিনেমাটোগ্রাফি | ওপেনহাইমার |
সেরা শর্ট ফিল্ম (লাইভ অ্যাকশন) | দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার |
সেরা সাউন্ড | দ্য জোন অফ ইন্টারেস্ট |
FAQ-Oscars Award 2024
Q. অস্কার পুরস্কারের পুরো নাম কী?
Ans. অস্কার পুরস্কারের পুরো নাম হল ‘একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট ‘ আর পদকের নাম হলো অস্কার।
Q.অস্কার পুরস্কারের নকশা কে করেন?
Ans. প্রযোজনা প্রতিষ্ঠান এমজিএম এর শিল্প নির্দেশক সেডরিক গিবসন অস্কার পুরস্কারের নকশা করেন।
Q.এই পুরস্কার এর উচ্চতা কত?
Ans. এর উচ্চতা হল ১৩ ইঞ্চি আর এর ওজন হলো ৮ পাউন্ড।
Q. এই পদকে কত ক্যারেট সোনা থাকে?
Ans. ব্রোঞ্জের এই পদকে ২৪ ক্যারেট সোনা থাকে।
Q. প্রথম অস্কার জয়ী সিনেমার কী?
Ans. প্রথম অস্কার জয়ী সিনেমার নাম হল উইলিয়াম এ. উইলমান পরিচালিত ‘উইংস’।
Q. কবে থেকে অস্কার দেওয়া শুরু হয়?
Ans. ১৯২৯ সালের ১৬ মে থেকে অস্কার দেওয়া শুরু হয়।
Q. Oscars Award 2024 এর সেরা চলচ্চিত্রের নাম কি?
Ans. সেরা চলচ্চিত্রের নাম হল ‘ওপেনহাইমার’।
Q. কে সেরা অভিনেতার শিরোপা অর্জন করেছেন?
Ans. Oscars Award 2024 এর মঞ্চে সিলিয়ান মারফি (ওপেনহাইমার)’ সিনেমার জন্য সেরা অভিনেতার শিরোপা অর্জন করেন।