Nobel Prize 2023 : নোবেল পুরস্কার হল পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ বার্ষিক আন্তর্জাতিক পুরস্কার গুলির মধ্যে অন্যতম। যা সুইডিশ এবং নরওয়েজিয়ান প্রতিষ্ঠান প্রতি বছর একাডেমিক ,সাস্কৃতিক এবং বৈজ্ঞানিক অগ্রগতির স্বীকৃতিস্বরূপ, বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কৃর্তীর জন্য বেশ কয়েকটি বিভাগে এই পুরস্কার প্রদান করে থাকে। এই পুরস্কার আলফ্রেড নোবেলের নাম অনুসারে নামকরণ করা হয়েছে ।
আলফ্রেড নোবেল ছিলেন একজন সুইডিশ রসায়নবিদ, প্রকৌশলী এবং শিল্পপতি যিনি ডিনামাইট আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনি 1896 সালে মারা যান। 1896 সালে তার মৃত্যুর 5 বছর পর 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। সম্প্রতি 2023 নোবেল পুরস্কার তালিকা প্রকাশিত হয়েছে। আজকের এই পর্বটিতে নোবেল পুরস্কার ২০২৩ বিজয়ীদের তালিকা সম্পর্কে আলোচনা করবো।
নোবেল পুরস্কার ২০২৩ তালিকা :
সম্প্রতি নোবেল পুরস্কার ২০২৩ তালিকা প্রকাশিত হয়েছে। এবছরের নোবেল বিজয়ীরা বিভিন্ন ক্ষেত্র এবং শৃঙ্খলার প্রতিনিধিত্ব করে। ২০২৩ সালে ফিজিওলজি ও মেডিসিনে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে ২রা অক্টোবর। 1901 সাল থেকে বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে, যাদের অসামান্য অবদান মানবতাকে এগিয়ে নিয়ে গেছে। নীচে নোবেল পুরস্কার ২০২৩ তালিকা-টি প্রদান করা হলো।
Nobel Prize 2023 সময়সূচি
● চিকিৎসা বিজ্ঞান (Physiology of Medicine) : ২রা অক্টোবর এই বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে।
● পদার্থবিজ্ঞান (Physics) : মঙ্গলবার ৩ই অক্টোবর রয়্যাল সুইডিস একাডেমী অব সায়েন্স দ্বারা নোবেল পুরস্কার ২০২৩ প্রদান করা হয়েছে।
● রসায়ন (Chemistry) : ৪ই অক্টোবর বুধবার রসায়ন বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে।
● সাহিত্য (Literature) : ৫ই অক্টোবর বৃহস্পতিবার সাহিত্য বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে।
● শান্তি (Peace) : ৬ অক্টোবর শুক্রবার নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট দ্বারা নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে।
● অর্থনীতি (Economie) : ৯ অক্টোবর সোমবার অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হবে।
Read More
Nobel Prize 2023 বিজয়ী
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২৩
চলতি বছরে ফিজিওলজি তথা মেডিসিনে (Nobel prize 2023 in Medicine) পেলেন কাতালিন কারিকো (Katalin Kariko) এবং ড্রিউ ওয়েইজম্যান (Drew Weissman)। কোভিড-১৯ (Covid-19 mRNA Vaccine) অতিমারি মোকাবিলায় কার্যকরী mRNA টিকা তৈরির ক্ষেত্রে ‘নিউক্লিওসাইড বেস মডিফিকেশন’ -র সন্ধান দিয়েছিলেন তাঁরা। সেই আবিষ্কারের জন্যই এবার ফিজিওলজি তথা মেডিসিনের নোবেলের শিরোপা পেলেন কারিকো ও ওয়েইজম্যান।
দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে mRNA-এর ঠিক কী রকম আদানপ্রদান হয়ে থাকে, সেটিই দেখিয়েছিল কারিকো এবং ওয়েইজম্যানের গবেষণা। আর এই গবেষণার ফলাফল কোভিড-১৯-এর mRNA প্রতিষেধক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অতিমারির কঠিন সময় দুই বিজ্ঞানীর এমন ‘কাজ’-কে স্বীকৃতি জানাতেই চলতি বছরের ফিজিওলজি তথা মেডিসিনের নোবেল তাঁদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পদার্থবিদ্যা নোবেল পুরস্কার ২০২৩ :
২০২৩ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের জন্য যৌথ ভাবে মনোনীত হয়েছেন আমেরিকার পিয়ের অগস্টিনি, হাঙ্গেরির ফেরেঙ্ক ক্রাউৎজ এবং ফ্রান্সের অ্যানে এলহুইলার।
পদার্থবিদ্যায় ২০২৩ সালের নোবেল প্রাপক তিন বিজ্ঞানীরই গবেষণার বিষয় অভিন্ন— ইলেকট্রন গতিবিদ্যা। গবেষণার মাধ্যমে আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন সৃষ্টিতে সফল হয়েছেন তাঁরা। অতি অল্প সময়ের এই স্পন্দনের মাধ্যমে ইলেকট্রনের দ্রুত গতিবিধির ছবি তোলা সম্ভব। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি বিবৃতিতে জানিয়েছে, ‘‘তিন নোবেলজয়ী তাঁদের পরীক্ষা-নিরীক্ষায় অণু-পরমাণুর অন্দরে ইলেকট্রনের জগৎ অন্বেষণের জন্য নতুন হাতিয়ার দিয়েছেন’’।
ফরাসি বংশোদ্ভূত অগস্টিন বর্তমানে আমেরিকার ওহায়ো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অস্ট্রিয়ান বংশোদ্ভূত হাঙ্গেরির নাগরিক ফেরেঙ্ক যুক্ত জার্মানির গবেষণা সংস্থা ‘মিউনিখ সেন্টার ফর অ্যাডভান্সড ফোটোনিক্স’-এর সঙ্গে। অন্য দিকে, অ্যানে সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের পরমাণু পদার্থবিদ্যা বিভাগের প্রধান।
রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার ২০২৩
এই বছর রসায়নে নোবেল (Nobel Prize in Chemistry) পুরস্কার দেওয়া হয়েছে মুঙ্গি বাওয়েন্ডি (Moungi G. Bawendi), লুই ই ব্রুস (Louis E. Brus) এবং আলেক্সেই ইয়াকিমভ (Alexei I. Ekimov)-কে।
কোয়ান্টাম ডট আবিষ্কার এবং ন্যানো পার্টিকেল নিয়ে গবেষণার জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। পুরস্কারের অর্থ তিন বিজ্ঞানীর মধ্যে ভাগ করা হবে।
রয়্যাল সুইডিশ একাডেমির মতে, এই কোয়ান্টাম ডটগুলি ন্যানো প্রযুক্তির ক্ষুদ্রতম অংশ। এটি LED লাইট এবং টেলিভিশন স্ক্রিনে ব্যবহৃত হয়। এমনকি ক্যান্সারের অস্ত্রোপচারের সময় ডাক্তাররা এই প্রযুক্তির সাথে কাজ করে।
সাহিত্য নোবেল পুরস্কার ২০২৩
নরওয়ের লেখক (Norwegian Author) জন ফসে (Jon Fosse) এবার সাহিত্যে নোবেল (Nobel Prize in Literature) পুরস্কার পেলেন। ৫ অক্টোবর, রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির তরফ থেকে জানানো হয়েছে, সমাজের পিছিয়ে পড়া অংশের বক্তব্য তুলে ধরেছে তাঁর অতুলনীয় সাহিত্যকর্ম, সেই কারণেই এবার নোবেল পুরস্কারের জন্য তাঁকে মনোনীত করা হয়েছে।
১৯৫৯ সালে নরওয়ের পশ্চিম উপকূলে (Norwegian west coast) জন্ম Jon Fosse-এর। ২০২১ সালে সামনে আসে তাঁর সৃষ্টি ‘Septology’- অসামান্য জনপ্রিয়তা পায় তাঁর এই কবিতা। এছাড়াও একাধিক সাহিত্য সৃষ্টি রয়েছে তাঁর। ‘The Other Name’, ‘I is Another’, ‘A New Name’- নোবেলজয়ী লেখকেরই সৃষ্টি। সাহিত্যের বিস্তীর্ণ অংশে জন ফসের পদচারণা। নাটক, উপন্যাস, কবিতা, গদ্যধর্মী লেখা, শিশুসাহিত্য- সবই রয়েছে তাঁর ঝুলিতে।
শান্তিতে নোবেল পুরস্কার ২০২৩
২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নার্গিস মোহাম্মদী। তিনি ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে লড়াইয়ের জন্য এবছর নোবেল পুরস্কার পেয়েছেন।
অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০২৩
২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়েছেন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ক্লডিয়া গোল্ডিন। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক হিসেবে তিনি তৃতীয় মহিলা। শ্রম বাজারে মহিলাদের অবদান এবং তাঁর বদলে প্রাপ্ত বেতন বা মজুরি নিয়ে গবেষণা করেছেন ক্লডিয়া গোল্ডিন।
ক্লডিয়া গোল্ডিন বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপিকা হিসেবে কাজ করছেন। তিনি 1989-2017 সাল পর্যন্ত NBER -এর আমেরিকান ইকোনমিক প্রোগ্রামের ডেভেলপমেন্ট ডিরেক্টর ছিলেন। ক্লডিয়া গোল্ডিন হলেন দুই মহিলার পর তৃতীয় কোনও মহিলা যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতলেন। এর আগে মোট 92 জন অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়েছেন। এর মধ্যে মাত্র 2 মহিলা এই পুরস্কার পেয়েছিলেন।
ইকোনমিক সায়েন্সেস অ্যাওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট জ্যাকব সভেনসন বলেন, “শ্রমবাজারে নারীদের ভূমিকা সম্পর্কে জানতে পারাটা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লডিয়া গোল্ডিনের গবেষণা থেকে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারি। আশা করা হচ্ছে, এরফলে নারীরা আজ যে বাধার সম্মুখীন হচ্ছে তা ভবিষ্যতে দূর করতে পারব।”
Nobel Prize 2023 তালিকা
বিজয়ীদের নাম | বিভাগ | কৃতিত্ব | |
1. | ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান | চিকিৎসা বিজ্ঞান | COVID-19 এর বিরুদ্ধে (mRNA) টিকার বিকাশের জন্য |
2. | মার্কিন যুক্তরাষ্ট্রের পিয়েরে অ্যাগোস্টিনি, জার্মানির ফেরেঙ্ক ক্রাউস ও সুইডেনের অ্যান ল’ হুইলিয়ার | পদার্থ বিজ্ঞান | ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় অ্যাটোসেকেন্ড পালস তৈরির পরীক্ষার জন্য |
3. | মৌঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস ও অ্যালেক্সি আই একিমভ | রসায়ন বিজ্ঞান | কোয়ান্টাম ডটস সেমিকন্ডাক্টর ন্যানোক্রিস্টাল কণার আবিস্কার ও সংশ্লেষণ এর জন্য |
4. | জন ফস | সাহিত্য | উদ্ভবনী নাটক এবং গদ্যের জন্য |
5. | নার্গিস মোহাম্মদী | শান্তি | ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে লড়াইয়ের জন্য |
6. | যুক্তরাষ্ট্রের ক্লডিয়া গোল্ডিন | অর্থনীতি | মহিলাদের শ্রম বাজারের ফলাফল ও আমাদের ধারনায় অগ্ৰগতি বিকাশের জন্য |
FAQ- Nobel Prize 2023
Q. পদার্থ বিজ্ঞানে 2023 সালে নোবেল বিজয়ী কে ?
উ: ২০২৩ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের জন্য যৌথ ভাবে মনোনীত হয়েছেন আমেরিকার পিয়ের অগস্টিনি, হাঙ্গেরির ফেরেঙ্ক ক্রাউৎজ এবং ফ্রান্সের অ্যানে এলহুইলার।
Q.চিকিৎসা বিজ্ঞানে 2023 সালে নোবেল বিজয়ী কে ?
উ: এই বছরে ফিজিওলজি তথা মেডিসিনে নোবেল পেলেন কাতালিন কারিকো (Katalin Kariko) এবং ড্রিউ ওয়েইজম্যান (Drew Weissman)।
Q. রসায়ন বিজ্ঞানে 2023 সালে নোবেল বিজয়ী কে ?
উ: এই বছর রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে মুঙ্গি বাওয়েন্ডি (Moungi G. Bawendi), লুই ই ব্রুস (Louis E. Brus) এবং আলেক্সেই ইয়াকিমভ (Alexei I. Ekimov)-কে।
Q. সাহিত্যে 2023 সালে নোবেল পুরস্কার কে পেলেন ?
উ: নরওয়ের লেখক (Norwegian Author) জন ফসে (Jon Fosse) এবার সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন।
Q. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে ?
উ: এই বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নার্গিস মোহাম্মদী। তিনি ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে লড়াইয়ের জন্য এবছর নোবেল পুরস্কার পেয়েছেন।