সাধারণ জ্ঞান-বিখ্যাত ব্যক্তিদের উপনাম। Nicknames of famous people in Bengali

Nicknames of famous people in Bengali: Banglamcq.org তে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জেনারেল নলেজ বা জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ আমরা সাধারণ জ্ঞান বিভাগে আমরা বিখ্যাত কিছু ব্যক্তির উপনাম অর্থাৎ Nicknames of famous people নিয়ে আলোচনা করব ।

এই রকমের সাধারণ জ্ঞানের প্রশ্ন মোটামুটি সব রকমের পরীক্ষাতে আসে। তাই এই নামগুলো আপনার জানা থাকলে আশাকরি কোন পরীক্ষাতে আপনার কোন অসুবিধা হবেনা । নিচে একটি ছকের মাধ্যমে এই নামগুলো কি আমরা তুলে ধরেছি । তাই মনোযোগ সহকারে এগুলি পড়ুন আশা করি আপনি পরীক্ষায় সফল হবেন।

অস্কার পুরস্কার কী? অস্কার পুরস্কার ২০২২তালিকা

ইতিহাস MCQ বাংলা SET 2

অর্জুন পুরস্কার ২০২৩

 Nicknames of famous people
নাম উপনাম
সমুদ্র গুপ্তঅপ্রতি রথ/ভারতের নেপোলিয়ান
জালাল উদ্দিন মুহাম্মদবাবর
তেজু মিনচেঙ্গিস খাঁ
জুনা খাঁমুহাম্মদ বিন তুঘলক
ফরিদ খাঁশেরশাহ
টিপু সুলতানমহীশূরের বাঘ
গোবিন্দ ধন্দুপথনানাসাহেব
শিবাজীগো ব্রাহ্মণ প্রতিপালক /পার্বত্য মুষিক
মেহেরুন্নেসানুরজাহান
রামচন্দ্র পান্ডুরঙ্গতাঁতিয়া টোপি
মীর নিসার আলী তিতুমীর
সুরেন্দ্রনাথ ঠাকুররাষ্ট্রগুরু /সারেন্ডার নট
সরদার বল্লভ ভাই প্যাটেল লৌহমানব /বাহভারতের বিসমার্ক
রাসবিহারী বসু পি এন ঠাকুর
ম্যাডাম ভিকাজি /রুস্তমজি কামাভারতীয় বিপ্লবীবাদের জননী
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন
চিত্তরঞ্জন দাসদেশ বন্ধু
আশুতোষ মুখোপাধ্যায়বাংলার বাঘ
সুভাষচন্দ্র বসুদ্য স্প্রিং টাইগার
বেসান্তভারতীয় জাতীয়তাবাদের দাদীমা
তেনজিং নরগে শের-ই তুষার
মোহাম্মদ আলি জিন্নাকায়েদ ই আজম
সুরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল
রাজা রামমোহন রায়ভারত পথিক
দাদাভাই নওরোজিনওরোজি ভারতের ভারতের ঠাকুরদা
গোপালকৃষ্ণ গোখলে মহামতি
চক্রবর্তী রাজাগোপালাচারী রাজাজী
এম জি রানাডে মহারাষ্ট্রের সক্রেটিস
বীরেন্দ্র শাসমল দেশপ্রাণ
কালিদাস চট্টোপাধ্যায় কালিমির্জা
গোষ্ট পাল চীনের প্রাচীর
ইন্দিরা গান্ধী এশিয়ার মুক্তি যুদ্ধ
শেখ মুজিবর রহমান বঙ্গবন্ধু
সূর্য সেনমাস্টার দা
গদাধর চট্টোপাধ্যায়শ্রী রাম কৃষ্ণ
রামতনু মিশ্রতানসেন
আমির খসরুভারতের তোতাপাখি
সুরেন্দ্রনাথ ব্যানার্জী রাষ্ট্রগুরু
ভাগত সিং শহীদ ই আজম
আব্দুল গাফফার খাঁ বাদশা খাঁন, সীমান্ত গান্ধী
জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক জে পি
বাল গঙ্গাধর তিলকলোকমান্য
জওহরলাল নেহেরু পণ্ডিতজি, চাচাজী
ভীমরাও আম্বেদকরবাবাসাহেব
বিশ্বম্বর মিশ্রচৈতন্য
মুজফ্ফর আহমেদ কাকাবাবু
গৌতম বুদ্ধ এশিয়ার আলো
শশাঙ্ক গৌণভুজঙ্গ /গোরাধাম
লক্ষণ সেন অবিরাজ মর্দানা শঙ্কর
সুলতান মাহমুদ বাটশিকান
ইলতুৎমিস সুলতান -ই আজম
মইজুউদ্দিন মহম্মদ মহম্মদ ঘোরী
উলুঘ খাঁগিয়াসউদ্দিন মহম্মদ
আরজুমান বানু বেগমমমতাজ
মহঃ বিন তুঘলকপাগলরাজা
মির্জা মহাম্মদসিরাজউদৌল্লা

Read More:

পৃথিবীর বিভিন্ন স্থানের কয়েকটি প্রচলিত উপনাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *