আজ আমরা বাংলা বাগধারা Idioms in Bengali নিয়ে আলোচনা করবো। শুধুমাত্র স্কুলের পরীক্ষায় নয়, বিভিন্ন সরকারি পরীক্ষায় এর অগাধ যাতায়াত। তবে এর মধ্যে শুধু মাত্র অ থেকে উ পর্যন্ত বাগধারা (Idioms) দেওয়া হল। আপনাদের বোঝার সুবিধার জন্য নিচে তালিকা ও অর্থ দেওয়া হল।
বাগধারা Idioms in Bengali
বাগধারা-অ
বাগধারা | অর্থ |
---|---|
অ আ ক খ | বর্ণজ্ঞান; বর্ণমালা, প্রাথমিক বা সাধারণ জ্ঞান |
অকর্মার ধাড়ি | অকাজে অগ্রগণ্য; কোন কাজের নয়; নিতান্ত অলস ব্যাক্তি; |
অকলের/আকলের শত্রু/ অকলকে দুশমন | মূর্খ (মনে যখন কোন প্রশ্ন জাগে না তখন তোমাকে অকলের শত্রু বলে মনে হচ্ছে।) |
অকস্মাৎ বজ্রপাত | অপ্রত্যাশিত বিপদ (বাবা মারা গেলেন পরিবারে অকস্মাৎ বজ্রপাত হল।) |
অকাজের গোঁসাই | অনুচিত কাজ করতে মুখিয় থাকা ব্যক্তি। |
অকারণে হৈচৈ | অহেতুক চিন্তা; সমার্থক বাগধারা- ‘মাথা নেই তার মাথাব্যথা’। |
অকাল | দুর্ভিক্ষ (অকালে কি না খায়)। |
অকাল-অপক্ক | বোকা; বয়সোচিত ব্যবহার বা বুদ্ধির অভাব |
অকালকুষ্মাণ্ড | অকর্মণ্য; অকেজো; অপদার্থ; কোন কাজের নয় |
অকালপক্ক | ডেঁপো; বয়সের তুলনায় বেশি পাকা; বালকবয়সে বড়দের মত আচরণ যার |
অকালবসন্ত | সময়ের আগেই সুখের সূচনা। |
অকালবোধন | অনুপযুক্ত সময়ে কোন শুভ কাজের সূচনা। |
অকালমৃত্যু | পরিণত বয়সের আগে মৃত্যু। |
অকালসন্ধ্যা | অসময়ে আগত সময়। |
অকালের বাদল/বাদলা | অপ্রত্যাশিত বাধা। |
অকালের তাল | অসময়ে প্রাপ্ত দ্রব্য। |
অকূল/অকূলদরিয়া/অকূলপাথার | কঠিন বিপদ; চরম/মহাসংকট; (বাবা মারা যাওয়ায় আমি অকূলে পড়েছি) |
অকূলতারণ | বিপদে যে রক্ষা করে এমন ব্যক্তি |
অকূলে কূল পাওয়া | নিরুপায় অবস্থা থেকে উদ্ধার পাওয়া; গভীর সঙ্কটে সাহায্য পাওয়া; মহাবিপদ থেকে উদ্ধার পাওয়া। |
অকূলে ডোবা/পড়া | ভীষণ বিপদ বা মহাসঙ্কটে পড়া। |
অকূলদরিয়ায় ভাসা | কঠিন বিপদে পড়ে দিশেহারা হওয়া |
অকূলের কূল | বিপদে ত্রাণকর্তা; সমার্থক বাগধারা- অকূলতারণ। |
অকূলের ভেলা | একান্ত নিরুপায় অবস্থার শেষ অবলম্বন। |
অক্কা পাওয়া/ অক্কাপ্রাপ্তি | কৌতুকে- ঈশ্বরপ্রাপ্তি; মৃত্যু |
অক্টোপাস | চারিদিক থেকে আসা মারাত্মক আক্রমণ (নানাসমস্যা চারিদিক থেকে আমাকে অক্টোপাসের মত জড়িয়ে ধরেছে)। |
অক্ষয়বট | অতিপ্রাচীন ব্যক্তি; অতিবৃদ্ধ ব্যক্তি |
অক্ষরজ্ঞান/পরিচয় | সামান্যতম জ্ঞান (এই বিষয়ে আমার অক্ষরপরিচয় নেই); প্রাথমিক শিক্ষা; হাতে খড়ি (শিশুটির এখনো অক্ষরপরিচয় হয় নি)। |
অক্ষরে অক্ষরে | কিছুমাত্র অন্যথা না করে; কোন ব্যতিক্রম না করে; যথাযথভাবে; সম্পূর্ণভাবে (তোমার নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি)। |
অক্সিজেন জোগানো | বাঁচার আশ্বাস পাওয়া; বিপদে ভরসা দেওয়া। |
অখদ্যে অবদ্যে | অকর্মণ্য; অপদার্থ (তোমার মত অখদ্যে অবদ্যেকে দিয়ে এ কাজ হবে না)। |
অখন-তখন অবস্থা | আশঙ্কাজনক অবস্থা; যেকোন সময় মারা যেতে পারে; (রোগীর অবস্থা অখন-তখন); সমার্থক বাগধারা- যখন তখন অবস্থা; যায় যায় অবস্থা |
অগতির গতি | অনন্যোপায়ের উপায়,নিরাশ্রয়ের আশ্রয়,পতিতপাবন; পতিতের উদ্ধারক ঈশ্বর; বিপদতারণ। |
অগত্যা মধুসূদন | অনন্যোপায় হয়ে; নিমরাজী (কেউ যখন রাজী নয় তখন অগত্যা মধুসূদন আমিই এই কাজ করবো)। |
অগভীর জলের পুঁটিমাছ | অল্প ধন/বিদ্যা নিয়ে বড়াইকারী লোক। |
অগর-মগর করা | নানা অজুহাত দেখানো; ‘কিছু করা বা না’-করার পক্ষে নানা অজুহাত/ওজর/যুক্তি দেখানো (চাকরকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করাতে সে অগর-মগর করতে লাগল)। |
অগস্ত্যযাত্রা | চিরদিনের জন্য প্রস্থান; শেষযাত্রা, যে-যাত্রায় বিদেশযাত্রী আর ঘরে ফিরে আসে না; |
অগা/অগাকান্ত/অগাচণ্ডী/ অগামারা/অগারাম | বিদ্রুপে- নির্বোধ, অকর্মা বলে গালি; স্নেহযুক্ত তিরস্কারে- অগাকান্ত ও অগারাম; তুচ্ছার্থক তিরস্কারে- অগামারা। |
অগাধ জল/সমুদ্র | চরম বিপদ (চাকরিটা চলে যাওয়ায় অগাধ জলে পড়েছি)। |
অগাধ জলের মাছ | খুব চালাক লোক; সুচতুরব্যক্তি; যার মনোভাব বোঝা যায় না,গভীর জলের মাছ। |
অগ্নি-অবতার | অতিতেজস্বী পুরুষ; অগ্নিমূর্তি; অগ্নিশর্মা। |
অগ্নিকন্যা | অতিতেজস্বী নারী। |
অগ্নিকাণ্ড | বিষম অনর্থ; তুলকালামকাণ্ড; তুমুল ঝগড়াবিবাদ; প্রচণ্ড মারামারি (সংসারে অগ্নিকাণ্ড চলছে)। |
অগ্নিগর্ভ | অত্যন্ত উত্তেজনাপূর্ণ; উত্তপ্ত (অগ্নিগর্ভ পরিস্থিতির উদ্ভব হয়েছে; অগ্নিগর্ভ বক্তৃতা)। |
অগ্নিচক্ষু/দৃষ্টি | কঠোর দৃষ্টি |
অগ্নিদাতা | হিন্দুদের মধ্যে যে মৃতের মুখাগ্নি করে। |
অগ্নিপরীক্ষা | কঠিন পরীক্ষা; কঠিন পরিস্থিতির সম্মুখীন (সীতার অগ্নিপরীক্ষা) |
অগ্নিবর্ধক | ক্ষুধাবর্ধক; পরিপাকশক্তিবর্শক। |
অগ্নিবর্ষণ | ক্রোধপ্রকাশ |
অগ্নিবল | ক্ষুধা (গরীবের অন্নবল নেই, অগ্নিবল আছে।) |
অগ্নিবাণ | চরম আঘাত । |
অগ্নিবৃদ্ধি | ক্ষুধাবৃদ্ধি; পরিপাকধক্তি বৃদ্ধি (পরিশ্রম করলে অগ্নিবৃদ্ধি হয়)। |
অগ্নিমান্দ্য | অক্ষুধা; অজীর্ণ রোগ; পরিপাকশক্তির অল্পতা; মন্দাগ্নি (লোকে বৃদ্ধবয়সে অগ্নিমান্দ্য রোগে ভোগে)। |
অগ্নিমূর্তি | অতিশয় ক্রুদ্ধ (শিক্ষকমশাই অগ্নিমূর্তি ধারণ করেছেন।); |
অগ্নিমূল্য | অত্যন্ত আক্রা; চড়াদাম (জিনিসপত্রের অগ্নিমূল্যে মানুষ বিপর্যস্ত)। |
অগ্নিশর্ম/শর্মা | অত্যন্ত কোপনস্বভাব-ব্যক্তি; ক্রুদ্ধ, ক্ষিপ্ত ,অগ্নি-অবতার, অগ্নমূর্তি; ভস্মলোচন। |
অগ্নিসংস্কার | মন্ত্র পড়ে শবদাহ্; মৃতদেহ সৎকার। |
অগ্নিসাক্ষী | আগুন ছুঁয়ে বা আগুনকে সাক্ষী রেখে শপথ (অগ্নিসাক্ষী করে বলছি আমি এ ব্যাপারে বিন্দুবিসর্গ জানি না)। |
অগ্নিসেবন | আগুনের তাপ উপভোগ (কাঠ জ্বালিয়ে অগ্নিসেবন করছি)। |
অগ্নিতে ঘৃতাহূতি | উত্তেজনা/ক্রোধবৃদ্ধি ,আগুনে ঘি ঢালা; আগুনে ধুনো দেওয়া।(একেই উত্তেজনা চরমে, আর অগ্নিতে ঘৃতাহূতি দিও না।) |
অগ্নিতে বারিবর্ষণ | উত্তেজনা/ক্রোধহ্রাস; রাগ স্থিমিত; |
অগ্রদূত | পথপ্রদর্শক। |
অগ্রপশ্চাৎ | ভালমন্দ,ভূত-ভবিষ্যৎ। |
অগ্রপাণি | আঙুল; ডানহাত |
অঙ্কলক্ষ্মী/অঙ্কশায়িনী | পত্নী; স্ত্রী। |
অঙ্কুরে বিনষ্ট | শুরুতেই নাশ/বিনাশ (সাফল্যের আশা অঙ্কুরেই বিনষ্ট)। |
অঙ্কুরোজ্ঞম | কোন কিছুর সূত্রপাত। |
অঙ্কুশ তাড়না | গোপনে বা ভিতর থেকে তাড়না। |
অঙ্গ জল হওয়া | ক্রোধ প্রশমিত হওয়া; শান্ত হওয়া (মেয়ের মুখ দেখলে বাবার অঙ্গ জল হয়)। |
অঙ্গ জ্বালা | অসন্তোষ; বিরক্তি (রাজনৈতিক নেতাদের বক্তৃতা শুনলে অঙ্গ জ্বালা করে); |
অঙ্গুলি নির্দেশ/হেলন | আঙুলের ইসারা; আঙুলের নির্দেশ। |
অচল পয়সা | অকেজো; কোন কাজের নয়; কোন দাম নেই; মূল্যহীন (তোমার মত অচল পয়সা দিয়ে আমার কাজ হবে না)। |
অচিনপাখি | প্রাণ/প্রাণবায়ু |
অজগ্রাম/অজপাড়া/অজ পাড়াগাঁ | নিতান্ত অপরিচিত ক্ষুদ্রপল্লী। |
অজমূর্খ | আকাট/নিরেট বোকা/মূর্খ। |
অজাতশত্রু | যার শত্রু নাই; যার শত্রু জন্মায়নি; যে শত্রুতা করে না (অজাতশত্রু যুধিষ্ঠির) |
অজুহাত | ওজর আপত্তি; কারণনির্দেশ; বাহানা (অক্ষমের অজুহাত খাড়া)। |
অজ্ঞাত কুলশীল | যার বংশপরিচয় বা স্বভাবসম্পর্কে কিছু জানা নেই; সম্পূর্ণ অপচিত (অজ্ঞতকুলশীলকে ঘরে স্থান দিতে নেই)। |
অতঃকিম | এরপর কী; কিংকর্তব্যবিমূঢ় অবস্থা; সমার্থক বাগধারা- ততঃকিম। |
অতশত | খুঁটিনাটি; নানাবিধ বিষয় (অতশত আমি জানি না)। |
অতিকথায় বার্তা নষ্ট | বাকচাতুর্যে মূলবক্তব্য হারিয়ে যায়। |
অতিগর্জনে ফোঁটাবৃষ্টি | হাঁকডাকওয়ালারা কাজের বেলায় অষ্টরম্ভা। |
অতিঘরন্তি | গৃহকর্মনিপুণা কুমারী মেয়ে (অতিঘরন্তি না পায় ঘর অতিসুন্দরী না পায় বর)। |
অতি চালাকের গলায় দড়ি | বেশি চালাকির পরিণাম অশুভ হয়। |
অতিদর্পে হত লঙ্কা | অহঙ্কারে পতন অনিবার্য। |
অতিভক্তি চোরের লক্ষণ | ভক্তির আতিশয্যে গোপন উদ্দেশ্য প্রচ্ছন্ন থাকে। |
অতিলোভে তাঁতী নষ্ট | লোভের মাত্রা অতিক্রান্ত হলে সমূহ ক্ষতি। |
অথৈ জল | চরমসংকট; ভীষণ বিপদ (হঠাৎ চাকরি হারিয়ে অথৈ জলে পড়েছি।; |
অথৈ জলের মাছ | সুচতুর ব্যক্তি; চাপা স্বভাবের লোক; সমার্থক বাগধারা- অগাধ জলের মাছ; গভীর জলের মাছ। |
অদল-বদল | তুল্যবিষয়ের পরিবর্তন (তার মতিগতিতে কিছু অদলবদল হবে না); |
অদিনে অক্ষণে | শুভ বা প্রশস্ত দিন বা সময় নয়; খুবই দুর্দিনে এবং কুক্ষণে। |
অদৃষ্টের কিল/পরিহাস | ভাগ্যবিপর্যয়; ভাগ্যের মার (অদৃষ্টের কিল ভূতেও কিলায়); |
অধঃপাতে যাওয়া | উচ্ছন্নে যাওয়া; কুসংসর্গে নষ্ট হওয়া; দুশ্চরিত্র হওয়া। |
অধিকগর্জনে অল্পবর্ষণ | মেঘ বেশি ডাকলে বৃষ্টি কম হয়; সমতুল্য- ‘অনেক গর্জনে ফোঁটা বৃষ্টি’; ‘বর্ষণ নেই গর্জন সার’; ‘যত গর্জে তত বর্ষে না’;’বহ্বারম্ভে লঘুক্রিয়া’ইত্যাদি। |
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট | অবাঞ্ছিত বহুব্যক্তির সমাবেশে মতভেদ জনিত কারণে সমস্ত কাজকর্ম পণ্ড। |
অধিমাস | অতিরিক্ত চান্দ্রমাস, যে মাসে দুটি অমাবস্যা পড়ে;সমার্থক বাগধারা-মলমাস। |
অনন্তনিদ্রা/যাত্রা | চিরনিদ্রা; মৃত্যু। |
অনন্ত বালা | হাতে পরার অলঙ্কারবিশেষ (আজকাল মোটামোটা অনন্তবালা আর কেউ পরে না।) |
অনন্তরূপা/ অনন্তরূপিণী | নানারূপধারিণী (অনন্তরূপিণী মূর্তি) |
অনভ্যাসের ফোঁটা | আচমকা সৌভাগ্যের অস্বস্তি(অনভ্যাসের ফোটা কপাল চড়চড় করে) |
অনলে জল ঢালা/পড়া | উত্তেজনা হ্রাস; রাগ স্তিমিত; |
অনাথের দৈব সখা/ অনাথো দৈবরক্ষক | স্বয়ং ঈশ্বর অনাথকে রক্ষা করেন। |
অনাথের নাথ | ঈশ্বর (‘অনাথের ও নাথ গৌরা রে’) |
অনামুখো | কুৎসিত ব্যক্তি; যার মুখ দেখলে অমঙ্গল হয়- গ্রামা মেয়েলি গালিবিশেষ |
অনাসৃষ্টি | অদ্ভূত; কুৎসিত; সৃষ্টিছাড়া (ভুবনজুড়ে চলছে অনাহার অনাবৃষ্টি একী অনাসৃষ্টি- রবীন্দ্রনাথ।) |
অনাহারী | ব্যঙ্গে- অবৈতনিক; কাজ করে কিন্তু বেতন পায় না (আমি এক অনাহারী কর্মচারী।) |
অনিষ্ট হতে ইষ্টলাভ/অনিষ্টে ইষ্টলাভ | মন্দঘটনা থেকে ভাল ঘটনার উৎপত্তি (অনেকের অনিষ্টে ইষ্টলাভ হয়) |
অনুরোধে ঢেঁকি গেলা | অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করা((অনেকসময় অনুরোধে ঢেঁকি গিলতে হয়)। |
অনুলোম বিবাহ | উচ্চবর্ণের পাত্রের সাথে নীচবর্ণের পাত্রীর বিয়ে। |
অনেক কাঠখড় পুড়িয়ে | বহু চেষ্টা ও পরিশ্রম করে (অনেক কাঠখড় পুড়িয়ে একটা চাকরি জোগাড় করেছি।) |
অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট | বহুজনের কর্তৃত্ব থাকলে অনুষ্ঠানে কাজের থেকে অকাজ বেশি হয়; ফলে কাজকর্মে বিশৃঙ্খলা দেখা দেয়। |
অন্তর টিপুনি | গোপন ব্যথা; অন্যের অজ্ঞাতে কারো মনে গোপনে আঘাত। |
অন্তরাত্মা | জীবাত্মা (পুলিশ দেখে দুস্কৃতির অন্তরাত্মা শুকিয়ে গেছে।) |
অন্তর্জলি যাত্রা | অন্তিমকাল শুরু; পতন বা মৃত্যু আসন্ন (সভ্যতার অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গেছে)। |
অন্তর্দাহ | ঈর্ষাজনিত কারণে গাত্রদাহ। |
অন্তিম দশা | মরণকাল; মুমূর্ষু অবস্থা। |
অন্ধ ও খোঁড়ার পথ চলা | অন্ধের সাহায্যে খোঁড়ার পথ চলা; অন্ধপঙ্গুন্যায় দ্রষ্টব্য। |
অন্ধকার দেখা | বিপদের আশঙ্কায় বা ভয়ে ও ভাবনায় দিশেহারা হওয়া। |
অন্ধকার দেখানো | বিপদে ফেলে অভিভূত করা। |
অন্ধকারে উকুন বাছা | যে কাজ করা কোনমতে সম্ভব নয় |
অন্ধকারে ঢিল ছোঁড়া | নিছক অনুমানের ভিত্তিতে আন্দাজে কিছু করা বা বলা। |
অন্ধকারে থাকা | কিছু না জানা; কোন বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ বা অনভিহিত থাকা। |
অন্ধকারে হাতড়ানো | স্পষ্ট জ্ঞান না থাকায় অনুমানে কিছু করা বা বলা। |
অন্ধকে দর্পণ দেখানো | মূর্খকে জ্ঞানদান। |
অন্ধবিশ্বাস | নির্বিচার যুক্তিহীন আস্থা; যুক্তি দিয়ে বিচার না ক’রে কোনকিছু মনে নেওয়া; যুক্তিহীন গভীর বিশ্বাস; |
অন্ধভক্তি | যুক্তিবর্জিত প্রশ্নহীন আনুগত্য। |
অন্ধের দেশে কানা রাজা | মূর্খের দলের অজ্ঞান নেতা। |
অন্ধের যষ্টি/নড়ি | অসহায়ের সহায়; অক্ষমের অপরিহার্য অবলম্বন। |
অন্নজল | পরলোকগত আত্মার তৃপ্তিসাধনে হিন্দুদের আচরিত অনুষ্টান; শ্রাদ্ধে প্রেতের উদ্দেশ্যে প্রদত্ত ভোজ্যদ্রব্য। |
অন্নজল ওঠা | চাকরি হারানো; জীবিকা অর্জনের উপায় শেষ। |
অন্নজলের নাড়ী কোটা | শিশুর ভাতজল খাওয়ার বয়স হওয়া। |
অন্নজলের বরাত ওঠা | আয়ু শেষ হওয়া। |
অন্নদাস | ব্যঙ্গে-পেটের জন্য পরের আজ্ঞাবহ; ভাতুড়িয়া (ঘরজামাই শ্বশুরের অন্নদাস)। |
অন্নধ্বংস করা | ব্যঙ্গে- অলসভাবে জীবন কাটান; বসে বসে খাওয়া (নিকম্মার ব্যাটা বসে বসে শুধু অন্ন ধংস করে চলেছে)। |
অন্নপ্রাশনের ভাত ওঠা | বমির উদ্রেক হওয়া। |
অন্নবল | অর্থবল (অন্নবল নেই তার অগ্নিবল আছে)। |
অন্নবস্ত্র | খাওয়াপড়ার ব্যবস্থা (চাকরি না হলে অন্নবস্ত্রের সংস্থান হবে না।) সমার্থক বাগধারা- খোরপোশ, ভাত-কাপড় ইত্যাদি। |
অন্নময় কোষ | স্থূল হৃষ্টিপুষ্ট শরীর। |
অন্ন মারা | জীবিকার পথ বন্ধ কর। |
অন্নসঙ্কট | খাদ্যাভাব (দেশে অন্নসঙ্কট নেই।) |
অন্নসংস্থান | জীবিকার অর্জনের উপায়/ব্যবস্থা। |
অন্যপুষ্ট | অন্যদ্বারা প্রতিপালিত; কোকিল। |
অন্যপূর্বা | আগে কারও বাগদত্তা ছিল বা পূর্বে বিবাহিতা এমন নারী। |
অপত্যস্নেহ | সন্তানের প্রতি পিতামাতার স্নেহ, ভালোবাসা। |
অপদার্থ | অকর্মণ্য; অযোগ্য; মনুষ্যত্বহীন; সমার্থক বাগধারা- অপোগণ্ড। |
অপরূপ | ব্যঙ্গে- কদাকার; কিম্ভূত; কুরূপ; বেয়াড়া। |
অপাংক্তেয় | গুরুত্বহীন; পাতে পড়ে না; মর্যাদাহীন। |
অবতার | ব্যঙ্গে- অদ্ভুত/কিম্ভূত মূর্তি (তুমি এক অবতারবিশেষ)। |
অবলা-অখলা | খলতাশূন্য সরলপ্রকৃতির নারী |
অবশ্য অবশ্য | নিশ্চয়ই; বলা বাহুল্য। |
অবস্থা বুঝে ব্যবস্থা | পরিস্থিতি বিবেচনায় কার্যক্রম। |
অবস্থার দাস | পরিস্থিতির শিকার; যখন যেমন দশা তখন তেমন চলে। |
অবাকজলপান | তেল লবণ লঙ্কা সহযোগে নানা ভাজাভুজি মিশিয়ে প্রস্তুত মুখরোচক খাদ্য, মুখ্যতঃ ঝালমুড়ি। |
অব্রাহ্মণের দীর্ঘফোঁটা | মেকি ব্রাহ্মণের ভড়ং বেশি। |
অভদ্রাকাল | আকাল; দুঃসময়; দুঃর্ভিক্ষের সময় (অভদ্রা বর্ষাকাল, হরিণী চাটে বাঘের গাল)। |
অভাবে স্বভাব নষ্ট | অনটনের চাপে সৎপথে থাকা যায় না। |
অভেদাত্মা হরিহর | অভিন্নহৃদয় বন্ধু; পুরাণে হরি এবং হর অভেদাত্মা বলে বর্ণিত। |
অমনি অমনি | বিনাকারণ; (অমনি অমনি মা তোমায় বকল?); সমার্থক দ্বিত্বশব্দ- শুধু শুধু। |
অমনি একরকম | মোটামুটি ভালো; ভালোও নয় আবার মন্দও নয় এমন অবস্থা। |
অমরকণ্টক/কন্ঠ হয়ে অমরনাথ যাত্রা | ঘুর/বাঁকাপথে কাজ করা। |
অমাবস্যার অন্ধকার | নিবিড় হতাশাজনক অবস্থা। |
অমাবস্যার চাঁদ | অদর্শনীয় বা দুর্লভ বস্তু; যার দেখা পাওয়া যায় না; সাধারণতঃ বন্ধু বা প্রিয়জনের দেখা না পেলে তাকে অমাবস্যার চাঁদের সাথে তুলনা করা হয়। সমার্থক বাক্যাংশ- ডুমুরের ফুল। |
অমৃত পথযাত্রা | পরলোকযাত্রা |
অমৃতে অরুচি | অতিপ্রিয় খাদ্যের প্রতি অনীহা; অতিপ্রিয় বস্তুর প্রতি বিরাগ। |
অমৃতের পুত্র/সন্তান | ঈশ্বরের পুত্র মানুষ (‘শৃন্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা’) |
অমেরুদণ্ডী | বলিষ্ঠ নয়; দুর্বলচরিত্রের লোক। |
অম্লমধুর সম্পর্ক | কড়া ও নরম, ভাল ও মন্দ মিশ্রিত সম্পর্ক। |
অম্লান বদনে | দ্বিধাহীনচিত্তে; নিঃসঙ্কোচে- মন্দার্থে শব্দটি ব্যবহৃত হয় (অম্লানবদনে সে মিথ্যেকথা বলে)। |
অয়েল করা | বিদ্রুপে- তোয়াজ করা; স্তাবকতা করা। |
অরণ্যেরোদন | নিস্ফলপ্রার্থনা; বৃথাক্রন্দন; বৃথা অনুনয়-বিনয় (পাথরে মাথা ঠোকা অরণ্যে রোদনের সামিল) |
অরুচি ধরা | বিরূপ মনোভাবের সৃষ্টি হওয়া (তোমার প্রতি সকলের অরুচি ধরেছে।) |
অর্জুনের গাণ্ডীব | অমোঘ অস্ত্র; সমার্থক শব্দবন্ধ- পরশুরামের কুঠার; নারায়ণের সুদর্শনচক্র; শিবের ত্রিশুল ইত্যাদি। |
অর্থদণ্ড | অনর্থক অর্থ ব্যয়; অর্থ ব্যয় সত্বেও উদ্দেশ্য সাধনে ব্যর্থ (একগাদা অর্থদণ্ড হল।) |
অর্থপিশাচ | অত্যন্ত কৃপণ |
অর্ধচন্দ্র দেওয়া | অপমান করে বিদায় করা; গলা/ঘাড়ধাক্কা (‘আদর শুরু লাঠি জুতায় শেষে অর্ধচন্দ্র’)। |
অলকাতিলকা | চন্দনাদি দিয়ে কিশোরী মেয়ের মুখসজ্জা। |
অলক্ষ্মী | গৃহকর্মে অনিপুণা এবং স্বভাবে অগোছালো কলহপ্রিয়া স্ত্রীলোক। |
অলক্ষ্মীর দশা/দৃষ্টি | অভাব; অনটন; দারিদ্র; দুর্দশা; শ্রীহীনতা; হতভাগ্য ইত্যাদির দশা। |
অল দা সেম | অপরিবর্তিত; একই ব্যাপার; কিছু যায় আসে না। |
অলপ্পেয়ে/অল্পেয়ে | আয়ু অল্প হ’বে- এই কামনায় গালিবিশেষ (‘ওরে বুড়া আঁটকুড়া নারদ অল্পেয়ে’)। |
অলিগলি | খুব সরু ও দুর্গম রাস্তা; গলি ও তস্যগলি; গলি এবং তার থেকেও সঙ্কীর্ণ পথ (কাশীর রাস্তা অলিগলিতে ভর্তি); সমার্থক শব্দ- গলিঘুঁজি। |
অলিপান/পানা | কৌতুকে- মদ; সুরা। |
অলোকসামান্যা | মনুষ্যলোকে দেখা যায় না এমন অসাধারণ সুন্দরী নারী। |
অল্পজলের/পানির মাছ | সঙ্কীর্ণমনা ব্যক্তি। |
অল্পবিদ্যা ভয়ংকরী | অল্পবিদ্যা থেকে জাত অহঙ্কার। |
অল্পের উপর দিয়ে যাওয়া | সামান্য ক্ষতিস্বীকার করে বা কষ্টভোগে রেহাই পাওয়া বা কার্যসিদ্ধি হওয়া (ঝড়টা অল্পের উপর দিয়ে গেছে।) |
অশনিসঙ্কেত | ঘোর বিপদের আশু সম্ভাবনা। |
অশিক্ষিত পটুত্ব | যথাবিধি শিক্ষাপ্রাপ্ত না হয়েও কোন বিষয়ে নৈপুণ্য। |
অশুভস্য কালহরনম | অশুভ কাজে কালক্ষেপণ কয়ড়া উচিৎ। |
অশ্বডিম্ব | অসম্ভব, কাল্পনিক বস্তু; |
অশ্বতর | কথ্যশব্দ ‘খচ্চরের’ সাধুরূপ দান- গালিবিশেষ। |
অশ্বত্থামা হত ইতি গজ | সত্যের আবরণে মিথ্যাভাষণ। |
অশ্বমেধযজ্ঞ | বিরাটমাপের আয়োজন। |
অষ্টকপালে | অভাগা। |
অষ্টবজ্রসম্মেলন | জ্ঞানীগুণী প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ। |
অষ্টরম্ভা | কিছুই না; ফাঁকি; শূন্য; সম্পূর্ণ অভাব (সবার ভাগে কিছু-না-কিছু জুটলো, আমার ভাগে অষ্টরম্ভা।); |
অষ্টে পৃষ্ঠে | সারা অঙ্গে; সকলপাশে (সংসারজালে অষ্টেপৃষ্ঠে বাঁধা পড়েছি।); সমার্থক বাগধারা- আষ্টেপৃষ্ঠে |
অসিত অশ্বডিম্বের অন্বেষণ | অসম্ভবের পিছনে ছোটা; অসাধ্যসাধনের চেষ্টা। |
অসূর্যস্পশ্যা | সূর্যের মুখ পর্যন্ত দেখে না এমন নারী; পর্দানশিনা নারী |
অস্ত যাওয়া | পতন হওয়া, মৃত্যু হওয়া। |
অস্তিনাস্তি | থাকা-না-থাকা; আছে আবার নাই (অস্তিনাস্তি না জানন্তি দেহিদেহি পুনঃপুনঃ) |
অস্ত্র | উদ্দেশ্যসাধনের জন্য যন্ত্রের মতো ব্যবহৃত ব্যক্তি; উদ্দেশ্যসাধনে ব্যবহারের উপযুক্ত হাতিয়ার। |
অস্থিচর্মসার/ অস্থিসার | অতিকৃশ; শীর্ণদেহ। |
অহংবুদ্ধি / অহমহমিকা | ‘আমিই সব’- এমন দম্ভ। |
অহি-নকুল সম্পর্ক | চির/ভীষণ শত্রুতা; আদায় কাঁচকলায়; কুকুর বিড়ালে; সাপে-নেউলে। |
অহিতে বিপরীত | অনিষ্ট থেকে ইষ্ট লাভ; অভিশাপ আশীর্বাদে পরিণত; |
অ্যাকটিং করা | ভান করা (কিছুই লাগেনি অ্যাকটিং করছে।) |
বাগধারা-আ
বাগধারা | অর্থ |
---|---|
আইডিয়া | মনোগত বিষয় (মাথায় একটা আইডিয়া এসেছে)। |
আইতে ছাগল, যাইতে পাগল | দেরী সয় না, ধৈর্যহীন। |
আইবুড়ো পথ বদলানো/ভাঁড়ানো | প্রচলিত বা ব্যবহৃত পথ পরিবর্তন করা; একপথ দিয়ে যাওয়া এবং অন্যপথ দিয়ে আসা। |
আইল্যাণ্ড | যেকোন বিচ্ছিন্ন উঁচু জায়গা। |
আউট | সংশোধনের বাইরে; বেসামাল (আকণ্ঠপানে ব্যাটা একেবারে আউট)। |
আওয়াজ তোলা | উচ্চস্বরে দাবী তোলা; তীব্র প্রতিবাদ করা (ন্যায়বিচারের জন্য চারিদিকে আওয়াজ উঠছে)। |
আওয়াজ দেওয়া | বিদ্রুপাত্মক ধ্বনি দেওয়া (পিছন থেকে আওয়াজ দিচ্ছে); তুলনীয়- বিড়াল ডাকা। |
আঁচলধরা | ব্যক্তিত্বহীন পুরুষ, স্ত্রৈণ, স্ত্রীলোকের নির্দেশে চলা; সমার্থক বাগধারা- আঁচলের নিচে থাকা; পাঠান্তর- অঞ্চলধরা। |
আঁচা আঁচি | পরস্পরের দোষ অনুসন্ধান। |
আঁটআঁট | অল্পকষা (জামাটা আঁটআঁট মনে হচ্ছে)। |
আঁটকুড়ের/কুড়ির ব্যাটা/বেটি | অবৈধ সন্তান- নীচুস্তরের গ্রাম্য গালিবিশেষ। |
আঁটসাঁট | কড়াকড়ি; ঢিলে নয় এমন টানটান (আঁটসাঁট পোষাক); |
আঁটাআটি/ আঁটিসাটি | হাতটা্ন, নিজের পাওনাগণ্ডা বুঝে নেওয়ার প্রতি যত্ন; স্বার্থপরতা (নিজের বেলায় আঁটিসাঁটি পরের বেলায় দাঁতকপাটি)। |
আঁটি চোষা | অসার বস্তুগ্রহণ; সার জিনিস থেকে বঞ্চিত হওয়া (সময়মত এলে না এখন বসে আঁটি চোষো)। |
আঁটু বাঁটু | নড়বড়ে ভাব; বার্ধক্যের কারণে জড়সড় ভাব (বৃদ্ধ চলনেবলনে আঁটুবাঁটু)। |
আঁটুনিকসুনি সার | কাজের কিছুই নয় কেবল আড়ম্বরমাত্র; শুধু কথায় আসর সরগরম করে, কাজের বেলায় কিছু না। |
আঁটোসাটো | টানটান, দৃঢ়বদ্ধ, স্মাভাবিক মাপের চেয়ে ছোট (আঁটোসাটো ব্যবস্থা, আঁটোসাটো জামাকাপড়) |
আঁত খালি | পেটে অন্ন নেই। |
আঁত পাওয়া ভার | খুব চাপাস্বভাবের লোক, যার মনের অভিপ্রায় জানা মুশকিল। |
আঁত বুঝে চলা | মনোভাব বুঝে চলা। |
আঁতমরা | অল্পভোজী বা পরিপাকশক্তিহীন। |
আঁতলামি/আঁতলামো | বুদ্ধিজীবীর অনুকরণ, পাণ্ডিত্য প্রদর্শনের চেষ্টা, নকলপণ্ডিতি। |
আঁতিপাঁতি খোঁজা | প্রতিস্থানে/চারিদিকে/তন্নতন্ন করে/পুঙ্খানুপুঙ্খভাবে/সর্বত্র খোঁজা (আঁতিপাঁতি করে খোঁজ।); সমার্থক সহচরশব্দ- পাতিপাতি খোঁজা; পাতিপাতি করে খোঁজা |
আঁতুপুঁতু করা | আদরের সন্তানের প্রতি অতিরিক্ত যত্ন নেওয়া (ছেলেকে নিয়ে বেশি আঁতুপুঁতু করা ভাল নয)। |
আঁতুড়ে খোকা/ছেলে | ব্যঙ্গার্থ- নিতান্ত শিশু। |
আঁতে ঘা দেওয়া | কারো দুর্বলতার সুযোগ নিয়ে অন্তরে/ইজ্জতে ঘা দেওয়া (আঁতে ঘা দিয়ে কথা বলো না।) |
আঁতের টান | অন্তরের টান (আঁতের টানে প্রতিবছর দেশে ফিরি) |
আঁতেল | বিদ্রুপে- বুদ্ধিজীবীর ধরনধারণ অনুকরণকারী ব্যক্তি (ব্যাটা আঁতলামি করছে) |
আঁদাড়-পাঁদাড় | আবর্জনা ভর্তি স্থান, আস্তাকুঁড় (আঁদাড়-পাঁদাড় পেরিয়ে বাড়ি ঢুকলাম।) |
আঁধার ঘরের আলো/প্রদীপ/বাতি/মাণিক | দুঃখীর ঘরের একমাত্র সুখের বস্তু (পুত্রটি ছিল বিধবার আঁধার ঘরের মাণিক)। |
আঁধারে ঢিল ছোঁড়া | আন্দাজে কিছু করা; কোন বিষয়ে সঠিক না জেনে আন্দাজে কিছু বলা। |
আঁধারের আলো/বাতি | তাপিত হৃদয়ে আনন্দ দানকারী বস্তু |
আঁস্তাকুড়ের পাত/পাতা | হেয় ব্যক্তি; নীচমনা ব্যক্তি |
আককাটা | কাণ্ডজ্ঞানহীন মূর্খ; যে কেবল হিজিবিজি রেখা টানে, লিখতে জানে না (আক কাটাটা কি যে লিখেছে পাঠোদ্ধার করতে পারছি না।) |
আককুটে/আকখুটিয়া/আকখুটে | আবদারে; জেদী; অতিরিক্ত বায়না করে এমন (আককুটে শিশু)। |
আককুটে/আকখুটিয়া/আকখুটে | অমিতব্যয়ী; অপব্যয়ী; উড়ণচণ্ডে; জিনিষের প্রতি যে যত্ন নেয় না; সঞ্চয় করতে পারে না; লক্ষ্মীছাড়া। |
আকখুটের দশা | অসঞ্চয়ীর লক্ষণ; দারিদ্রের লক্ষণ; দিন আনে দিন খায়; যখন যা আয় করে তখনই তা ব্যয় করে; যত্র আয় তত্র ব্যয়। |
আকচাআকচি/ আখচাআখচি | পরস্পর ঈর্ষা-দ্বন্দ্ব; রাগারাগি; রেষারেষি (সংসারে আকচাআকচি লেগেই আছে।) |
আকচার/ আকছার | প্রায়ই; সর্বদা (ভাইয়ে ভাইয়ে মারামারি আকছার দেখা যায়।) |
আকটবিকট | বিকটাকার বিশ্রী আকৃতি (ভয় পেয়ে আকটবিকট করছে।)। |
আকণ্ঠ | গলাপর্যন্ত; সম্পূর্ণভাবে; সর্বতোভাবে (ঋণে আকণ্ঠ নিমজ্জিত)। |
আকবরের আমল | অনেকদিন আগের কথা; সমার্থক বাগধারা- বাবরের আমল; মান্ধাতার আমল, হোসেনশাহর আমল ইত্যাদি। |
আকর্ণবিস্তৃত হাসি | সারামুখ ছড়িয়ে হাসি। |
আকলমন্দি | আক্কেল; চতুরতা; বিচক্ষণতা; বিচারবুদ্ধি; বুদ্ধিমত্তা (বয়স তো হল আকলমন্দি হবে কবে?) |
আকাট মূর্খ | জড়বুদ্ধিসম্পন্ন; নিরেট বোকা; মহামূর্খ |
আকার-ইঙ্গিতে | চোখ ও মুখের ভঙ্গীতে (আকার-ইঙ্গিতে কি যেন বলতে চাইছে)। |
আকাল১ | অভাব (আকাল পড়েছে আলুর বস্তা, মনের মত হয়নি সস্তা), দুঃসময়; দুর্ভিক্ষ (আকালে কিনা খায় পাগলে কি না কয়)। |
আকাশকুসুম | অবাস্তব/অলীক/কাল্পনিক বিষয়বস্তু, যার অস্তিত্ব নেই; অলীক কল্পনা; |
আকাশ-চাওয়া | আকাশের দিকে চেয়ে অপেক্ষা করা হয়েছে |
আকাশচুম্বী | অত্যন্ত উচ্চ (আকাশচুম্বী অট্টালিকা); সমার্থক বাগধারা-গগনস্পর্শী। |
আকাশ ছোঁয়া | অতি উচ্চে ওঠা, অনেক বড় হওয়া; খুব উন্নতি করা (আকাশ ছোঁয়ার স্বপ্ন না দেখলে বড় হওয়া যায় না), অত্যন্ত বেশি হওয়া (জিনিষপত্রের দাম আকাশ ছুঁয়েছে।)। |
আকাশ থেকে কথা বলা | অহঙ্কারী হওয়া; বড়বড়কথা বলা (দু’পয়সার মুখ দেখে সে আকাশ থেকে কথা বলা শুরু করেছে।) |
আকাশ থেকে পড়া১ | অপ্রত্যাশিত ঘটনায় বা অজানা বিষয় হঠাৎ জানতে পেরে অত্যন্ত বিস্মিত হওয়া, না-জানার ভান করে বিস্ময় প্রকাশ করা (আমার কথা শুনে সে যেন আকাশ থেকে পড়ল)।। |
আকাশদীপ | কার্তিকমাসে সন্ধ্যাকালে উঁচুবাঁশের মাথায় জ্বেলে রাখা বাতি; |
আকাশদুহিতা/আকাশনন্দিনী | প্রতিধ্বনি; বজ্রনির্ঘোষ (‘বুঝিলাম এতক্ষণে কে তুমি ডাকিছ আকাশনন্দিনী’)। |
আকাশ ধরা | বৃষ্টি থামা (মনে হচ্ছে এবার আকাশ ধরবে)। |
আকাশপাতাল | সর্বত্র; স্বর্গ থেকে নরক (‘আকাশপাতাল খুঁজিস যারে এই দেহে সে রয়’)। |
আকাশপাতাল এক করা | অসম্ভবকে সম্ভব করা (ভারতের স্বাধীনতার জন্য মহাত্মা গান্ধি আকাশপাতাল এক করেছিলেন)। |
আকাশপাতাল খোঁজা/তোলপাড় করা | সর্বত্র তন্নতন্ন করে খোঁজা (এ জিনিস আকাশপাতাল খুঁজেও তুমি পাবে না)। |
আকাশপাতাল চিন্তা/ভাবনা | উদ্দেশ্যহীন নানাপ্রকার দুশ্চিন্তা/দুর্ভাবনা; যে চিন্তা বা ভাবনার অবধি নেই (আকাশপাতাল চিন্তায় মন ভারাক্রান্ত হয়ে আছে)। |
আকাশপাতাল তফাৎ/পার্থক্য | প্রচুর/বিপুল/বিশাল/বিস্তর ব্যবধান (দুই ভাইয়ের আচার-আচরণে আকাশপাতাল তফাৎ)। |
আকাশপাতাল ভেবে না পাওয়া | ভাবতে গিয়ে দিশেহারা/বিভ্রান্ত/বিমুঢ়/বিহ্বল হওয়া। |
আকাশবন্যা | ভারি বৃষ্টিপাতে প্লাবন। |
আকাশবাণী | অশরীরী বাক্য; দৈববাণী (‘হইল আকাশবাণী অন্নদা আইলা’)। |
আকাশবিহারী | কল্পনাপ্রবণ; কল্পনার জগতে বাস করে এমন; |
আকাশ ভাঙ্গা | প্রবল বৃষ্টিপাত (আকাশ ভেঙ্গে বৃষ্টি নামল)। |
আকাশ ভেঙ্গে পড়া (মাথায়) | আকস্মিক বিপদে ভাবনাচিন্তায় দিশাহারা হওয়া (চাকরিটা হারিয়ে মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে)। |
আকাশ শয়ন | উন্মুক্তস্থানে শোয়া। |
আকাশ হাতে পাওয়া | দুরাশা পূর্ণ হওয়া, বিনাপ্রচেষ্টায় দুর্লভবস্তু হাতে পাওয়া বা পাওয়ার আশ্বাস পাওয়া। |
আকাশে ওড়া | আনন্দে আত্মহারা হওয়া; কল্পনার জগতে বাস করা; |
আকাশে তোলা | প্রাপ্যের অতিরিক্ত প্রশংসা করা (আকাশে তুলে ছেলের মাথা খেও না।) |
আকাশে থুথু ফেলা | নিজের ক্ষতি করা। |
আকাশে ফাঁদ পেতে চাঁদ ধরা | অবাস্তব/অলীক/অসার কল্পনা/চিন্তা; |
আকাশের চাঁদ | অসম্ভব বা দুর্লভবস্তু; বহু কাঙ্ক্ষিত বস্তু |
আকাশের চাঁদ/তারা পাড়া | অসম্ভবকে সম্ভব করা। |
আকাশ/আশমানের চাঁদ হাতে পাওয়া | আশাতীত বা দুর্লভ বস্তুপ্রাপ্তি (চাকরি পেয়েছে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে।) |
আকাশের তারা গোনা | অকাজে অলসভাবে সময় কাটানো; |
আকুলি-বিকুলি করা | অতিশয় ব্যাকুল হওয়া; উৎকণ্ঠিত হওয়া; ব্যস্ত সমস্ত হয়ে পড়া (খবরটা শোনার জন্য মন আকুলি-বিকুলি করছে)। |
আক্কেলগুড়ুম | আকস্মিক ভয়ে বুদ্ধিলোপ; হতবুদ্ধি; হতভম্ব অবস্থা (পাত্রপক্ষের দাবীর বহর শুনে পাত্রীপক্ষের আক্কেলগুড়ুম।) |
আক্কেলদাঁত না গজানো | বুদ্ধিবিবেচনা/কান্ডজ্ঞান না হওয়া; অপরিণত বুদ্ধির পরিচয় দেওয়া (বয়স তো হল এখনো আক্কেলদাঁত গজালো না?) |
আক্কেল সেলামী | গুনাগার; নির্বুদ্ধিতার দণ্ড (বোকামী করে একগাদা অর্থ আক্কেলসেলামী দিলাম)। |
আক্কেল হওয়া | বিপদে পরে শিক্ষা নেওয়া; শাস্তি পাওয়া (বৃষ্টির দিনে বেড়িয়ে অনেক আক্কেল হয়েছে)। |
আখের গুছানো | ভবিষ্যৎ গুছানো; স্বার্থ হাসিল করা। |
আখের বুঝে চলা | পরিণতির কথা চিন্তা করে চলা; ভবিষ্যতের কথা ভেবে কাজ করা। |
আখেরি জমানা | অন্তিমকাল, শেষযুগ, কলিযুগ। |
আখেরে লাভ | অপেক্ষা করলে লাভ আছে; শেষপর্যন্ত লাভ হয়। |
আগড় বাগড়/আগড়ম বাগড়ম কথা | অপ্রয়োজনীয়; অপ্রাসঙ্গিক; অর্থহীন; অসংলগ্ন/আজেবাজে কথাবার্তা; প্রলাপ (আগড়মবাগড়ম বকো না); |
আগড়বাগড় খেয়ে পেট ভরানো | অসার খাদ্য খেয়ে উদরপূর্তি করা। |
আগাগোড়া | শুরু থেকে শেষপর্যন্ত (আগাগোড়া আমি এককথা বলে আসছি)। |
আগা-পাছতলা/ আগাপাস্তালা | আপাদমস্তক; উপর থেকে নীচ পর্যন্ত; সর্বাঙ্গ (আগাপাস্তালা লেপমুড়ি দিয়ে শুয়ে আছে।) |
আগামাথা | আদি বা অন্ত; শুরু বা শেষ (আগামাথা কিছুই বুঝতে পারছি না)। |
আগুন দেওয়া/ধরানো | উত্তেজিত করা; ঝগড়া সৃষ্টি করা। |
আগুন নিয়ে খেলা করা | অনিষ্টকর জিনিসে হাত দেওয়া; বিপজ্জনক বিষয় নিয়ে ছিনিমিনি খেলা; বিপদের ঝুঁকি নিয়ে কাজ করা ইত্যাদি। |
আগুন পোয়ানো/পোহানো | আগুনের কাছে বসে হাত পা গরম করা (আগুন পোহাতে গেলে ধোঁয়া সইতে হয়)। |
আগুন লাগা | অতি দুর্মূল্য হওয়া (বাজারে আগুন লেগেছে)। |
আগুন-লাগা সংসার | নষ্ট হচ্ছে এমন সংসার। |
আগুন লাগানো | উত্তেজিত করা; ঝগড়া সৃষ্টি করা; রাগিয়ে দেওয়া। |
আগুন হওয়া | অতি ক্রুদ্ধ হওয়া; প্রচণ্ড রেগে যাওয়া (তোমার কথা শুনে সে একেবারে রেগে আগুন।) |
আগুনে ঘি ঢালা/ধুনো দেওয়া | উত্তেজনা/রাগ বাড়ানো। |
আগুনে জল ঢালা/পড়া | রাগ কমানো/প্রশমিত হওয়া। |
আগুনের কাছে ঘি | এমন দুইবস্তুর কাছাকাছি আসা, যাতে দ্বিতীয়ের ক্ষতি হয় |
আগুপাছু/আগেপাছে করা | ইতঃস্তত করা (আগপাছু করলে কোন কাজ ভাল হয় না।) |
আগেআগে | সামনে (পতাকা হাতে করে মাতঙ্গিনী হাজরা আগে আগে চলছিলেন।) |
আগেভাগে | আগের থেকে; পূর্বেই; সবার আগে; সর্বাগ্রে (আগেভাগে খবর দিও।) |
আঙুর ফল টক | অলভ্য জিনিস মন্দ। |
আঙুল কামড়ানো | আফশোষ করা। |
আঙুল ঘুরিয়ে পাঁচিল দেওয়া | ক্ষুদ্রচেষ্টায় বিরাট কর্ম করার প্রচেষ্টা। |
আঙুল ফুলে কলাগাছ | হঠাৎ বড়লোক; হঠাৎ প্রচুর ধনসম্পত্তির মালিক (আঙুল ফুলে কলাগাছ হয়ে রামবাবু ধরাকে সরা জ্ঞান করছেন।) |
আঙুল মটকানো | অভিশাপ দেওয়া (আঙুল মটকে আমার নামে কী বললে?) |
আচমকা সুন্দরী | আপাতঃ সুন্দরী না হলেও হঠাৎ দেখলে সুন্দরী মনে হয়; ক্ষণিক রূপের মোহসৃষ্টিকারিণী। |
আছোলা বাঁশ খাওয়া | কষ্টকর যন্ত্রণা ভোগ করা- অশালীন গালিবিশেষ (ফেসবুক কর আর আছোলা বাঁশ খাও।) |
আছোলা বাঁশ দেওয়া | কারো সর্বনাশ করা। |
আছোলা বাঁশ নেওয়া | যেচে নিজের বিপদ ডেকে আনা; ইচ্ছা করে বিপজ্জনক পরিস্থিতিতে জড়িয়ে পড়া। |
আজকাল | অধুনা; বর্তমানকাল (আজকাল কাউকে বিশ্বাস করা যায় না)। |
আজকাল করা | অযথা দেরি করা; গড়িমসি করা; ইচ্ছা করে দেরী করা। |
আজকাল বাদে | আজ ও আগামীকাল- এই দু’দিন বাদে। |
আজকালের মধ্যে | অনতিবিলম্বে; দু’একদিনের মধ্যে (আজকালের মধ্যে বৃষ্টি নামবে।) |
আজকের মত | আজকের উপযোগী (আজকের মত ক্ষান্ত দাও।) |
আজ খেতে কাল নেই | কোনরকমে দিন গুজরান করা। |
আজ গেলে দুদিন হবে | অসহনীয় ভোগান্তির দিন যেন কাটতেই চায় না। |
আজ-নয়-কাল | গড়মসি; দীর্ঘসূত্রিতা; অযথা সময় নষ্ট। |
আজ-বাদে-কাল | কয়েকদিন পর; বেশি দেরী নেই; শীঘ্রই (আজ-বাদে-কাল পরীক্ষা, এখন পড়তে বস নি?) |
আজেবাজে | অকেজো; অবজ্ঞার যোগ্য; তুচ্ছ (যত আজেবাজে কথা)। |
আটকড়াই/ আটকৌড়ে | সন্তান জন্মের অষ্টমদিনে আটরকম কলাইভাজা বিতরণের সংস্কার। |
আটকপালী/কপালে | অভাগী/অভাগা; হতভাগী/ভাগা; সমতুল- উঁচ-কপালিকপালে; উনপাঁজুরে, পোড়া-কপালে, হাভাতে ইত্যাদি। |
আটকাট/কাঠ/ঘাট | সবদিক; সব বিষয় (আটকাঠে দড়, তো ঘোড়ার উপর চড়)। |
আট কুঠুরি নয় দরজা | শরীরের আটটি গ্রন্থি এবং নয়টি প্রবেশ ও বহির্দ্বার (মাথার খুলি, ডান-বাম দুই ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী, দুই কিডনি আর কোলন এবং দুই চোখ, দুই নাকের ফুটো, মুখ, দুই কানের ফুটো, আর বাকি দুইটা জননাঙ্গ ও পায়ু)। |
আটকুড়ের ব্যাটা১ | পুত্রহীনের সন্তান; অসম্ভব ব্যাপার, যা হয় না। |
আট্কে বাঁধা | আটকিয়া বাঁধা- দ্রষ্টব্য |
আটখান/খানা হওয়া | আনন্দে অধীর হওয়া ফেটে পড়া (আহ্লাদে আটখানা, মূল্য পাঁচ-আনা)। |
আটঘাট বাঁধা | সম্ভাব্য সবরকম অবস্থার জন্য প্রস্তুত থাকা; সবদিক সামলে চলা বা সুরক্ষিত করা; সাবধান হওয়া (আটঘাট বেঁধে কাজে নামবে)। |
আটপৌরে কাপড়/শাড়ী | সবসময়ে ঘরে পরার উপযোগী জামাকাপড়। |
আটপৌরে ভাষা | কথ্যভাষা; চলতি সাধারণ বা সর্বদা ব্যবহারের ভাষা। |
আটা পেষাই করা | দুরমুশ করা; খুব পিটাই করা; বেদম প্রহার করা। |
আটাশে ছেলে | আটমাসে ভূমিষ্ঠ ছেলে। |
আটেকাটে/পিটে/পিঠে | কষ্টসহিষ্ণু, অষ্টেপৃষ্ঠে, অত্যন্ত পরিশ্রমী, চৌকশ, সকলদিকে ভারবহনে সক্ষম, সকল বিষয়ে নিপুণ (আটে পিঠে দড় তবে ঘোড়ার পিঠে চড়’); |
আটুপাটু | আর্তভাব; কাতরতা; ব্যাকুলতা (সবসময় আটুপাটু করোনা তো।) |
আঠা | ফাঁদ (পিরিতি কাঁঠালের আঠা)। |
আটারো/আঠারো আনা | অতি নিশ্চয়তা; যথেষ্ট সম্ভাবনা (আজকে বৃষ্টি হওয়ার আঠারো আনা সম্ভাবনা)। |
আটারো/আঠারো-ঘা | নানাপ্রকার ঘা বা ব্যাধিতে আক্রান্ত (বাঘে ছুঁলে আঠারো ঘা)। |
আটারো/আঠারো মাসে বছর | অকর্মণ্যতা; আলস্য; কুঁড়েমি; দীর্ঘসূত্রিতা; অহেতুক কালক্ষেপণের ফলে কাজে বিলম্ব |
আড্ডা গাড়া | অস্থায়ী বাসা বাঁধা,ডেরা বাঁধা (এক সাধু এসে গ্রামের বটগাছের তলায় আড্ডা গেড়েছে।) |
আড়ং ধোলাই | উত্তম-মধ্যম দেওয়া; সপাটে আছাড় মারা (বেশি বাড়াবাড়ি করলে আড়ং ধোলাই হবে)। |
আড়কাঠি | খবরসংগ্রাহক; কুলিমজুর সরবরাহকারী। |
আড়কালা | এক কানে শুনতে পায় না এমন। |
আড় নেই | মুখের লাগাম নেই; চোখের পর্দা নেই। |
আড়পাগলা | আধ-পাগলা; ক্ষেপাটে। |
আড়বগ্গা | একগুঁয়ে; একরোখা; গোঁয়ার। |
আড়বুঝ | বিপরীতবুদ্ধি; বাঁকাবুদ্ধি; উল্টা বোঝে এমন। |
আড় ভাঙা | শরীরের জড়তা কাটানো। |
আড়মোড়া ভাঙা | ঘুম থেকে উঠে শরীরের আড়ষ্টভাব কাটান। |
আড় হওয়া | কাত হয়ে কষ্টেসৃষ্টে শোয়া (আড় হয়ে পড়ে আছি)। |
আড়া | বক্রস্বভাবের লোক (লোকটা বেজায় আড়া)। |
আড়াআড়ি | পরস্পর দ্বেষাদ্বেষি/রেশারেশি (দুজনের মধ্যে আড়াআড়ি চলছে)। |
আড়াই অক্ষরে | অল্পকথায়; সংক্ষেপে (আড়াই অক্ষরে গল্প শেষ)। |
আড়াই দিনের বাদশাহী | অল্পদিনের জন্য বিলাসিতা। |
আড়াই হাত (তালগাছের) | কোনো কাজের শেষ এবং সবচেয়ে কঠিন অংশ। |
আড়ালে আবডালে | লোকচক্ষু এড়িয়ে; লুকিয়ে চুরিয়ে (আড়ালে আবডালে তার সম্পর্কে অনেক কথাই শোনা যায়)। |
আড়িপাতা | আড়াল থেকে লুকিয়ে অন্যের কথা শোনা। |
আড়েহাতে লওয়া | প্রতিশোধ নেওয়া; ভীষণ শত্রুতা করা। |
আড়েহাতে লাগা | উঠেপড়ে লাগা; উৎসাহের সঙ্গে; প্রাণপণে চেষ্টা করা (যথাসময়ে কাজটা শেষ করতে সে আড়েহাতে লেগেছে)। |
আণ্ডাবাচ্চা | ছোটছোট শিশুসন্তান,ছানাপোনা, ক্রোড়স্থ সন্তান। |
আতান্তর | অসুবিধা; দুঃখকষ্ট; দুর্ভাবনা; বিপদ; সংকট (মহা আতান্তরে পড়া গেল দেখছি)। |
আতালিপাতালি/আথালিপাথালি | ব্যাকুল ও ব্যস্ত হয়ে এদিক-ওদিক চাইতে চাইতে (আথালিপাথালি করে খুঁজে বেড়াচ্ছে)। |
আতিপাতি | তন্নতন্ন করে (আতিপাতি করে খুঁজেছি কোথাও নেই)। |
আতুআতু/ আতুপুতু করা | অতিরিক্ত যত্ন করা; আদরযত্ন বা সাবধানতার বাড়াবাড়ি করা; সন্তানপালনে যত্ন ও সতর্কতার বাড়াবাড়ি (বেশি আতুপুতু করলে ছেলে মানুষ হবে না) |
আত্মঘোষ | যে নিজের ঢাক নিজেই পেটায়। |
আত্ম রেখে ধর্ম | নিজের স্বার্থ সবার আগে। |
আত্মসর্বস্ব | স্বার্থপর; শুধু নিজেকে নিয়ে চিন্তা। |
আত্মাপুরুষ/রাম | পুরুষনামী দেহস্থ আত্মা প্রাণ/মনপাখি (আত্মারাম খাঁচাছাড়া)। |
আত্মারাম খাঁচাছাড়া হওয়া | নিদারূণ ভয়ে মৃতপ্রায় হওয়া বা মারা যাওয়া; সমতুল্য বাগধারা- অক্কা পাওয়া, ঈশ্বরপ্রাপ্তি, গঙ্গাপ্রাপ্তি; পঞ্চত্বপ্রাপ্তি; পটল তোলা; শিঙে ফোঁকা ইত্যাদি। |
আত্মারাম গুটিয়ে/শুকিয়ে যাওয়া | অত্যন্ত ভয় পাওয়া; ভয়ে আড়ষ্ট/পাংশু হওয়া। |
আথালপাথাল/ আথালিপাথালি | ব্যাকুল ও ব্যস্ত হয়ে এদিক-ওদিক চাইতে চাইতে; চারদিকে; যেখানে-সেখানে সর্বত্র (আথালিপাথালি করে খুঁজে বেড়াচ্ছি)। |
আদব-কায়দা/ আদব-তামিজ | ভদ্রব্যবহার; শিষ্টাচার (শুধু হাওয়া খেয়ে বড় হয়েছে আদব-কায়দা কিছু শেখেনি।);সমার্থক বাগধারা- আচার-আচরণ। |
আদব-কায়দাদুরস্ত | ব্যবহারে বিনম্র; শিষ্টাচারী। |
আদবের খেলাপ/বরখেলাপ | ভদ্রতাবিরুদ্ধ; শিষ্টাচারবহির্ভূত; শিষ্টাচার লঙ্ঘন। |
আদমের সময় | অতি প্রাচীনকালে; বহুকাল আগে; আদিকাণ্ডে; আদ্দিকালে, ভূষণ্ডির সময়ে; মান্ধাতার আমলে ইত্যাদি। |
আদরে বাঁদর | প্রশ্রয় পেয়ে নষ্ট (আদরে বাঁদর বনে)। |
আদা ওষুধের আধা | আদা অর্ধেক রোগ ভালো করে। |
আদা জল খেয়ে পড়ে থাকা | কার্যসিদ্ধির জন্য ধর্ণা দেওয়া। |
আদাজল খেয়ে লাগা | দৃঢ়সংকল্প নিয়ে কাজ করা; নাছোড়বান্দা হয়ে লাগা; প্রাণপণ চেষ্টা করা; মরিয়া হয়ে লাগা, উঠেপড়ে লাগা (পরীক্ষা আসন্ন, তাই আদাজল খেয়ে পড়তে বসেছ)। |
আদাড়বনে শিয়াল রাজা | নিজের এলাকায় সবাই প্রভুত্ব করে; |
আদাড়ের হাঁড়ি | অনাদৃত ব্যক্তি; নীচব্যক্তি; নোংরামনের লোক- গালিবিশেষ (আদাড়ের হাঁড়িকে কেউ পোছে না)। |
আদায় কাঁচকলায় সম্পর্ক | চিরবৈরিতা, তিক্তসম্পর্ক, পরস্পর শত্রুভাবাপন্ন, বিরুদ্ধ স্বভাবযুক্ত; সমার্থক বাগধারা- অহিনকুলসম্পর্ক; দা-কুমড়া সম্পর্ক; বাঘে-গরুতে সম্পর্ক; বুনো ওল বাঘা তেঁতুল সম্পর্ক; সাপ-নেঊলে সম্পর্ক। |
আদার ব্যাপারী | ক্ষুদ্র ব্যবসায়ী; নগণ্য/সামান্য ব্যক্তি, সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি (আদার ব্যাপারর জাহাজের খোঁজ নেয়); সমার্থক বাগধারা- উলুখাগড়া; এ-ও-সে; চুনোপুঁটি ইত্যাদি। |
আদিরস | কাম ও প্রেমরস; শৃঙ্গাররস। |
আদুরে গোপাল | অত্যন্ত আদরে লালিত-পালিত সন্তান; লাই দিয়ে যার ইহকাল পরকাল শেষ; অতিরিক্ত আহ্লাদী। |
আদেখলা/আদেখলাপনা | দেখার বা পাওয়ার জন্য এত ব্যগ্র যে মনে হয় পূর্বে কখনো কোনো ভালো জিনিস দেখেনি বা ভোগ করেনি। |
আদ্যিকালের বদ্যিবুড়ো | অত্যন্ত প্রাচীন বা অভিজ্ঞব্যক্তি। |
আদরু-পেঁদরু | সাহেবিয়ানার আতিশয্য প্রকাশকারী ব্যক্তি। |
আধ/আধাখেঁচড়া | এলোমেলো; বিশৃঙ্খল (আধা খেঁচড়া ব্যবস্থা)। |
আধ/আধা-পাগলা | ক্ষ্যাপাটে; পাগলের মত হাবভাববিশিষ্ট; বাতিকগ্রস্ত। |
আধ/আধাবয়সী | মাঝবয়সী; প্রৌঢ়। |
আধকামারিয়া | অর্বাচীন; হাতুড়ে (আধকামারিয়া উকিল কেসটা ডুবিয়ে দিল)। |
আধবুড়ো | প্রায় বুড়ো; প্রৌঢ়। |
আধমণি কৈলাস | প্রচুর পরিমাণে খেতে পারে এমন লোক। |
আধমরা | উদ্দীপনাহীন নির্জীব; নিস্তেজ |
আধিব্যাধি | মানসিক ও শারীরিক রোগ (‘ব্যাধির চেয়ে আধি হল বড়’)। |
আধো আধো | অসম্পূর্ণ; অপরিস্ফুট ভাবার্থে দ্বিত্বশব্দ (শিশুদের আধো-আধো বুলি)। |
আধো-আধোপনা | ব্যঙ্গে- শিশুসুলভ/বালকোচিত ব্যবহার। |
আনকা/আনোখা | অচেনা; অজানা; ঠিকানাহীন; বেঠিক (আনকা লোকের আনাগোনা বেড়ে গেছে।) |
আনকোরা | অনিভজ্ঞ; কাঁচা (আনকোরা যত নন-ভায়োলেন্ট ননকো’র দলও নন খুশী’)। |
আনচান | অস্থির; চঞ্চল (‘মা বলিতে প্রাণ করে আনচান’)। |
আন-তাবড়ি | এলোমেলো; আন্দাজে (আনতাবড়ি ঢিল ছুঁড়ছে)। |
আনন্দে/আলহাদে আটখানা | বেজায় খুশি; হেসে কুটিকুটি |
আনাগোনা/যানা | জন্মমৃত্যু (দুনিয়াদারি মুসাফিরি সিরিফ আনা/যানা)। |
আনাচ-কানাচ/আনাচে-কানাচে | অস্থানকুস্থান; চারপাশ; জানা-অজানা সবস্থান (ঘরের আনাচকানাচ সমস্ত জায়গা খুঁজেছি)। |
আন্দাজে ঢিল ছোঁড়া/মারা | অনুমাননির্ভর কাজ করা; অনিশ্চিতসিদ্ধির লক্ষ্যে চেষ্টা করা। |
আপকা ওয়াস্তে | নির্দিষ্টব্যক্তির জন্য; চাটুকার; তোষামুদে |
আপ-খোরাকি | নিজের খরচে খাবার ব্যবস্থা করার চাকরির সর্ত। |
আপদ | বিরক্তি-উৎপাদনকারী ব্যক্তি বা বস্তু (এই আপদটা বিদায় হলে বাঁচি)। |
আপদ-বালাই/ আপদ-বিপদ | নানা সমস্যা; বিপদকাল (আপদ-বিপদে মানুষের পাশে দাঁড়ানো উচিত); সমার্থক বাগধারা- ঝড়ঝাপটা; ঝুট-ঝঞ্ঝাট/ঝামেল; দুঃখদুর্দশা; বাধাবিঘ্ন; বাধাবিপত্তি ইত্যাদি। |
আপন কথাই পাঁচকাহন | আত্মপ্রচারসর্বস্ব; নিজের প্রাধান্য স্থাপনের চেষ্টা; আত্মঘোষ। |
আপন কোলে ঝোল টানা | নিজের স্বার্থ আগে দেখা। |
আপন গণ্ডা | স্বার্থ (আপনগণ্ডা সবাই বুঝে নেয়)। |
আপন গাঁয়ে কুত্তা শের | নিজের এলাকায় সবাই প্রভুত্ব করে; সমার্থক বাগধারা- আদাড় বনে শিয়াল রাজা, ভেড়া গোয়ালে বাছুর মোড়ল ইত্যাদি। |
আপনা-আপনি | নিজ থেকে স্বতঃপ্রবৃত্ত হয়ে; স্বতঃস্ফুর্তভাবে; স্বাভাবিকভাবে (যদি থাকে নসীবে, আপনা আপনি আসিব)। |
আপন পাঁঠা লেজে কাটা | স্ব-ইচ্ছায় কাজ করার পক্ষে ওকালতি। |
আপন/আপনার পায়ে কুড়োল মারা | নিজের অনিষ্ট ক্ষতি বা সর্বনাশ করা। |
আপনা হাত জগন্নাথ | নিজের সবকিছু ভালো; নিজের প্রয়াসই যথার্থ (আপনহাত জগন্নাথ পরের হাত এঁটোপাত)। |
আপনার ঢাক আপনি বাজানো/ পিটানো/ আপনার কথা পাঁচকাহন | নিজেই নিজের গুণগান করা; আত্মপ্রশংসা করা; নিজের কথা পুনঃপুনঃ উল্লেখ করা; নিজের বক্ত্যব্যকে গুরুত্ব দেওয়া। |
আপনি বাঁচলে বাপের নাম | নিজে বেঁচে থাকলে তবেই পিতৃপুরুষের নাম বলা যায়; নিজের স্বার্থের প্রতি সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। |
আপ্তবাক্য | অভ্রান্ত বাক্য; দোষগুণ বিচার না করে সত্য বলে গৃহীত বাক্য; সমার্থক বাগধারা- বেদবাক্য |
আফশোস/আফসোস | আক্ষেপ; দুঃখ; পরিতাপ; মনস্তাপ (যা গেছে তা গেছে এখন আফশোস করে কোন লাভ নেই, ভুলের শাস্তি পেতেই হবে।) |
আবড়াখাবড়া | অসমান, উঁচু-নিচু, বন্ধুর (আবড়া-খাবড়া রাস্তায় চলা মুশকিল); সমার্থক বাগধারা- এবড়োখেবড়ো; উভড়খাবড়া (হিন্দি) |
আবদার | অন্যায়/অসঙ্গত/যুক্তিহীনদাবী (জনগ্ণের সব আবদার সমর্থনযোগ্য নয়) |
আবর্জনা | অবাঞ্ছিতব্যক্তি (আধুনিক ধারণায় বৃদ্ধরা সংসারের আবর্জনা)। |
আবহমানকাল | অদ্যবধি; চিরকাল; বহুকাল (আবহমানকাল ধরে এই নিয়ম চলে আসছে।) |
আবহাওয়া | অবস্থা; পরিস্থিতি; হাল (দেশের রাজনৈতিক আবহাওয়া খুবই খারাপ।) |
আবাগের বেটা ভূত | হতভাগ্যের বেটা অপদার্থ; কাণ্ডজ্ঞানহীন- গালিবিশেষ |
আবাদী জমি | চাষযোগ্য জমি। |
আবোল-তাবোল | অর্থহীন/অসংলগ্ন/এলোমেলো কথাবার্তা (কি আবোল-তাবোল বকছো?) |
আব্রু | আভিজাত্য; মর্যাদা; মানসম্ভ্রম (জীবনে আব্রু আছে, মরণে কোন আব্রু নাই) |
আভাঙা জল | ঘাটের যে জল ভোরবেলায় কেউ স্পর্শ করে নি (হিন্দু বিয়ের আচারে এই জলের প্রয়োজন হয়।) |
আম না হতে আমসি/ আমসত্ব | আগাম সুখকল্পনা; কারণের আগে কাজ; সমার্থক ভাগধারা- কালনেমির লঙ্কাভাগ; গাছ না উঠতে এককাঁদি; গাছে কাঁঠাল গোঁফে তেল; রাবণের ছাদনাতলা; রাম না হতেই রামায়ণ; হবুছেলের অন্নপ্রাশন ইত্যাদি। |
আমগন্ধি | কাঁচাগন্ধযুক্ত; যে খাবার পুরো রান্না হয়নি। |
আমড়া কাঠের ঢেঁকি | অপদার্থ, কোন কাজের নয়; সমার্থক বাগধারা- কলাখোলার নৌকা, ধানকাঠের তক্তা, ধানগাছের মই ইত্যাদি। |
আমড়া গাছে আম ফলে না | কারো চরিত্র ও কর্ম তার বংশকুলের বিপরীত হয় না; বিপরীত বাগধারাও সত্য, যেমন- দৈত্যকুলে প্রহ্লাদ। |
আমতা আমতা করা | ইতস্ততঃ বা দ্বিধা করা; ‘হাঁ কি না’ খোলসা না-করা; স্বীকারের ইচ্ছা নেই আবার অস্বীকারের উপায়ও নেই (অত আমতাআমতা করতে হবে না যা বলার বলে ফেল) |
আমল দেওয়া | কর্ণপাত না করা; গুরুত্ব/পাত্তা/প্রশ্রয় না দেওয়া; গ্রাহ্য না করা (সবার কথায় আমল দিও না।) |
আমসি হওয়া (মুখ) | শুকিয়ে বিবর্ণ বিশীর্ণ হওয়া। |
আমি/আমিত্ব | অহঙ্কার; অহম্বোধ (আমি যাবে মলে)। |
আমির-উমরা/ আমীর ওমরাহ | সমাজের গণ্যমান্য; প্রভাবশালী; বিত্তশালী; প্রচুর ক্ষমতাসম্পন্ন লোকজন (আমির-উমরাদের চালচলন/মেজাজই আলাদা।) |
আমে দুধে এক হয় আঁটি যায় গড়াগড়ি | উপরতলায় মিল হয় সাধারণে বঞ্চিত হয়। |
আয়নায় মুখ দেখা | নিজের সুন্দর মুখের মত চরিত্রও সুন্দর করা। |
আয়ারাম | দলবদল করে অন্যদল থেকে আসা সদস্য। |
আয়েন্দা | ভবিষ্যৎ; আগামী দিন (আয়েন্দা কিছু হ’লে তার জন্য তুমি দায়ী থাকবে)। |
আয়াশ/আয়েশ | আরাম; আমোদ; বিলাস; স্ফূর্তি (কাজের ফাঁকে একটু আয়েশ করে নিচ্ছি)। |
আয়াস | যত্ন; প্রচেষ্টা; প্রয়াস (বিনা আয়াসে সিদ্ধি নাই)। |
আয়ীবুড়ি | পাকাপাকা কথা বলা অল্পবয়স্কা মেয়ে। |
আর একটু হলে | বাড়াবাড়ি হ’লে; বিষয় গুরুতর হলে (আর একটু হলে পড়ে যেতাম)। |
আর কতই বা | বেশি কিছু নয়। |
আরশির মুখে পড়শি দেখা | নিজের মত অপরকে ভাবা। |
আরশুলা আবার পাখি | উত্তমের সাথে অধমের তুলনা হয় না। |
আলগা থাকা | কোন কিছুতে জড়িত না হওয়া; নির্লিপ্ত থাকা। |
আলগা ভাব | আন্তরিকতাহীন; লোক দেখানো ভাব। |
আলগা মন্তব্য | অনভিপ্রেত/অসঙ্গত/বেফাঁস মন্তব্য |
আলগা মুখ | অসংযত কথাবার্তা। |
আলটপকা | আচমকা; অপ্রত্যাশিতভাবে; বিনাচেষ্টায় হঠাৎ (আলটপকা কোন মন্তব্য করো না।) |
আল্টিমেটাম | শেষ সতর্কীকরণ। |
আলটুফালটু/আলতুফালতু কথা | আজেবাজে/অনাবশ্যক/অর্থহীন কথাবার্তা (আলটুফালটু বকো না।) |
আলাইবালাই | আপদবিপদ (আলাইবালাই এমন কথা বলতে নেই; আলাইবালাই দূর হোক)। |
আলাদীনের প্রদীপ | অবিশ্বাস্য ঘটনা ঘটানোর কারিগর; আশ্চর্য জিনিষ। |
আলাভোলা | সহজ-সরল; বেখেয়ালি; নিতান্ত ভালমানুষ; সমার্থক বাগধারা ভোলে-ভালা; সাদাসিধে। |
আলালের ঘরের দুলাল | ধনীর ঘরের অতি আদুরে ও প্রায় ক্ষেত্রে বখাটে ছেলে। |
আলুথালু | অসংবৃত; অসংযত; শিথিল অর্থে- অনুকার শব্দ (বিবস্ত্র বেশে আর আলুথালু কেশে) |
আলুর দোষ | চরিত্রদোষ; লাম্পট্য; মেয়েদের প্রতি পুরুষের মাত্রাতিরিক্ত ও অশোভন আসক্তি |
আলেয়া/ আলেয়ার আলো | দুর্লভ বা বিভ্রান্তিকর বস্তু; ধাঁধা; প্রহেলিকা; মিথ্যা মায়া (আলেয়ার পিছনে ছুটিও না; জীবন আঁধারময় হবে)। |
আলেয়ার পিছনে ছোটা | দুর্লভ বস্তুর পিছনে ছোটা |
আলোয় আলোয় | দিনেদিনে; দিন থাকতে থাকতে (আলোয়-আলোয় বাড়ি ফিরতে হবে)। |
আল্লাকা পেয়ারা হো গয়া | মারা গেছেন। |
আল্লার কুদতৎ | অলৌকিক কাণ্ড। |
আশকারা | প্রশ্রয় (তোমার আশকারাতেই ছেলেটা উচ্ছন্নে গেছে।) |
আশনাই | প্রণয়; আসক্তি, অবৈধ প্রণয় (‘মন যত বলে আশা নাই, হৃদে তত জাগে আশনাই’)। |
আশপাশ | কাছাকাছি জায়গা; নিকটবর্তী চারদিক ভাবার্থে- অনুকার শব্দ (আশপাশ থেকে আওয়াজ আসছে)। |
আশমান-জমিন ফারাক | দূরতিক্রম্য ব্যবধান; বিশাল পার্থক্য (দুই ভাইয়ের আচার-ব্যবহারে আশমান-জমিন ফারাক।); সমার্থক বাগধারা- আকাশ পাতাল তফাৎ। |
আশমানের চাঁদ হাতে পাওয়া | দুষ্প্রাপ্য জিনিস লাভ করা। |
আশীসিক্কা ওজনের চড় | প্রচণ্ড চপেটাঘাত। |
আষাঢ়ে গল্প | আজগুবি/কাল্পনিক কাহিনী; |
আষ্টেপৃষ্ঠে | চারিদিক থেকে; সর্বাঙ্গ ঘিরে; সারা অঙ্গে (দুস্কৃতিটাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা হল।) |
আসতে কাটে যেতে কাটে | উভয়সঙ্কট; যে অবস্থা থেকে সহজে নিস্তার পাওয়া যায় না; সমার্থক বাগধারা- শাঁখের করাত। |
আসতে ছাগল, যেতে পাগল | তর-সয়-না; ধৈর্যহীন। |
আসন টলা | ক্ষমতা হারানোর উপক্রম। |
আসন্নকাল | বিপদকাল; মরণকাল (রাজার আসন্নকাল সমাসন্ন।) |
আসমান-জমিন ফারাক | দূরতিক্রম্য ব্যবধান; সীমাহীন পার্থক্য (দুইভাইয়ের মধ্যে আসমান জমিন ফারাক।) |
আসমানের চাঁদ হাতে পাওয়া | দুষ্প্রাপ্য জিনিস লাভ করা। |
আসর গরম করা | বিচিত্র কথাবার্তায় উদ্দীপনা সৃষ্টি করা; সরস কথায় সভায় উপস্থিত সকলকে মোহিত করা (আসর গরম করা বক্তৃতা)। |
আসর জমানো/মাতানো | আসরে নিজেকে প্রতিষ্ঠিত করা; বাকচাতুর্য এবং হাস্যপরিহাসে আসরকে আনন্দোচ্ছল করা। |
আসরে নামা | কাজে অবতীর্ণ হওয়া। |
আসল থেকে সুদের কদর বেশি | বাবা-মায়ের কাছে ছেলে-মেয়ে থেকে নাতি-নাতনির টান বেশি। |
আসা-যাওয়া | দেখা-সাক্ষাৎ; মেলামেশা (পাশাপাশি থাকে অথচ উভয়ের মধ্যে আসা যাওয়া নেই।) |
আসানসোলে কয়লা চালান | যার আছে তাকে আরও দেওয়া; তোষামোদ করা; সমার্থক বাগধারা- তেলা মাথায় তেল দেওয়া; ব্যঙের মাথায় ছাতি ধরা ইত্যাদি। |
আসে যায় | গুরুত্বপূর্ণ; ক্ষতিবৃদ্ধি হয়। |
আসতে যেতে গলা কাটা | সকল ব্যবহারেই বঞ্চনা করা; সমার্থক বাগধারা- শাঁখের করাত। |
আস্ত কেউটে | ভয়ানক বিপজ্জনক লোক। |
আস্ত-না-রাখা | মেরে হাড়গোড় গুড়িয়ে দেওয়া। |
আস্ত পাগল | পুরাদস্তুর পাগল। |
আস্ত হনুমান | বিদ্রুপে- সকল অপকর্মের হোতা |
আস্ত শয়তান | চুড়ান্ত শয়তান; শয়তানের সর্দার (তুমি একটা আস্ত শয়তান।) |
আস্তানা গাড়া | সাময়িকভাবে কোথাও বসবাস শুরু করা। |
আস্তিন গুটানো | মারামারি করতে উদ্যত; ভয় দেখানো (রাজনৈতিক ময়দানে দুইদল আস্তিন গুটাচ্ছে।) |
আহাম্মকের গলায় দড়ি | আহাম্মক বারবার দোষ করে ও শাস্তি পায়। |
আহারনিদ্রা | যাবতীয়/সব কাজ (আমি আহারবনিদ্রা ছেড়েে তোমার জন্য বসে আছি)। |
আহুঃ সপ্তপদী মৈত্রী | যার সাথে সাত পা হাঁটা যায় তার সাথে বন্ধুত্ব হয়। |
আহ্লাদী পুতুল | অন্যায় আবদারকারী শিশু। |
আহ্লাদে আটখানা/ডগমগ | অত্যন্ত/বেজায় খুশি; আনন্দে আত্মহারা (আহ্লাদে আটখানা, মূল্য পাঁচআনা)। |
আহ্লাদে গোপাল | অনুচিত আদরে বিগড়ানো ছেলে। |
আহ্লাদে ফুটকড়াই | আনন্দের আতিশয্যে অত্যধিক বাকস্ফূর্তি। |
আহ্লাদে ফুটিফাটা | হেসে লুটোপুটি। |
আহ্লাদের প্রহ্লাদ | আদরের সন্তান। |
বাগধারা-ই
ইঁদুর কপাল | নিতান্ত মন্দভাগ্য |
ইঁচড়ে পাকা | অকালপক্ব |
ইলশে গুঁড়ি | গুড়ি গুড়ি বৃষ্টি |
ইতর বিশেষ | পার্থক্য |
বাগধারা-উ
উত্তম মধ্যম | প্রহার / মারধোর করা |
উভয় সংকট | দুই দিকেই বিপদ |
উড়নচন্ডী | অমিতব্যয়ী |
উলু বনে মুক্ত ছড়ানো | অপাত্রে/অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান করা |