1000 ইতিহাস MCQ সেট-৪ | History MCQ Set 4 in Bengali

History MCQ Set 4 in Bengali (ইতিহাস MCQ বাংলা): Bangla MCQ.org এ আপনাকে স্বাগত। ইতিহাস MCQ বাংলা WBCS, WBSSC, WBP, WBPSC, RAIL, BANK ইত্যাদি সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য Bangla MCQ.org র তরফ থেকে রইল সেট-৪।

শুধু মাত্র সরকারি চাকরির প্রস্তুতির জন্য নয়, সমস্ত শ্রেনীর ছাত্র ছাত্রীরাও এই পোস্টের মাধ্যমে ইতিহাসের MCQ প্রশ্ন সম্পর্কে জানতে পারবে। এর আগে আমরা History MCQ Set 3 তে ২৪১ থেকে৩৪০ টা প্রশ্ন জেনেছি, আজ History MCQ in Bengali Set 4 তে ৩৪১ থেকে ৪৪১ পর্যন্ত History MCQ set 4 in Bengali প্রশ্ন সম্পর্কে জানব। তাহলে চলো শুরু করা যাক…..

History MCQ Set 4 in Bengali

ইতিহাস MCQ সেট 3

অস্কার পুরস্কার ২০২৩ তালিকা

পদ্ম পুরস্কার ২০২৩ এর সম্পূর্ণ তালিকা

অর্জুন পুরস্কার ২০২৩ MCQ

History MCQ Set 4

  1. বিখ্যাত অজন্তা ও ইলোরা গুহার চিত্রকলা কাদের রাজত্বকালে শিল্পচর্চার বিশেষ নিদর্শন ?

(A) পল্লব (B) পান্ডব (C) চালুক্য (D) রাষ্ট্রকূট

(D) রাষ্ট্রকূট

  1. গুপ্ত যুগের কোন শাসক একধারে সংগীতশিল্পী অন্যদিকে কবি ছিলেন এবং যিনি কবিরাজ উপাধিতে ভূষিত ছিলেন ?

(A) প্রথম চন্দ্রগুপ্ত (B) কন্দ গুপ্ত (C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (D) সমুদ্র গুপ্ত

(D) সমুদ্র গুপ্ত

343.” জাহাঙ্গীরী মহল” কোথায় অবস্থিত ?

(A) দিল্লি (B) আগ্রা দুর্গ (C) সেকেন্দ্রাবাদ (D) ফতেপুর সিক্রি

(C) সেকেন্দ্রাবাদ

  1. সাঁচি স্তুপ কোন সময় নির্মিত হয়েছিল ?

(A) বৌদ্ধ যুগ (B) মৌর্য যুগ (C) গুপ্ত যুগ (D) কুষাণ যুগ

(B) মৌর্য যুগ

345.” বিবি- কা- মাকবড়া” কার সমাধি সৌধ ?

(A) মমতাজ মহল (B) নুরজাহান (C) ঔরঙ্গজেবের পত্নী (D) শের শাহের পত্নী

(C) ঔরঙ্গজেবের পত্নী

  1. জাহাঙ্গীরের সমাধি সৌধ কে নির্মাণ করেছিলেন এবং কোথায় ?

(A) শাহজাহান, আগ্রা (B) শাহজাহান, দিল্লি (C) নুরজাহান, লাহোর (D) নুরজাহান, ফতেপুর সিক্রি

(C) নুরজাহান, লাহোর

  1. আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ?

(A) আকবর (B) বাবর (C) ইব্রাহিম লোদি (D) সিকান্দার লোদী

(D) সিকান্দার লোদী

  1. নিচের কোন শাসক গোষ্ঠী ভারতে মন্দির ও ব্রাহ্মণদের জন্য সবচেয়ে বেশি সংখ্যায় গ্রাম দান করেছিলেন ?

(A) পাল বংশ (B) গুপ্ত বংশ (C) চালুক্য বংশ (D) রাষ্ট্রকূল বংশ

(B) গুপ্ত বংশ

  1. নিচের কোন ভারতীয় রাজা শিল্প এবং সংগীতে অসাধারণ পারদর্শী ছিলেন ?

(A) সমুদ্র গুপ্ত (B) চন্দ্রগুপ্ত মৌর্য (C) হর্ষবর্ধন (D) কনিষ্ক

(A) সমুদ্র গুপ্ত

  1. নিচের কোন ঐতিহাসিক যুগের সাথে বিখ্যাত এলিফ্যান্ট গুহার সম্পর্ক রয়েছে ?

(A) সাতবাহন (B) গুপ্ত (C) চালুক্য (D) রাষ্ট্রকূট

(C) চালুক্য

  1. মথুরা ঘরনার শিল্প কার্যে নিচের কোন উপাদান ব্যবহৃত হতো?

(A) সাদা মার্বেল (B) লাল বেলে পাথর (C) গ্রানাইট (D) সিলেট

(B) লাল বেলে পাথর

  1. বিশ্বের অন্যতম বৃহৎ গম্বুজ নিচের কোনটিতে আছে ?

(A) জামা মসজিদ, দিল্লি (B) শ্বেতসার সমাধি, সাসারাম

(C) গোল গম্বুজ , বিজাপুর (D) গিয়াস উদ্দিন তুঘলকের সমাধি, দিল্লি

(C) গোল গম্বুজ , বিজাপুর

  1. নিচের কোনটির দেওয়ালে ফারসি কবিতার এই দুটি লাইন ক্ষুধিত করা আছে : ” যদি পৃথিবীতে কোন স্বর্গ থাকে, তাহলে ইহাই স্বর্গ, ইহাই স্বর্গ, ইহাই স্বর্গ” ?

(A) মতি মসজিদ (B) দেওয়ানি আম, দিল্লি (C) দেওয়ানী খাস, দিল্লি (D) জাহাঙ্গীরী মহল, আগ্রা

(C) দেওয়ানী খাস, দিল্লি

  1. কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত” আড়াই দিন কা ঝোপরা” কোথায় অবস্থিত ?

(A) দিল্লি (B) আজমির (C) আগ্র (D) যোধপুর

(B) আজমির

  1. কালিদাসের বিখ্যাত নাটক” মালবিকা অগ্নিমিত্র” — এর নায়ক কে ?

(A) পুষ্য মিত্র (B) বজ্র মিত্র (C) অগ্নি মিত্র (D) বসু মিত্র

(C) অগ্নি মিত্র

356.” তুঘলকনামা” কে লিখেছিলেন ?

(A) আমির খসরু (B) ফিরোজা তুঘলক (C) আবুল ফজল (D) ইবন বতুতা

(A) আমির খসরু

357.” হুমায়ূন নামা” কে লিখেছিলেন ?

(A) হুমায়ুন (B) ফেরদৌস (C) আবুল ফাজল (D) গুলবাদন বেগম

(D) গুলবাদন বেগম

  1. ভারতের বিখ্যাত ইন্দ্র ফার্সি কবি কে ছিলেন ?

(A) আমির খসর (B) আল বিরুনী (C) ফিরদৌস (D) ফৌজি

(C) ফিরদৌস

  1. নিচের কোনটি শিক্ষা সাধনার প্রাচীনতম পাঠ স্থান ?

(A) উজ্জয়নি (B) বিক্রমশিলা (C) তক্ষশীলা (D) নালন্দা

(C) তক্ষশীলা

  1. শ্রীমৎ ভগবত গীতায় কতগুলো শ্লোক আছে ?

(A)650 (B)492 (C)700 (D)612

(C)700

361.” পঞ্চতন্ত্র” কে লিখেছিলেন ?

(A) বানভট্ট (B) বীরবল (C) বিষ্ণু শর্মা (D) তুলসি দাস

(C) বিষ্ণু শর্মা

  1. প্রাচীন ভারতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব পতঞ্জলি প্রধানত কি ছিলেন ?

(A) একজন জ্যোতির্ব (B) একজন কবি (C) একজন গণিতজ্ঞ (D) একজন ব্যাকরণবিদ

(D) একজন ব্যাকরণবিদ

  1. গুপ্ত যুগের রচিত নাটকে নারী ও শূদ্ররা কি ভাষায় কথা বলতো ?

(A) পালি (B) সংস্কৃত (C) প্রাকৃত (D) সুরসানি

(C) প্রাকৃত

  1. কালিদাসের রচনায় কোন এক দেব বা দেবীর আরাধনা প্রতি বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় | তিনি কে ?

(A) দুর্গা (B) শিব (C) বিষ্ণু (D) সরস্বতী

(D) সরস্বতী

  1. কৌটিল্যের অর্থশাস্ত্রে নিচের কোন ফলটির কোন উল্লেখ নেই ?

(A) কলা (B) আম (C) পেয়ার (D) আঙুর

(C) পেয়ার

  1. ভারতের প্রাচীন ইতিহাসে কে নিউটনের আগেই জানিয়েছিলেন যে সব পদার্থই মহাকর্ষ শক্তির দ্বারা পৃথিবীর দিকে আকৃষ্ট হয় ?

(A) আর্যভট্ট (B) বরাহমিহির (C) ব্রহ্মগুপ্ত (D) বানভট্ট

(C) ব্রহ্মগুপ্ত

  1. সমুদ্র গুপ্তের মৃত্যুর পরবর্তী ঘটনা বিষাদ দত্তের কোন রচনায় প্রতিফলিত হয়েছে ?

(A) মুদ্রা রাক্ষস (B) মৃচ্ছকটিক (C) রামায়ণ (D) মালবিকা অগ্নিমিত্র

(A) মুদ্রা রাক্ষস

  1. নিচের কোনটি ভাসের রচনা ?

(A) রামায়ণ (B) স্বপ্নবাসবদত্তা (C) শকুন্তলা (D) মহা বংশ

(B) স্বপ্নবাসবদত্তা

  1. কার নির্দেশ অনুযায়ী উপনিবেশ কে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল ?

(A) আকবর (B) জাহাঙ্গীর (C) দাঁড়া শিখো (D) আবুল ফাজিল

(C) দাঁড়া শিখো

  1. নিচের কোনটি সঠিক জোড়া নয় ?

(A) আবুল ফজল—- আইন- ই- আকবরী (B) হর্ষবর্ধন—– হর্ষচরিত

(C) বাবর—- বাবরনামা (D) জাহাঙ্গীর—— তুজুক-ই-জাহাঙ্গীর

(B) হর্ষবর্ধন—– হর্ষচরিত

  1. হাতি গুম্ফা শিলালিপিতে কার কৃতিত্বের কথা বর্ণিত আছে ?

(A) দ্বিতীয় পুলকেশী (B) খারবেল (C) অশোক (D) গন্ধ গুপ্ত

(B) খারবেল

  1. অধিকাংশ হিন্দু ধর্মগ্রন্থ গুলিতে সংস্কৃত থেকে ফারসি ভাষায় অনুবাদ করার জন্য নিচের কোন শাসক আদেশ দিয়েছিলেন ?

(A) আলাউদ্দিন খলজি (B) গিয়াস উদ্দিন তুঘলক (C) মোহাম্মদ বিন তুঘলক (D) ফিরোজ শাহ তুঘলক

(D) ফিরোজ শাহ তুঘলক

  1. নিচের কে অভিধান রচনার জন্য সুপরিচিত ?

(A) পানিনি (B) বানভট্ট (C) অমর সিংহ (D) অশ্ব ঘোষ

(C) অমর সিংহ

নিয়ে লিখিত গ্রন্থ গুলির রচনা সময় অনুযায়ী নিচের কোন ক্রোম টি সঠিক ?

1. গীতগোবিন্দ 2. বিনয় পিটক 3. অথর্ববেদ 4. রঘুবংশ

(A)3,2,4,1 (B)1,2,3,4 (C)3,4,1,2 (D)4,1,2,3

(A)3,2,4,1

375.” অষ্টাধ্যায়ী” কার রচনা ?

(A) বিষ্ণু শর্মা (B) পানিনি (C) আর্যভট্ট (D) চরক

(B) পানিনি

  1. ১৬ টি মহাজনপদের নামের উল্লেখ কোথায় আছে ?

(A) হর্ষচরিত (B) অর্থশাস্ত্র (C) ইন্ডিকা (D) অঙ্গুর আত্মা নিতাই

(D) অঙ্গুর আত্মা নিতাই

  1. নিচের কোনটি হর্ষবর্ধনের রচনা ?

(A) রত্নাবলী (B) কাদম্বরী (C) হর্ষচরিত (D) রঘুবংশ

(A) রত্নাবলী

  1. কে ভারতে ” শূন্য” আবিষ্কার করেন ?

(A) বরাহ মিহির (B) আর্য ভট্ট (C) ব্রহ্মগুপ্ত (D) পারিনি

(B) আর্য ভট্ট

  1. নিচের কে ” যোগসূত্র” লিখেছিলেন ?

(A) পানিনি (B) পতঞ্জলি (C) ব্রহ্মগুপ্ত (D) আর্যভট্ট

(B) পতঞ্জলি

  1. প্রার্থনা ও বলি অনুষ্ঠান সম্পর্কে লেখা প্রাচীন ভারতীয় গ্রন্থ কোনটি ?

(A) সামবেদ (B) অমরকোষ (C) আরণ্যক (D) ব্রাহ্মণ

(D) ব্রাহ্মণ

  1. হরি সেন কোন রাজার সভাকবি ছিলেন ?

(A) লক্ষণ সেন (B) বল্লাল সেন (C) চন্দ্রগুপ্ত (D) সমুদ্র গুপ্ত

(D) সমুদ্র গুপ্ত

  1. কার রাজত্বকালে তুলসী দাস” রামচরিতমানুষ” রচনা করেছিলেন ?

(A) কৃষ্ণদেব রায় (B) সমুদ্র গুপ্ত (C) আকবর (D) জাহাঙ্গীর

(C) আকবর

383.” বিজোক” এ রচয়িতা কে ?

(A) তুলসী দাস (B) কবীর (C) রামদাস (D) বুড়ো অর্জুন

(B) কবীর

384.” মহাভারত” অন্য কি নামেও পরিচিত ?

(A) জয় নামের ইতিহাস (B) বিজয় পিটক (C) কথা ভাবতু (D) ভারত গৌরব

(A) জয় নামের ইতিহাস

  1. এক বাঙালি পন্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্ব প্রধান ছিলেন | কে তিনি ?

(A) শ্রীজ্ঞান অতিশ (B) শীলভদ্র (C) নাগার্জুন (D) শংকরাচার্য

(B) শীলভদ্র

  1. প্রাচীন ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় কোন বিষয়ের জন্য বিখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল ?

(A) জৈন ধর্ম (B) হিনোজান বৌদ্ধধর্ম (C) মহাজান বৌদ্ধ ধর্ম (D) হিন্দু ধর্ম

(C) মহাজান বৌদ্ধ ধর্ম

  1. নিচের কোন মহিলা মোঘল যুগে একটি মূল্যবান ঐতিহাসিক গ্রন্থের রচয়িতা ?

(A) গুলবাদন বেগম (B) নুরজাহান বেগম (C) জাহানারা বেগম (D) জেব- অন্বেষা- বেগম

(A) গুলবাদন বেগম

  1. মারাঠি সাহিত্যের বিকাশের উল্লেখযোগ্য অবদান কার প্রথম ?

(A) রামদাস (B) যোগী মুকুন্দরাজ (C) ধনেশ্বর (D) নামদেব

(D) নামদেব

  1. গুপ্ত যুগের কোন সাহিত্যসাধক কে” ভারতীয় সেক্সপিয়ার” বলা হয়ে থাকে ?

(A) কালিদাস (B) ভারবি (C) হরি সেন (D) বিষাদ দত্ত

(A) কালিদাস

  1. সঙ্গম যুগের সাহিত্যে কোন ভাষা ব্যবহৃত হতো ?

(A) সংস্কৃত (B) পালি (C) কানাড়া (D) তামিল

(D) তামিল

  1. আদি অখন্ড বেদকে কে চতুর্বেদে বিভক্ত করেছিলেন ?

(A) পানিনি (B) পতঞ্জলি (C) ব্যাস (D) কুমারীল ভট্ট

(C) ব্যাস

  1. সঙ্গম যুগের সাহিত্য অধিকাংশ ক্ষেত্রে নিচের কোন সাহিত্য ধারায় রচিত হয়েছিল ?

(A) গদ্য (B) পদ্ম (C) নাটক (D) উপরের সবগুলি

 (C) নাটক

  1. নিচের কাকে” আয়ুর্বেদের জনক” বলা হয় ?

(A) চরক (B) সুশ্রুত (C) ধন্বন্তরি (D) পতঞ্জলি

(A) চরক

  1. হুন জাতি কার সময় ভারত আক্রমণ করেছিলেন ?

(A) নন্দ বংশ (B) গুপ্ত বংশ (C) মৌর্য বংশ (D) কুষাণ বংশ

(B) গুপ্ত বংশ

395. নিচের পর্যটকদের ভারতে আসার সময় অনুযায়ী সঠিকক্রম কোনটি ?

1.অল বেলুনি 2. হিউয়েন সাং 3. ফাহিয়েন 4. মেগাস্থিনিস

(A)4 2 3 1 (B)1 2 3 4 (C)4 1 2 3 (D)3 2 4 1

(A)4 2 3 1

  1. ভারতে প্রথম মুসলিম আক্রমণ কার নেতৃত্বে হয়েছিল ?

(A) তৈমুর লং (B) মোহাম্মদ ঘুরি (C) মোহাম্মদ বিন কাসিম (D) মোহাম্মদ গজনী

(C) মোহাম্মদ বিন কাসিম

  1. চেঙ্গিস খাঁ জাতিতে কি ছিলেন ?

(A) মঙ্গল (B) পুরানি (C) আফগান (D) কোনোটিই নয়

 (C) আফগান

  1. বিখ্যাত ঐতিহাসিক আলবেরুনী ভারতে কবে এসেছিলেন ?

(A)9TH শতাব্দি (B)11 TH শতাব্দি (C)12 TH শতাব্দি (D) 14TH শতাব্দি

(B)11 TH শতাব্দি

  1. পাটনা শহরের প্রাচীন নাম কোনটি ?

(A) কৌনজ (B) পাটলিপুত্র (C) কপিলাবস্তু (D) ত্রিপিটক

 (B) পাটলিপুত্র

  1. কোন রাজবংশের একজন বিখ্যাত শাসক হলেন রুদ্রদামন ?

(A) শখ (B) পল্লব (C) কুষাণ (D) মৌর্য

[A] অ্যালিটেম

  1. কোন মুসলিম সম্রাট রানী পদ্মিনীর সৌন্দর্যযে আকৃষ্ট হয়েছিলেন ?

(A) হুমায়ুন (B) আলাউদ্দিন খিলজী (C) আকবর (D) বাবর

(B) আলাউদ্দিন খিলজী

  1. রাষ্ট্রের তহবিল থেকে হজ তীর্থযাত্রার ব্যবস্থা ভারতের কোন সম্রাট প্রথম করেন ?

(A) বাবর (B) আকবর (C) ফিরোজ শাহ তুঘলক (D) আলাউদ্দিন খিলজী

(B) আকবর 

403.” রুপিয়া” মুদ্রা প্রথম কে প্রবর্তন করেন ?

(A) আকবর (B) শেরশাহ (C) মোহাম্মদ বিন তুঘলক (D) জাহাঙ্গীর

(A) আকবর

  1. নিচের মোগল সম্রাটদের মধ্যে কার সাম্রাজ্য সর্বাপেক্ষা বিস্তৃত ছিল ?

(A) আকবর (B) হুমায়ুন (C) জাহাঙ্গীর (D) ঔরঙ্গজেব

(D) ঔরঙ্গজেব

  1. প্রথম কোন প্রাচীন ভারতীয় রাজা সম্রাজ্যবাদের সূচনা করেন ?

(A) অশোক (B) বিম্বিসার (C) প্রথম চন্দ্রগুপ্ত (D) অজাত শত্রু

(B) বিম্বিসার

  1. নিচের কে দিল্লির মসনদে শেষ সুলতান ছিলেন ?

(A) ইলতুৎমিস (B) গিয়াস উদ্দিন বলবন (C) ইব্রাহিম লোদী (D) সৈয়দ লোভী

(C) ইব্রাহিম লোদী

  1. পাটলিপুত্র নগরটি কে নির্মাণ করেন ?

(A) উদয় ভদ্র (B) সিলভদ্র (C) হর্ষবর্ধন (D) কনিষ্ক

(A) উদয় ভদ্র

  1. বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন ?

(A) সিরাজউদ্দৌলা (B) মীরজাফর (C) মুর্শিদকুলি খাঁ (D) মীরকাসিম

(D) মীরকাসিম

  1. ভারতের কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

(A) কনিষ্ক (B) বাসিসকো (C) প্রথম কনফিশেস (D) দ্বিতীয় কনফিজে

(A) কনিষ্ক 

  1. অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন ?

(A) ভি এস স্মিথ (B) রোমিলা থাপার (C) জেমস প্রিন্সেস (D) ম্যাক্স মুলার

(C) জেমস প্রিন্সেস

411.” তুযুক- ই- জাহাঙ্গীর” কার লেখা ?

(A) আমির খসরু (B) টমাস রো (C) জাহাঙ্গীর (D) গুলবাদন বেগম

 (C) জাহাঙ্গীর

  1. এদের মধ্যে কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করে ?

(A) জাহাঙ্গীর (B) বাহাদুরসহ জাফর (C) দ্বিতীয় শাহ আলম (D) ফারুকশিয়ার

(C) দ্বিতীয় শাহ আলম

  1. মোগল সম্রাট বাবর কোন ভাষায় তাঁর আত্মজীবনী রচনা করেন ?

(A) পারশি (B) উর্দু (C) তুর্কি (D) আরবি

(C) তুর্কি

  1. ইতিহাসবিদ এলফিনস্টোন কাকে সুলতানি যুগের আকবর বলেছিলেন ?

(A) আলাউদ্দিন খিলজী (B) গিয়াস উদ্দিন তুঘলক (C) মহম্মদ বিন তুঘলক (D) ফিরোজ শাহ তুঘলক

(D) ফিরোজ শাহ তুঘলক

  1. সাতবাহন রাজধানী কোথায় ছিল ?

(A) পৈথান (B) মগধ (C) তক্ষশীলা (D) তাঞ্জোর

(A) পৈথান

  1. কোন সুলতান প্রথম হিন্দু ব্রাহ্মণদের উপর ” জিজিয়া কর” আরব করেন ?

(A) ফিরোজ শাহ তুঘলক (B) ইলতুৎমিস (C) গিয়াস উদ্দিন বলবন (D) আলাউদ্দিন খিলজী

(A) ফিরোজ শাহ তুঘলক

  1. তিনি একমাত্র মুসলিম মহিলা যার নাম ও প্রতিকৃতি মোগল মুদ্রায় পাওয়া যায় ?

(A) জাহানারা (B) গুলবাদন বেগম (C) মমতাজ (D) নুরজাহান

(D) নুরজাহান

  1. সুলতানি যুগের প্রধান ভাষা কি ছিল ?

(A) পার্সি (B) হিন্দি (C) ফার্সি (D) আরবি

(C) ফার্সি

  1. দিল্লির মোতি মসজিদ কোন মোগল সম্রাটের স্থাপত্য কীর্তি ?

(A) হুমায়ুন (B) জাহাঙ্গীর (C) শাহজাহান (D) ঔরঙ্গজেব

 (C) শাহজাহান

  1. বৈদিক যুগে” নদীর দেবী” কে ছিলেন ?

(A) লক্ষী (B) দুর্গা (C) সরস্বতী (D) গঙ্গা

(C) সরস্বতী

  1. কোন মৌর্য রাজা প্রথম রাস্তায় মাইলস্টোন বসিয়েছিলেন ?

(A) বিন্দুসার  (B) অশোক  (C) বৃহদত (D) চন্দ্রগুপ্ত মৌর্য

(D) চন্দ্রগুপ্ত মৌর্য

  1. অমর সিংহ কোন রাজার সভাকবি ছিলেন ?

(A) আকবর  (B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত  (C) জাহাঙ্গীর (D) সমুদ্র গুপ্ত

(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

  1. অষ্টম শতাব্দীর বিক্রমশীলা মহাবিহারের ধ্বংসাবশেষ কোন রাজ্যে পাওয়া গিয়েছে ?

(A) বিহার  (B) উত্তর প্রদেশ  (C) মধ্যপ্রদেশ (D) উড়িষ্যা

(A) বিহার

424.” বিক্রমোর্বশীয়ম্” গ্রন্থের রচয়িতা কে ?

(A) বানভট্ট  (B) ভবভূতি  (C) শূদ্রক (D) কালিদাস

(D) কালিদাস

  1. আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন তক্ষশীলা রাজা কে ছিলেন ?

(A) পুরু  (B) ধননন্দ  (C) চন্দ্রগুপ্ত (D) অম্ভি

(D) অম্ভি

  1. শেষ মৌর্য সম্রাট কে ছিলেন ?

(A) চন্দ্রগুপ্ত মৌর্য  (B) বৃহদ্রত (C) সম্রাট অশোক (D) বিন্দুসার

(B) বৃহদ্রত

  1. শেষ মৌর্য সম্রাট বৃহদ্রতকে হত্যা করে তার মন্ত্রী মগদের সিংহাসন দখল করেন | তার নাম কি ?

(A) পুষ্প মিত্র  (B) অগ্নি মিত্র  (C) বসু মিত্র (D) শ্রী গুপ্ত

(A) পুষ্প মিত্র

  1. চীন দেশের এক উপজাতি বংশধর হলো হুনরা ‘সেই উপজাতির নাম কি ?

(A) বালিক  (B) শখ  (C) হুন (D) ইয়াচি

(D) ইয়াচি

  1. ভারতে 606 খ্রিস্টাব্দে কে রাজ্যভার গ্রহণ করেন ?

(A) হর্ষবর্ধন  (B) বিক্রমাদিত্য  (C) প্রভাকর বর্ধন (D) স্কন্ধ গুপ্ত

(A) হর্ষবর্ধন

  1. পাল বংশের রাজত্বকালে দুটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল,কোথায় কোথায় ?

(A) বিক্রমশিলা, নালন্দা  (B) বিক্রমশিলা, সোমপুর  (C) নালন্দা, সোমপুর (D) নবদ্বীপ, গৌড়

(B) বিক্রমশিলা, সোমপুর

  1. নিচের কোনটি পাল যুগের সন্ধ্যাকারনন্দের একটি রচনা ?

(A)ন্যায় কন্দলি  (B) রামচরিত  (C) প্রিয়দর্শিকা (D) দানসাগর

 (B) রামচরিত

  1. সেন বংশের রাজত্বকালে ” পবন দুধ” রচিত হয়, রচয়িতার নাম কি ?

(A) জয়দেব  (B) গোবর্ধন  (C) ধোয়ী (D) বল্লাল সেন

(C) ধোয়ী

  1. বাহমনী বংশ কে প্রতিষ্ঠা করেন ?

(A) ফিরোজ শাহ  (B) খিজির খা  (C) আলাউদ্দিন বাহমনী শাহ (D) সুবক্তহীন

(C) আলাউদ্দিন বাহমনী শাহ

  1. রম্বজিত গোর কে ছিলেন ?

(A) আকবারের সভাসদ  (B) শেষের হিন্দু সেনাপতি  (C) গৌড়ের রাজা (D) সমুদ্র গুপ্তের প্রধানমন্ত্রী

 (B) শেষের হিন্দু সেনাপতি

  1. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?

(A) মুর্শিদাবাদ  (B) কর্ণসুবর্ণ  (C) বিষ্ণুপুর (D) রাজগৃহ

(B) কর্ণসুবর্ণ

  1. হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি কে ছিলেন ?

(A) যশবন্ত সিং  (B) মানসিংহ  (C) বৈরাম খান (D) শায়েস্তা খান

 (B) মানসিংহ

  1. বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কি ?

(A) চন্দ্রগুপ্ত মৌর্য  (B) গোপাল  (C) বল্লাল সেন (D) অজাতশত্রু

(B) গোপাল

  1. কতজন মন্ত্রী শিবাজীকে রাজ কার্যে সরাসরি সহায়তা করতেন ?

(A) একজন  (B) পাঁচজন  (C) ৮ জন (D) ১০ জন

(C) ৮ জন

  1. সিকদের সর্বশেষ ধর্মগুরুর নাম কি ?

(A) গুরু নানক  (B) তেগ বাহাদুর  (C) গুরু গোবিন্দ সিং (D) কোভিদ

(C) গুরু গোবিন্দ সিং

  1. চতুরাশ্রমের শেষ পর্যায়ে নাম কি ?

(A) ধর্মাসন  (B) মানতোস্থ  (C) মক্ষ লাভ (D) সন্ন্যাস

(D) সন্ন্যাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *