History MCQ in Bengali Set 3 (ইতিহাস MCQ বাংলা): Bangla MCQ.org এ আপনাকে স্বাগত। ইতিহাস MCQ বাংলা WBCS, WBSSC, WBP, WBPSC, RAIL, BANK ইত্যাদি সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য Bangla MCQ.org র তরফ থেকে রইল সেট-৩।
শুধু মাত্র সরকারি চাকরির প্রস্তুতির জন্য নয়, সমস্ত শ্রেনীর ছাত্র ছাত্রীরাও এই পোস্টের মাধ্যমে ইতিহাসের MCQ প্রশ্ন সম্পর্কে জানতে পারবে। এর আগে আমরা History MCQ Set 2 তে ১৪০থেকে ২৪০ টা প্রশ্ন জেনেছি, আজ History MCQ in Bengali Set 3 তে ২৪১ থেকে ৩৪০ পর্যন্ত History MCQ in Bengali প্রশ্ন সম্পর্কে জানব। তাহলে চলো শুরু করা যাক…..
Read More:
History MCQ in Bengali Set 3
- কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন ?
(A) সমুদ্র গুপ্ত (B) অশোক (C) প্রথম চন্দ্রগুপ্ত (D) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ans. (D) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- ভারতে আগত হুনদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়কের নাম কি ?
(A) মিহিরকুল (B) আলবেরুনি (C) তোরমান (D) টোডরমল
Ans. (A) মিহিরকুল
- বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতি কে ?
(A) শশাঙ্ক (B) লক্ষণ সেন (C) দেবপাল (D) ধর্মপাল
Ans. (A) শশাঙ্ক
- কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন ?
(A) গোপাল (B) দিব্য (C) মহিপাল (D) মঙ্গল পান্ডে
Ans. (B) দিব্য
- কার মানব মূর্তি ভারতে সর্বপ্রথম পূজিত হয় ?
(A) মহাবীর (B) গৌতম বুদ্ধ (C) পার্শ্বনাথ (D) শ্রীরামকৃষ্ণ
Ans. (B) গৌতম বুদ্ধ
- কার আসল নাম’ তেমুজিন’ ?
(A) চেঙ্গিস খান (B) শেরশাহ (C) মুহাম্মদ বিন তুঘলক (D) হুমায়ুন
Ans. (A) চেঙ্গিস খান
- মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?
(A) আকবর (B) শেরশাহ (C) মুহাম্মদ বিন তুঘলক (D) আলাউদ্দিন খলজী
Ans. (D) আলাউদ্দিন খলজী
- ভারতে কোন সুলতান আত্মজীবনী রচনা করেছিলেন ?
(A) মুহাম্মদ বিন তুঘলক (B) ফিরোজ শাহ তুঘলক (C) আলাউদ্দিন খলজী (D) গিয়াসউদ্দিন
Ans. (B) ফিরোজ শাহ তুঘলক
- কোন মোগল সম্রাট জিজিয়া কর ফের চালু করেন ?
(A) আকবর (B) জাহাঙ্গীর (C) শাহজাহান (D) ওরঙ্গজেব
Ans. (D) ওরঙ্গজেব
- শেরশাহ কার অনুসরণে তার নিজের সাম্রাজ্যে প্রশাসনিক ও সামরিক কাঠামো গড়ে তোলেন ?
(A) আকবর (B) হুমায়ুন (C) আলাউদ্দিন খলজী (D) সুলতানা রাজিয়া
Ans. (C) আলাউদ্দিন খলজী
- নন্দ বংশের শেষ রাজা নাম কি ?
(A) রামানন্দ (B) মহাপদ্ম নন্দ (C) ধনানন্দ (D) বিন্দুসার
Ans. (C) ধনানন্দ
252.1835 খ্রিস্টাব্দে সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন ?
(A) ভিন্সেন্ট স্মিথ (B) জেমস প্রিন্সেপ (C) যদুনাথ সরকার (D) ডেভিড হেয়ার
Ans. (B) জেমস প্রিন্সেপ
- কে’ মিতাক্ষরা’ আইন রচনা করেন ?
(A) প্রথম পুলকেশী (B) দ্বিতীয় পুলকেশী (C) চাণক্য (D) বিজ্ঞানেশ্বর
Ans. (D) বিজ্ঞানেশ্বর
- পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন ?
(A) অপরাজিত বর্মন (B) কীর্তি বর্মন (C) বিষ্ণুগুপ্ত (D) বিষ্ণু সিংহ
Ans. (A) অপরাজিত বর্মন
- কোনারকের বিখ্যাত সূর্য মন্দির কে নির্মাণ করেন ?
(A) কীর্তি বর্মন (B) প্রথম নরসিংহ বর্মন (C) দেবপাল (D) কনিষ্ক
Ans. (B) প্রথম নরসিংহ বর্মন
- কে’ ভারতের তোতাপাখি’ নামে পরিচিত ছিলেন ?
(A) আলবেরুনি (B) আমির খসরু (C) ইবন বতুতা (D) বানভট্ট
Ans.(B) আমির খসরু
- দিল্লিতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন ?
(A) কুতুবউদ্দিন আইবক (B) সুলতান মাহমুদ (C) মুহাম্মদ বিন তুঘলক (D) মোহাম্মদ ঘড়ি
Ans. (A) কুতুবউদ্দিন আইবক
- কে” লাখবক্স” নামে পরিচিত ?
(A) মাহমুদ (B) কুতুবউদ্দিন আইবক (C) নাদির শাহ (D) মোহাম্মদ ঘড়ি
Ans. (B) কুতুবউদ্দিন আইবক
- খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ?
(A) ইলতুৎমিস (B) জালাল উদ্দিন খলজি (C) আলাউদ্দিন খলজী (D) হোসেন শাহ
Ans. (B) জালাল উদ্দিন খলজি
- কত খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন ?
(A)1498 (B)1398 (C)1207 (D)712
Ans. (B)1398
- তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল ?
(A)1556 খ্রিস্টাব্দে (B)1526 খ্রিস্টাব্দে (C)1564 খ্রিস্টাব্দে (D)1565 খ্রিস্টাব্দে
Ans. (D)1565 খ্রিস্টাব্দে
- পানিপথের প্রথম যুদ্ধ কবে ঘটে ?
(A)1526 খ্রিস্টাব্দে (B)1556 খ্রিস্টাব্দে (C)1570 খ্রিস্টাব্দে (D) কোনোটিই নয়
Ans. (A)1526 খ্রিস্টাব্দে
- হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি কে ছিলেন ?
(A) প্রতাপ সিংহ (B) শায়েস্তা খান (C) মানসিংহ (D) মীর কাসিম
Ans. (C) মানসিংহ
- কে ফারসি ভাষায় রামায়ণ রচনা করেন ?
(A) আলবেরুনি (B) বদাউনি (C) আমির খসরু (D) আকবর
Ans. (B) বদাউনি
- ঔরঙ্গজেবের মৃত্যুর পরে দিল্লির সিংহাসনে কে বসেন ?
(A) আলীবর্দী খাঁ (B) মোহাম্মদ শাহ (C) বাহাদুর শাহ (D) ফারুকশিয়ার
Ans. (C) বাহাদুর শাহ
- বাংলার প্রথম স্বাধীন নবাব কে ?
(A) সিরাজউদ্দৌলা (B) মীর কাসিম (C) আলীবর্দী খাঁ (D) মুর্শিদকুলি খাঁ
Ans. (D) মুর্শিদকুলি খাঁ
- কোন ইউরোপীয় ভারতে সাম্রাজ্য স্থাপনের প্রথম স্বপ্ন দেখেন ?
(A) ফ্রান্সিস ডুপ্লে (B) রবার্ট ক্লাইভ (C) কাউন্ট দা লালি (D) ভাস্কো-দা-গামা
Ans. (A) ফ্রান্সিস ডুপ্লে
- খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল ?
(A)1526 খ্রিস্টাব্দে (B)1527 খ্রিস্টাব্দে (C)1556 খ্রিস্টাব্দে (D)1576 খ্রিস্টাব্দে
Ans. (B)1527 খ্রিস্টাব্দে
- সড়ক ই আজম ( গ্রান্ড ট্রাঙ্ক রোড) কে নির্মাণ করেন ?
(A) শেরশাহ (B) আলাউদ্দিন খলজী (C) আকবর (D) জাহাঙ্গীর
Ans. (A) শেরশাহ
- তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ?
(A) মুহাম্মদ বিন তুঘলক (B) ফিরোজ তুঘলক (C) মালিক কাফুর (D) গিয়াসউদ্দিন তুঘলক
Ans. (D) গিয়াসউদ্দিন তুঘলক
271.’ ছত্রপতি’ নামে কে বিখ্যাত ছিলেন ?
(A) অশোক (B) হর্ষবর্ধন (C) শিবাজী (D) বালাজি বাজিরাও
Ans. (C) শিবাজী
- কবুলিয়াত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন ?
(A) আকবর (B) আলাউদ্দিন খলজী (C) শেরশাহ (D) মুহাম্মদ বিন তুঘলক
Ans. (C) শেরশাহ
- কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন ?
(A)1526 খ্রিস্টাব্দে (B)1739 খ্রিস্টাব্দে (C)1217 খ্রিস্টাব্দে (D)1657 খ্রিস্টাব্দে
Ans. (B)1739 খ্রিস্টাব্দে
- জাহাঙ্গীর কোন শিব গুরু কে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ?
(A) তেগ বাহাদুর (B) গুরু নানক (C) গুরু অর্জুন সিং (D) গুরু গোবিন্দ সিং
Ans. (C) গুরু অর্জুন সিং
- ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিলেন ?
(A) শেরশাহ (B) মুহাম্মদ বিন তুঘলক (C) জাহাঙ্গীর (D) আলাউদ্দিন খলজী
Ans. (B) মুহাম্মদ বিন তুঘলক
276.” সত্য মেবো জয়াতে” কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
(A) ঋগ্বেদ (B) মুণ্ডক উপনিষদ (C) সামবেদ (D) ভগবদ্গীতা
Ans. (B) মুণ্ডক উপনিষদ
- দ্বিতীয় পানিপথের যুদ্ধ আফগান সেনাবাহিনীকে কে নেতৃত্ব দিয়েছিলেন ?
(A) হিমু (B) শেরশাহ (C) বৈরাম খাঁ (D) নাদির শাহ
Ans. (A) হিমু
- কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন ?
(A) ফিরোজ শাহ তুঘলক (B) মুহাম্মদ বিন তুঘলক (C) আলাউদ্দিন খলজী (D) ইলতুৎমিস
Ans. (C) আলাউদ্দিন খলজী
- কোন সুলতান দিল্লির রাজসভায় পার্সিয়ান উৎসব ” নওরোজ” পালন শুরু করেন ?
(A) গিয়াসউদ্দিন বলবন (B) কুতুবউদ্দিন (C) আলাউদ্দিন খলজী (D) ফিরোজ শাহ তুঘলক
Ans. (A) গিয়াসউদ্দিন বলবন
- শিবাজী যে ধর্মীয় গুরুর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তার নাম কি ?
(A) গুরু অর্জুন (B) রামদাস (C) দাদাজি গন্ডদেব (D) সহজে ভোঁসলে
Ans. (B) রামদাস
- মোগল যুগে সামন্ততন্ত্র কি নামে পরিচিত ছিল ?
(A) জায়গীরদার (B) সরদেশমুখী (C) জিজিয়া (D) কবুলিয়াত
Ans. (A) জায়গীরদার
- প্রথম কোন সুলতান তার হিন্দু ব্রাম্ভন প্রজাদের উপর জিজিয়া কর আরোপ করেন ?
(A) শেরশাহ (B) ফিরোজ শাহ তুঘলক (C) গিয়াসউদ্দিন বলবন (D) ইলতুৎমিস
Ans. (B) ফিরোজ শাহ তুঘলক
- মগধের সিংহাসনে প্রথম শূদ্র বংশ জাত রাজা কে ছিলেন ?
(A) চন্দ্রগুপ্ত মৌর্য (B) বিন্দুসার (C) অজাত শত্রু (D) ধনানন্দ
Ans. (A) চন্দ্রগুপ্ত মৌর্য
- হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন ?
(A) শুঙ্গ বংশ (B) কুষাণ বংশ (C) পুষ্যভূতি বংশ (D) চালুক্য বংশ
Ans. (C) পুষ্যভূতি বংশ
- ভারতের কোন রাজা প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন ?
(A) পুরু (B) ধনানন্দ (C) চন্দ্রগুপ্ত (D) অম্ভি
Ans. (D) অম্ভি
- জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ?
(A) ত্রিপিটক (B) ত্রিরত্ন (C) দ্বাদশ অঙ্গ (D) প্রিয়দর্শিকা
Ans. (C) দ্বাদশ অঙ্গ
- কোন যুদ্ধে ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহার করা হয়েছিল ?
(A) প্রথম পানিপথের যুদ্ধ (B) হলদিঘাটের যুদ্ধ (C) দ্বিতীয় পানিপথের যুদ্ধ (D) তালিকোটার যুদ্ধ
Ans. (A) প্রথম পানিপথের যুদ্ধ
- কোন সুলতানের রাজত্বকালে ভারতে মঙ্গল আক্রমণের সূত্রপাত হয় ?
(A) মুহাম্মদ বিন তুঘলক (B) ইলতুৎমিস (C) কুতুবউদ্দিন আইবক (D) আলাউদ্দিন খলজী
Ans. (B) ইলতুৎমিস
- সাঁচি স্তুপ কে নির্মাণ করেন ?
(A) চন্দ্রগুপ্ত মৌর্য (B) অশোক (C) অজাত শত্রু (D) হর্ষবর্ধন
Ans. (B) অশোক
- কোন সুলতান ” ইকতা” প্রথার বিলোপ করেন ?
(A) চন্দ্রগুপ্ত মৌর্য (B) আলাউদ্দিন খলজী (C) অজাত শত্রু (D) গিয়াসউদ্দিন বলবন
Ans. (B) আলাউদ্দিন খলজী
- কার উপাধি ছিল ” কুনিক” ?
(A) কনিষ্ক (B) হর্ষবর্ধন (C) অজাত শত্রু (D) বিন্দুসার
Ans. (D) বিন্দুসার
292. 260 কৃষ্ট পূর্বাব্দে ভারতের ইতিহাসে কোন ঘটনার জন্য বিখ্যাত ?
(A) আলেকজান্ডারের ভারত আক্রমণ (B) অশোকের সিংহাসনে আরোহণ
(C) কলিঙ্গ যুদ্ধ (D) শকাব্দের সূচনা
Ans. (C) কলিঙ্গ যুদ্ধ
- দ্বিতীয় পানিপথের যুদ্ধে কে মোগল সেনা বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন ?
(A) বৈরাম খাঁ (B) মানসিংহ (C) হিমু (D) শায়েস্তা খাঁ
Ans. (B) মানসিংহ
- বাংলার প্রথম নবাব কে ছিলেন ?
(A) আলীবর্দী খাঁ (B) সিরাজউদ্দৌলা (C) মুর্শিদকুলি খাঁ (D) মীরজাফর
Ans. (C) মুর্শিদকুলি খাঁ
295.” সূর্যসিদ্ধান্ত” নামক গ্রন্থের রচয়িতা কে ?
(A) আর্য ভট্ট (B) বানভট্ট (C) বরাহমিহির (D) কালিদাস
Ans. (A) আর্য ভট্ট
- কোন সুলতান শিয়াসাত ( মৃত্যুদণ্ড প্রদান) নিষিদ্ধ করেন ?
(A) ফিরোজ শাহ তুঘলক (B) ইলতুৎমিস (C) মুহাম্মদ বিন তুঘলক (D) আলাউদ্দিন খলজী
Ans. (A) ফিরোজ শাহ তুঘলক
- আসাব খানের কন্যা আঞ্জুমান বানু বেগম ভারতের ইতিহাসে কি নামে বিখ্যাত ?
(A) সুলতানা রাজিয়া (B) চাঁদ বিবি (C) মমতাজ (D) নুরজাহান
Ans. (C) মমতাজ
298.” মালবিকা অগ্নিমিত্র” এর রচয়িতা কে ?
(A) কালিদাস (B) বানভট্ট (C) ভগবতী (D) বিশাখা দত্ত
Ans. (A) কালিদাস
- কোন মোগল সম্রাটের রাজত্বকালে মোগল চিত্রকলা উন্নতির চরম শিখরে পর্শ করে ?
(A) আকবর (B) হুমায়ুন (C) জাহাঙ্গীর (D) শাহজাহান
Ans. (C) জাহাঙ্গীর
- মগধের সিংহাসনে হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ?
(A) চন্দ্রগুপ্ত (B) অজাত শত্রু (C) হর্ষবর্ধন (D) বিম্বিসার
Ans. (D) বিম্বিসার
- কোন সুলতানের রাজত্বকালে সেনাবাহিনীর সদস্যদের নগদ মুদ্রায় বেতন দেওয়ার প্রথা চালু হয়?
(A) মুহাম্মদ বিন তুঘলক (B) আলাউদ্দিন খলজী (C) কুতুবউদ্দিন (D) গিয়াসউদ্দিন বলবন
Ans. (B) আলাউদ্দিন খলজী
- ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে ঘটেছিল ?
(A)1764 (B)1776 (C)1176 (D)1770
Ans.(D)1770
- বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটেছিল ?
(A)1764 খ্রিস্টাব্দে (B)1761 খ্রিস্টাব্দে (C)1526 খ্রিস্টাব্দে (D)1556 খ্রিস্টাব্দে
Ans. (A)1764 খ্রিস্টাব্দে
- দ্বাদশ শতকের কবি জয়দেব কোন রাজসভা অলংকৃত করেন ?
(A) মিহির ভোজ (B) লক্ষণ সেন (C) মহিপাল (D) শশাঙ্ক
Ans. (B) লক্ষণ সেন
- কোন ঘটনার জন্য1707 খ্রিষ্টাব্দ ভারতের ইতিহাসে বিখ্যাত ?
(A) কলকাতা (B) মোগল সম্রাটের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির” দেওয়ানী” লাভ
(C) ওরঙ্গজেব এর মৃত্যু (D) শিবাজীর মৃত্যু
Ans. (C) ওরঙ্গজেব এর মৃত্যু
- কে” শাকারি” উপাধি গ্রহণ করেছিলেন ?
(A) অশোক (B) কনিষ্ক (C) প্রথম চন্দ্রগুপ্ত (D) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ans.(D) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- হিন্দু মুসলমান সকলেই যে ভারত সম্রাট কে” দিল্লীশ্বর বা জগদীশ্বর” বলে অভিহিত করতেন | তিনি হলেন——
(A) শাহজাহান (B) আকবর (C) জাহাঙ্গীর (D) শেরশাহ
Ans. (B) আকবর
- নিচের কোন বাদ্যযন্ত্র টির আবিস্কারের সাথে আমির খসরুর নাম জড়িত ?
(A) সানাই (B) তবলা (C) সেতার (D) সরোদ
Ans. (C) সেতার
- গান্ধার ভাস্কর্যের মধ্যে কাদের প্রভাব লক্ষ্য করা যায় ?
(A) গ্রিক (B) ফারসি (C) পার্শিয়ান (D) ব্রিটিশ
Ans. (A) গ্রিক
- চোল স্থাপত্যের নিদর্শন নিচের কোন স্থানে পাওয়া যায় ?
(A) তাঞ্জোর (B) অজান্তা (C) কাঞ্চিপুরম (D) মহাবলী পুরম
Ans. (A) তাঞ্জোর
- থাঞ্জাভুর বিখ্যাত শিব মন্দির কারা নির্মাণ করেছিলেন ?
(A) রাজারাজা চোল (B) রাষ্ট্রকূট (C) চান্দেলা (D) পল্লব
Ans. (A) রাজারাজা চোল
- চিতোরে” কীর্তি স্তম্ভ বা বিজয় স্তম্ভ” কে নির্মাণ করেন ?
(A) রানা প্রতাপ (B) রানা কুম্ভ (C) রানা সঙ্গ (D) মানসিংহ
Ans. (B) রানা কুম্ভ
- দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন ?
(A) আকবর (B) জাহাঙ্গীর (C) শাহজাহান (D) শেরশাহ
Ans. (C) শাহজাহান
- কার রাজত্বকালে মোগল চিত্রকলা উন্নতির চরম সীমায় পৌঁছে ছিল ?
(A) আকবর (B) জাহাঙ্গীর (C) শাহজাহান (D) ওরঙ্গজেব
Ans. (B) জাহাঙ্গীর
- নিচের কোন শিল্পের নিদর্শন এর জন্য তক্ষশীলা বিখ্যাত ?
(A) গুপ্ত শিল্প (B) মৌর্য শিল্প (C) বৈদিক শিল্প (D) গান্ধার শিল্প
Ans. (D) গান্ধার শিল্প
- কুতুব মিনার নির্মাণ কে সমাপ্ত করেন ?
(A) কুতুবউদ্দিন (B) সুলতানা রাজিয়া (C) ইলতুৎমিস (D) মুহাম্মদ বিন তুঘলক
Ans. (C) ইলতুৎমিস
- অশোকের অনুশাসনের চৌদ্দটি শিলালিপি মাটি খুঁড়ে কোথায় আবিষ্কৃত হয়েছে ?
(A) কান্দাহার (B) সাসারাম (C)গিরনার (D) পাটলিপুত্র
Ans. (C) গিরনার
- আজমিরে কোন সুফি সাধকের দরগা রয়েছে ?
(A) হজরত নিজামুদ্দিন (B) বাবা ফরীদ (C) সেলিম চিশতী (D) নিজাম উদ্দিন চিশতী
Ans. (D) নিজাম উদ্দিন চিশতী
- গান্ধার শিল্পের জন্য নিচের কোন রাজত্বকাল বিশেষভাবে উল্লেখযোগ্য ?
(A) গুপ্ত (B) কুশান (C) মৌর্য (D) সঙ্গ
Ans. (B) কুশান
- অঙ্করভাট এর মন্দিরের মূর্তি কাদের ?
(A) দীপঙ্কর দের (B) হিন্দু দেবতা (C) বুদ্ধদেব (D) কম্বোডিয়া রাজাদের
Ans. (B) হিন্দু দেবতা
- বিখ্যাত নিশাত বাগ কে তৈরি করেন ?
(A) শাহজাহান (B) জাহাঙ্গীর (C) আকবর (D) শেরশাহ
Ans. (B) জাহাঙ্গীর
- নিচের কোন যুগে স্থাপত্য শিল্পের চরম উন্নতি ঘটেছিল ?
(A) চল যুগে (B) মোগল যুগে (C) পন্ড যুগে (D) গুপ্ত যুগে
Ans. (B) মোগল যুগে
- ত্রয়োদশ শতাব্দীতে মাউন্ট আবুতে বিখ্যাত দিলওয়ারা মন্দির কে নির্মাণ করেন ?
(A) মহিপাল (B) মহেন্দ্র পাল (C) রাজ্যপাল (D) তেজপাল
Ans. (D) তেজপাল
- কোন দেশ বিজয় কে স্মরণীয় করে রাখতে আকবর ফতেপুর সিক্রিতে বিখ্যাত” বুলান্দ দরওয়াজা” নির্মাণ করেন ?
(A) বঙ্গদেশ (B) উড়িষ্যা (C) পাঞ্জাব (D) গুজরাট
Ans. (D) গুজরাট
- শেরশাহের সমাধি কোথায় ?
(A) সাসারাম (B) লাহোর (C) দিল্লি (D) আগ্রা
Ans. (A) সাসারাম
- কোন মোগল সম্রাট তার রাজসভায় নাচ ও গান নিষিদ্ধ করেন ?
(A) হুমায়ুন (B) আকবর (C) বাবর (D) ওরঙ্গজেব
Ans. (D) ওরঙ্গজেব
- বিখ্যাত সঙ্গীত শিল্পী তানসেন কার রাজসভায় অলংকৃত করেছিলেন?
(A) আকবর (B) বাবর (C) জাহাঙ্গীর (D) শেরশাহ
Ans. (A) আকবর
- নিচের কোন শিল্পের এক অসাধারণ নিদর্শন হল নটরাজ এর বিখ্যাত ব্রিজ মূর্তি ?
(A) গান্ধার শিল্প (B) গুপ্ত যুগের শিল্প (C) মৌর্য শিল্প (D) চোল শিল্প
Ans. (D) চোল শিল্প
- নিচের কোন অঞ্চলের বিখ্যাত শিলা খোদিত মন্দির নির্মাণের জন্য পল্লব রাজবংশ অবশ্যই স্মরণীয় ?
(A) রামেশ্বরম (B) মীনাক্ষী (C) খাজুরাহো (D) মহাবলী পুরম
Ans. (D) মহাবলী পুরম
- শ্রবণবেলগোলাতে গৌতম ঈশ্বরের বিখ্যাত মূর্তি কে নির্মাণ করেন ?
(A) চামুন্ডারা (B) অমক বর্ষ (C) চন্দ্রগুপ্ত মৌর্য (D) দ্বিতীয় পুলকেশী
Ans. (B) অমক বর্ষ
- প্রাচীন যুগের মুদ্রার ওপর কোন হিন্দু রাজা কে বীণা বাজানো অবস্থায় দেখতে পাওয়া যায় ?
(A) অশোক (B) সমুদ্র গুপ্ত (C) বিক্রমাদিত্য (D) হর্ষবর্ধন
Ans. (B) সমুদ্র গুপ্ত
- নিচের কোন মোগল সম্রাটের সমাধি স্থল ভারতের বাইরে রয়েছে ?
(A) জাহাঙ্গীর (B) আকবর (C) হুমায়ুন (D) ওরঙ্গজেব
Ans. (A) জাহাঙ্গীর
- নিচের কোন দুর্গটি সম্রাট আকবর নির্মাণ করেন নি ?
(A) গোয়ালিয়র দুর্গ (B) আগ্রা দুর্গ (C) লাহোর দুর্গ (D) এলাহাবাদ দুর্গ
Ans. (A) গোয়ালিয়র দুর্গ
- নিচের রাজবংশের মধ্যে কাদের তৈরি মুদ্রা তাদের সংগীতের প্রতি অনুরাগ এর পরিচয় দেয় ?
(A) চোল (B) মৌর্য (C) চালুক্য (D) গুপ্ত
Ans. (D) গুপ্ত
- অঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত ?
(A) ভিয়েতনাম (B) কম্বোডিয়া (C) ইন্দোনেশিয়া (D) মায়ানমার
Ans. (B) কম্বোডিয়া
- নিচের কোন স্থাপত্য শিল্পের জন্য চান্দেলা রাজবংশ বিখ্যাত ?
(A) কোনারকের সূর্য মন্দির (B) মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির
(C) খাজুরাহো মন্দির (D) ইলোরা গুহা স্থাপত্য
Ans. (C) খাজুরাহো মন্দির
- জাহাঙ্গীর কোন শিল্পের সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা করতেন ?
(A) স্থাপত্য শিল্প (B) সংগীতশিল্পী (C) ভাস্কর্য শিল্প (D) চিত্রশিল্প
Ans. (D) চিত্রশিল্প
- আকবরের রাজসভায় সবচেয়ে বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন তানসেন | তার আসল নাম কি ছিল ?
(A) রাজা যোগী (B) রামতনু পান্ডে (C) তানভির খান (D) তানাজি সিংহ
Ans. (B) রামতনু পান্ডে
- ভারতীয় শিল্পী ও রোমান প্রভাব নিচের কোথায় দেখা যায় ?
(A) সাঁচি (B) মহাবলী পুরম (C) বুদ্ধগয়া (D) কাঞ্চি
Ans. (A) সাঁচি
- চোল যুগে নটরাজ খুদিত যে ব্রঞ্চ মুদ্রা পাওয়া গিয়েছে সেখানে নটরাজের কটি হাত ছিল ?
(A) 8 (B) 6 (C)4 (D)2
Ans. (B) 6