1000 ইতিহাস MCQ সেট-১ | History MCQ in Bengali Set 1

History MCQ in Bengali for All Competitive Exam for April 14, 2022

History MCQ in Bengali(ইতিহাস MCQ বাংলা): Bangla MCQ.org এ আপনাকে স্বাগত। ইতিহাস MCQ বাংলা WBCS, WBSSC, WBP, WBPSC, RAIL, BANK ইত্যাদি সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য Bangla MCQ.org র তরফ থেকে রইল ।প্রতিদিন থাকছে দশটি করে Multiple Choice Question এবং এর Answer।

History MCQ in Bengali Set 1

History MCQ in Bengali

1). কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হীনযান ও মহাযান নামে দু’টি সম্প্রদায়ে বিভক্ত হয় ?

a) কনিষ্ক

b) হর্ষবর্ধন

c) সমুদ্র গুপ্ত

d)অশোক

a) কনিষ্ক

2). নিচের কোনটি হিন্দু ধর্মের বৈশিষ্ট্য নয় ?

a)বেদের প্রতি আনুগত্য

b) ঈশ্বরে বিশ্বাস

c)অহিংসা নীতি

d)প্রার্থনা ও আচার বিধির প্রাধান্য

c)অহিংসা নীতি

3).হর্ষবর্ধনের রাজত্বকালে মহা মোহ ক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হতো ?

a) নালন্দা

b)পুরুষপুর

c) সাছি

d)প্রয়াগ

d)প্রয়াগ

4). প্রথম কোন সম্রাট তার মুদ্রার ওপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেন ?

a) হর্ষবর্ধন

b) কনিষ্ক

c)অশোক

d)সমুদ্র গুপ্ত

b) কনিষ্ক

Read More: Geography MCQ in Bengali(ভূগোল MCQ বাংলা) for WBCS

5).মূর্তি পূজার নিদর্শন কোন যুগে পাওয়া যায় ?

a) বৈদিক সমাজ

b) প্রাক আর্য

c) আর্য

d) কুশান

b) প্রাক আর্য

6). বুদ্ধের বাণী নিচের কোনটি কে সমর্থন করেনা ?

a) বেদের আচরণ বিধি

b) কঠোর তপস্যা

c)ঈশ্বর কল্পনা

d) বর্ণপ্রথা

d) বর্ণপ্রথা

7).ঐতিহাসিক তারকনাথ কোন দেশের ?

a)চীন

b) তিব্বত

c) নেপাল

d) শ্রীলংকা

b) তিব্বত

8).বৌদ্ধ ধর্ম রাষ্ট্রধর্ম হিসেবে অনেক প্রাধান্য পেয়েছিল কার রাজত্বকালে ?

a) অশোক

b) বিম্বিসার

c) সমুদ্র গুপ্ত

d) হর্ষবর্ধন

a) অশোক

9). কোন মহিলা বেদের কিছু স্তোত্র রচনা করেছিলেন ?
a) খনা

b) সাবিত্রী

c) গার্গী

d) অপালা

c) গার্গী

10). বৈদিক সমাজের আচরণ বিধি লিপিবদ্ধ আছে ___
a) ঋকবেদ

b) সামবেদ

c) যজুবেদ

d) স্মৃতি

a) d) স্মৃতি

Read More: পৃথিবীর বিভিন্ন স্থানের কয়েকটি প্রচলিত উপনাম 

11). আর্যদের যুগের দুটি মুদ্রার নাম কি?
a) নিস্ক ও মনা

b) কুরুস ও কল্প

c) বৃহ ও কারা

d) কোনটিই নয়

a) নিস্ক ও মনা

12). কত সালে মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল
a) ১৮৮২

b) ১৮৯২

c) ১৯২২

d) ১৯৩৫

c) ১৯২২

13). আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো ?
a) গ্রামনী

b) মুখিয়া

c) বালি

d) কোনটিই নয়

a) গ্রামনী

14). বুদ্ধচরিত কার রচনা?
a) বুদ্ধঘোষ

b)অশ্বঘোষ

c) লোপামুদ্রা

d) বসুমিত্র

a) বুদ্ধঘোষ

15). উপনিষদ এর মূল বিষয় কী ?
a) যোগ

b)দর্শন

c)আইন নীতি

d) ধর্ম

b)দর্শন

16). ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল?

a)চীন

b) তিব্বত

c) নেপাল

d) শ্রীলংকা

d) শ্রীলংকা

17). উঃ পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্য এর সাম্রাজ্য কতদূর পর্যন্ত ছিল ?
a) হিন্দুকুশ

b)শতদ্রু নদী

c) বিতস্তা

d) পাঞ্জাব

a) হিন্দুকুশ

18). হর্ষচরিত কার লেখা ?
a) ফাহিয়েন

b) বাণভট্ট

c) অশ্বঘোষ

d) হিউয়েন স্যাং

b) বাণভট্ট

19).”প্রিয়দর্শী” কার ছদ্দনাম ?

a) অশোক

b) বিম্বিসার

c) সমুদ্র গুপ্ত

d) হর্ষবর্ধন

a) অশোক

20). কৌলিন্য প্রথা কে চালু করেন ?
a) বল্লাল সেন

b) ধর্মপাল

c) শশাঙ্ক

d) কোনটিই নয়

a) বল্লাল সেন

Read More: কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২

21). কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল

a) সমুদ্র গুপ্ত

b)  হর্ষবর্ধন

c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

d) অশোক

c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

22). কার সাম্ৰাজ্য মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল

a) সমুদ্র গুপ্ত

b)  হর্ষবর্ধন

c) অশোক

d) কনিষ্ক

d) কনিষ্ক

23). কাশ্মীরের ইতিহাস নিয়ে লিখিত বই এর নাম কি

a) কাশ্মীরের সমগ্র

b) রাজতরঙ্গিনী

c) রাজতরঙ্গ

d) রাজকাহিনী

b) রাজতরঙ্গিনী

24). অশোকের রাজত্ব কাল কোন শতাব্দী
a) খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী

b) খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী

c) ২য় শতাব্দী

d) ৩য় শতাব্দী

b) খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী

25). কনিস্কের রাজধানী কোনটি

a) কনৌজ

b) পেশোয়ার

c) পাটলিপুত্র

d) মগধ

b) পেশোয়ার

26). “মাহারাজাধিরাজ” কার উপাধি?

a) সমুদ্র গুপ্ত

b)  হর্ষবর্ধন

c) অশোক

d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

a) সমুদ্র গুপ্ত

27). কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়?

a) অশোক

b) সমুদ্র গুপ্ত

c) হর্ষবর্ধন

d) কনিষ্ক

b) সমুদ্র গুপ্ত

28). সমুদ্রগুপ্তের কীর্তি কোন শিলা লিপিতে বর্ণিত আছে ?
a) গিরনার শিলালিপি

b) হাতীগুমফা শিলালিপি

c) সারনাথ শিলালিপি

d) এলাহাবাদ স্তম্ভ শিলালিপি

d) এলাহাবাদ স্তম্ভ শিলালিপি

29). কোন যুগ কে সুবর্ণ যুগ বলা হয়

a) মোগল যুগ

b) গুপ্ত যুগ

c) মৌর্য যুগ

d) কুষাণ যুগ

b) গুপ্ত যুগ

30). “উত্তর রাম” চরিত কার লেখা ?
a) কালিদাস

b) ভারবি

c) বিশাখদত্ত

d) ভবভূতি

d) ভবভূতি

Read More: অস্কার পুরস্কার কী? অস্কার পুরস্কার ২০২২তালিকা

31). এলাহাবাদ প্রশস্তি কার লেখা?

a) হরিসেন

b) শুদ্রক

c) কালিদাস

d) বিষ্ণু শর্মা

a) হরিসেন

32). শকাব্দের প্রবর্তক কে ?
a) অশোক

b) কনিষ্ক

c) সমুদ্র গুপ্ত

d) হর্ষবর্ধন

b) কনিষ্ক

33). হার্ষাবর্ধন এর সমসাময়িক বাংলার রাজার নাম কী ?
a) লক্ষণ সেন

b) ধর্মপাল

c) শশাঙ্ক

d) বল্লাল সেন

c) শশাঙ্ক

34). ধন্বন্তরি কোন রাজার রাজসভা অলংকৃত করেছিলেন?

a)  সমুদ্র গুপ্ত

b) হর্ষবর্ধন

c) অশোক

d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

d)দ্বিতীয় চন্দ্রগুপ্ত

35). কোন রাজার প্রধান মন্ত্রীর নাম কৌটিল্য ?

a) চন্দ্রগুপ্ত মৌর্য

b) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য

c)  সমুদ্র গুপ্ত

d) অশোক

a) চন্দ্রগুপ্ত মৌর্য

36). মেগাস্থিনিস কার রাজত্ব কালে ভারতে আসেন ?

a) সমুদ্র গুপ্ত

b) চন্দ্রগুপ্ত মৌর্য

c) অশোক

d) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য

a) চন্দ্রগুপ্ত মৌর্য

37). আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন ?
a) ১০০১ খ্রিস্টাব্দ

b) ১০১৮ খ্রিস্টাব্দ

c) ৭১২ খ্রিস্টাব্দ

d) ৭৬০ খ্রিস্টাব্দ

c)৭১২খ্রিস্টাব্দ

38). রত্নাবলী কার লেখা ?
a) বাণভট্ট

b) হর্ষবর্ধন

c) কালিদাস

d) বিশাখ দত্ত

b) হর্ষবর্ধন

39). হিউয়েন সাং কার রাজত্ব কালে ভারতে আসেন ?

a) সমুদ্র গুপ্ত

b) হর্ষবর্ধন

c) চন্দ্রগুপ্ত মৌর্য

d) অশোক

b) হর্ষবর্ধন

40). ‘কাদম্বরী ‘ কাব্যের রচয়িতার নাম কী ?
a) কালিদাস

b) বিশাখদত্ত

c) বাণভট্ট

d) শুদ্রক

c)বাণভট্ট

41). কোন যুগে সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল ?
a) কুষাণ c) মৌর্য

b) গুপ্ত d) মোঘল

a) কুষাণ

42). আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন?
a) সক্রেটিস

b) হোমার

c) এরিস্টটল

d) প্লেটো

c)এরিস্টটল

43. মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন ?
a) ১৫ তম

b) ২০ তম

c) ২৩ তম

d) ২৪ তম

d) ২৪তম

44.’ দি ইন্ডিকা’ কে লিখেছিলেন ?

(A) আলেকজান্ডার    (B) পতঞ্জলি

(C) হিউয়েন সাং        (D) মেগাস্থিনিস

(D) মেগাস্থিনিস

45. ভারতের ইতিহাসে গুপ্তচরবৃত্তির সূত্রপাত প্রথম কোন সময়ে হয় ?

(A) বৈদিক যুগে     (B) মৌর্য যুগে

(C) গুপ্ত যুগে        (D) মোগল যুগে

 (B) মৌর্য যুগে

46. ভারতের ইতিহাসে প্রথম হিসাবে কার নাম বিবেচিত হয় ?

(A) অশোক             (B) কনিষ্ক

(C) পুষ্যমিত্র শুঙ্গ    (D) চন্দ্রগুপ্ত মৌর্য

(D) চন্দ্রগুপ্ত মৌর্য

47. মেগাস্থিনিস রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন ?

(A) দারিউস                        (B) আলেকজান্ডার

(C) মুহাম্মদ বিন                 (D) সেলুকাস নিকেটর

 (D) সেলুকাস নিকেটর

48. কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?

(A) পাটলিপুত্র           (B) কনৌজ

(C) তক্ষশীলা             (D) পেশোয়ার

(D) পেশোয়ার

49. সম্রাট অশোকের অনুশাসন কোন লিপিতে খোদিত করা হয়েছিল ?

(A) পালি                    (B) সংস্কৃত

(C) প্রাকৃত                 (D) ব্রাম্ভি

(D) ব্রাম্ভি

50. যে হুমেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল, তারা কোথা থেকে ভারতে এসেছিল ?

(A) মধ্য এশিয়া            (B) পশ্চিম এশিয়া

(C) মঙ্গোলিয়া             (D) দক্ষিণ পূর্ব এশিয়া

(B) পশ্চিম এশিয়া

51.”পঞ্চতন্ত্র” কে রচনা করেছিলেন ?

(A) পাণিনি               (B) ভারবি

(C) বানভট্ট               (D) বিষ্ণু শর্মা

 (D) বিষ্ণু শর্মা

52. বিশ্বের 100 সর্বোত্তম বইয়ের মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা , কোন রচনাটি ?

(A) কুমারসম্ভব                (B) শকুন্তলা

(C) মেঘদুত                     (D) রঘুবংশ

(B) শকুন্তলা

53. বৃহৎসংহিতা কে রচনা করেন ?

(A) বরাহমিহির             (B) শূদ্রক

(C) বানভট্ট                  (D) হরি সেন

(A) বরাহমিহির

54. বিখ্যাত আর্য ভট্ট কোন বিষয়ে পন্ডিত ছিলেন ?

(A) চিকিৎসাশাস্ত্র             (B) শারীর বিদ্যা

(C) জ্যোতি বিদ্যা             (D) সাহিত্য

(C) জ্যোতি বিদ্যা

55. গীতগোবিন্দ কে রচনা করেছিলেন ?

(A) সুরদাস              (B) জয়দেব

(C) বিদ্যাপতি          (D) শ্রীচৈতন্য

 (B) জয়দেব

56. নাগার্জুন কে ছিলেন ?

(A) দাক্ষিণাত্যের একজন হিন্দু রাজা                  (B) একজন বৌদ্ধ দার্শনিক

(C) বৈদিক যুগের একজন ঋষি                         (D) জৈন ধর্মের একজন তীর্থঙ্কর

(B) একজন বৌদ্ধ দার্শনিক

57. নিচের কোন রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন ?

(A) চোল বংশ                      (B) চালুক্য বংশ

(C) পল্লব বংশ                     (D) পান্ডব বংশ

(C) পল্লব বংশ

58. শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল

(A) 78 খ্রিস্টাব্দে               (B) 4 খ্রিস্টপূর্ব

(C) 76 খ্রিস্টাব্দে              (D) 76 খ্রিস্টপূর্ব

(A) 78 খ্রিস্টাব্দে

59. বিখ্যাত অজন্তার গুহা চিত্রের শিল্পে নিচের কোনটির গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায় ?

(A) পঞ্চতন্ত্র                  (B) রামায়ণ

(C) মহাভারত                (D) জাতক

(D) জাতক

60. মৌর্য পরবর্তী যুগে মধ্য ভারত ও দাক্ষিণাত্যে কাদের রাজত্ব সবচেয়ে উল্লেখযোগ্য ?

(A) চোল রাজত্ব              (B) চালুক্য রাজত্ব

(C) সাতবাহন রাজত্ব       (D) পল্লব রাজত্ব

(C) সাতবাহন রাজত্ব

61.চৈনিক পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ?

(A) প্রথম চন্দ্রগুপ্ত            (B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(C) হর্ষবর্ধন                 (D) অশোক

(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

62. চোল এবং পল্লব উভয়ের রাজধানী কোথায় ছিল ?

(A) কাঞ্চিপুরম             (B) কান্ডালা

(C) কোট্টাওম              (D) কনৌজ

(A) কাঞ্চিপুরম

63. সম্রাট অশোক কার পুত্র ছিলেন ?

(A) চন্দ্রগুপ্ত             (B) অজাত শত্রু

(C) বিন্দুসার                (D) বিম্বিসার

(C) বিন্দুসার

64.চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী নিচের কোন শাসক কে পরাজিত করেছিলেন ?

(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত       (B) হর্ষবর্ধন

(C) ধর্মপাল                      (D) সমুদ্র গুপ্ত

(B) হর্ষবর্ধন

65. সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় ‘রাজউক’ শ্রেণী নিচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন ?

(A) ধর্ম সংক্রান্ত বিষয়                     (B) সৈন পরিচালনা

(C) রাজস্ব আদায়                            (D) বিচার ব্যবস্থা

(D) বিচার ব্যবস্থা

66.নিচের ধর্ম সংস্কারক দের মধ্যে কে সপ্তম শতকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করেন ?

(A) কুমারিল ভট্ট                             (B) শঙ্করাচার্য

(C) রামানুজ                                    (D) মাধবাচার্য

(A) কুমারিল ভট্ট

67.পাল বংশের প্রতিষ্ঠাতা কে ?

(A) ধর্মপাল                                    (B) মহিপাল

(C) গোপাল                                   (D) দেবপাল

(C) গোপাল

68.পাল যুগে রচিত “রামচরিত” এর রচয়িতা কে ?

(A) শ্রীধর ভট্ট                             (B) সন্ধ্যাকর নন্দী

(C) বিগ্রহ পাল                                  (D) কৃত্তিবাস

(B) সন্ধ্যাকর নন্দী

69. কে 11 শতকে ভক্তিবাদ প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করেন ?

(A) বল্লাল সেন                          (B) রামানুজ

(C) শঙ্করাচার্য                            (D) মাধবাচার্য

(B) রামানুজ

70. “দানসাগর” ধর্মগ্রন্থের রচয়িতা কে ?

(A) বল্লাল সেন                         (B) লক্ষণ সেন

(C) জয়দেব                            (D) শ্রীধর ভট্ট

(A) বল্লাল সেন

71. ভারতীয় ইতিহাসে কোন যুগ কে সংস্কৃত সাহিত্যের পক্ষে সুবর্ণ যুগ বলা যেতে পারে ?

(A) সেন বংশের রাজত্বকাল                                (B) গুপ্ত যুগ

(C) পাল বংশের রাজত্বকাল                                (D) মৌর্য যুগ

(B) গুপ্ত যুগ

72. সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় ?

(A) লক্ষণ সেন                                                (B) বিজয় সেন

(C) বল্লাল সেন                                                (D) সামন্ত সেন

(C) বল্লাল সেন

73.পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

(A) দেবপাল                                                   (B) ধর্মপাল

(C) গোপাল                                                    (D) মহিপাল

(B) ধর্মপাল

74.কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল ?

(A) পাল বংশ                                                   (B) সেন বংশ

(C) মৌর্য বংশ                                                  (D) শাহী বংশ

(D) শাহী বংশ

75.কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল ?

(A) শশাঙ্ক মহিপাল                                        (B) দ্বিতীয় মহিপাল

(C) ধর্মপাল                                                    (D) লক্ষণ সেন

(B) দ্বিতীয় মহিপাল

76.বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতার রাজত্ব চলতে থাকে, যে সময়টাকে ইতিহাসে মাথসায়ন বলা হয় ?

(A) বল্লাল সেন                                                (B) শশাঙ্ক

(C) দ্বিতীয় মহিপাল                                         (D) ধর্মপাল

(B) শশাঙ্ক

77.পাল যুগে কোন দুজন খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন ?

(A) শ্রীধর ভট্ট ও সন্ধ্যাকর নন্দী                      (B) অগ্নিমিত্র ও বসুমিত্র

(C) ধীমান ও বিত পাল                                   (D) বিগ্রহ পাল ও নারায়ন পাল

(C) ধীমান ও বিত পাল

78. বাহমনী বংশের প্রতিষ্ঠাতা কে ?

(A) আলাউদ্দিন বাহমনী শাহ                     (B) ফিরোজশাহ

(C) জয়পাল                                              (D) ব্রহ্মগুপ্ত

(A) আলাউদ্দিন বাহমনী শাহ

79. কোন কোন ঐতিহাসিক কাকে “দাক্ষিণাত্যের আকবার” আখ্যা দিয়েছিলেন ?

(A) ফিরোজ শাহ                                     (B) আলাউদ্দিন খলজী

(C) দ্বিতীয় পুলকেশী                                (D) টিপু সুলতান

(A) ফিরোজ শাহ

80.নিচের কে দাস বংশের একজন বিখ্যাত শাসক ছিলেন ?

(A) মোহাম্মদ শাহ আবদালী                                (B) ইলতুৎমিস

(C) হুমায়ুন                                                         (D) শেরশাহ

(B) ইলতুৎমিস

81. ঐতিহাসিকেরা দিল্লির কোন সুলতান কে “বৈপরীত্যের মিশ্রন” বলে আখ্যা দিয়েছেন ?

(A) ইব্রাহিম লোদী                                             (B) মুহাম্মদ বিন তুঘলক

(C) আলাউদ্দিন খলজী                                      (D) গিয়াসউদ্দিন বলবন

(B) মুহাম্মদ বিন তুঘলক

82. পশ্চিম ভারতে চালুক্য বংশের পরবর্তী রাজবংশ নিচের কোনটি ?

(A) চোল বংশ                                                  (B) পল্লব বংশ

(C) রাষ্ট্রকূট বংশ                                             (D) পান্ডব বংশ

(D) পান্ডব বংশ

83.কোন সুলতান নিজেকে “নব ই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি” বলে আখ্যা দিয়েছিলেন ?

(A) আলাউদ্দিন খলজী                                    (B) বলবন

(C) ইলতুৎমিস                                                (D) গিয়াস উদ্দিন তুঘলক

(B) বলবন

84. কার রাজত্বকালে দিল্লির সুলতানি সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল ?

(A) গিয়াসউদ্দিন বলবন                  (B) ইলতুৎমিস

(C) মুহাম্মদ বিন তুঘ                       (D) আলাউদ্দিন খলজী

(D) আলাউদ্দিন খলজী

85.রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার নোট দিল্লির কোন সুলতান চালু করেন ?

(A) মোহাম্মদ বিন তুঘলক                         (B) গিয়াস উদ্দিন তুঘলক

(C) ইলতুৎমিস                                         (D) বলবন

(A) মোহাম্মদ বিন তুঘলক

86. ইতিহাসের সময় অনুসারে ভারতে নিচের রাজ বংশ গুলির আবির্ভাবের সঠিক সময়ক্রম কোনটি

(A) দাস, খলজী, তুঘলক, লোধি (B) খলজি, তুঘলক, দাস, লোধি

(C) লোধি, দাস, খলজী, তুঘলক (D) তুঘলক, লোধি, দাস, খলজী

(A) দাস, খলজী, তুঘলক, লোধি

87.”দুরানি” বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

(A) ইব্রাহিম লোদী (B) আহাম্মদ শাহ আবদালি

(C) মুর্শিদকুলি খাঁ (D) সেলিম দুরানি

(B) আহাম্মদ শাহ আবদালি

88.ইলতুতমিশের পরে দাস বংশের সিংহাসনে কে বসেন ?

(A) কুতুবউদ্দিন হিরোজ (B) নাসির উদ্দিন

(C) কুতুবউদ্দিন (D) মোহাম্মদ ঘড়ি

(A) কুতুবউদ্দিন হিরোজ

89.নিচের কোন সুলতান কে তৎকালীন লেখকেরা তার অপরিসীম দানশীলতার জন্য এক বিশেষ আখ্যা দিয়েছিলেন : ” লাখবক্স” বা “Giver of Lakhs “?

(A) কুতুবউদ্দিন (B) বলবান

(C) ইলতুৎমিস (D) নাসির উদ্দিন

(A) কুতুবউদ্দিন

90. শশাঙ্কের রাজধানীর নাম কি ?

(A) সুবর্ণ গিরি (B) কনৌজ

(C) কর্ণসুবর্ণ (D) গৌড়

(C) কর্ণসুবর্ণ

91. চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারতের কোন সুলতান স্থাপন করেছিলেন ?

(A) জালাল উদ্দিন খলজী (B) ইব্রাহিম লোদী

(C) কুতুবউদ্দিন আইবক (D) গিয়াসউদ্দিন বলবন

(C) কুতুবউদ্দিন আইবক

92.ভারতে প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

(A) ইব্রাহিম লোদী (B) শের শাহ সুরি

(C) বহলোল লোধি (D) সিকান্দার লোদী

(C) বহলোল লোধি

93.বঙ্গদেশে ভক্তিবাদ আন্দোলনের সাথে নিচের কোন নামটি বিশেষ স্মরণীয় ?

(A) তুলসীদাস (B) শ্রীচৈতন্য

(C) কোবীর (D) বিবেকানন্দ

(B) শ্রীচৈতন্য

94. নিচের কে একজন অন্ধ কবি, কৃষ্ণ- পূজারী এবং কৃষ্ণ মহত্ব বিশেষভাবে প্রচার করেছিলেন ?

(A) সুরদাস (B) কোবীর

(C) রামানন্দ (D) জয়দেব

(A) সুরদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *