1000 ভূগোল MCQ বাংলা | Geography MCQ in Bengali

Geography MCQ in Bengali(ভূগোল MCQ বাংলা): Bangla MCQ.org এ আপনাকে স্বাগত। এখন সমস্ত রকম সরকারি পরীক্ষায় প্রশ্ন MCQ টাইপ আসছে। তাই প্রতিটি বিষয় সম্পর্কে দক্ষতা না থাকলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনি পিছিয়ে পড়বেন। এজন্য আমরা প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক MCQ প্রশ্ন নিয়ে এসেছি। আশাকরি আপনাদের কাজে আসবে। তাই BanglaMCQ.org এর তরফ থেকে  Geography MCQ in Bengali WBCS, WBSSC, WBP, WBPSC, RAIL, BANK ইত্যাদি সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রইল, প্রতিদিন দশটি করে Multiple Choice Question এবং এর Answer।

Geography MCQ in Bengali

Geography MCQ in Bengali

1. সৌরজগতের নিকটতম নক্ষত্র কোনটি

a) সূর্য

b) প্রক্সিমা সেন্টা উরি

c) বুধ

d) কোনোটিই নয়

b)প্রক্সিমা সেন্টা উরি

2. সৌরজগতের বাইরে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি

a) নিউট্রন ষ্টার

b) প্রক্সিমা সেন্টা উরি

c) ডগ স্টার বা সিরিয়াস

d) কোনোটিই নয়

c)ডগ স্টার বা সিরিয়াস

3. পৃথিবীর জমজ গ্রহ কোনটি

a) বুধ

b)শুক্র

c) শনি

d) মঙ্গল

b) শুক্র

4. গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহে

a) বৃহস্পতি

b) শনি

c) শুক্র

d) ইউরেনাস

a) বৃহস্পতি

5. এদের মধ্যে কোন গ্রহের বলয় নেই

a) বুধ

b) বৃহস্পতি

c) শনি

d) ইউরেনাস

a) বুধ

Read More: পৃথিবীর বিভিন্ন স্থানের কয়েকটি প্রচলিত উপনাম

6. যে গ্রহের আবর্তন কাল এবং পরিক্রমণকাল প্রায় সমান

a) বুধ

b) শুক্র

c) শনি

d) মঙ্গল

b) শুক্র

7. কোন গ্রহকে অন্তঃস্থ গ্রহ বলা হয়

a) পৃথিবী

b) বৃহস্পতি

c) শনি

d) ইউরেনাস

a) পৃথিবী

8). কোন গ্রহকে বহিঃস্থ গ্রহ বলা হয়

a) বৃহস্পতি

b) বুধ

c) শুক্র

d) পৃথিবী

a)বৃহস্পতি

9). কোন গ্রহদের মধ্যে গ্রহাণুপুঞ্জ অবস্থিত

a) বুধ-শুক্র

b)মঙ্গল-বৃহস্পতি

c)নেপচুন-প্লুটো

d) পৃথিবী-মঙ্গল

b) মঙ্গল বৃহস্পতি

10) সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি

a) টাইটান

b) ডিমোস

c) গ্যানিমিড

d) ক্যালিস্টো

c) গ্যানিমিড

Read More: History MCQ in Bengali( ইতিহাস MCQ বাংলা) for WBCS

11) শনির সবচেয়ে বড় উপগ্রহ কোনটি

a) গ্যানিমিড

b) ডিমোস

c) ক্যালিস্টো

d) টাইটান

d) টাইটান

12) কোন গ্রহের বায়ুমণ্ডলের অধিকাংশ গ্যাস কার্বন ডাই অক্সাইড

a) বুধ

b) পৃথিবী

c) শুক্র

d) মঙ্গল

c) শুক্র

13) কোন উপগ্রহের পৃথিবীর মতো বায়ুমণ্ডল আছে

a) গ্যানিমিড

b) ফেবোস

c) ডিমোস

d) টাইটান

d)টাইটান

14). সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ

a) শুক্র

b) বুধ

c) নেপচুন

d) প্লুটো

b) বুধ

15) কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে

a) পৃথিবী

b) মঙ্গল

c) বৃহস্পতি

d) নেপচুন

c)বৃহস্পতি

16) কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে

a) বুধ

b)শুক্র

c) পৃথিবী

d) মঙ্গল

b)শুক্র

17) কোন গ্রহে গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায়

a) বৃহস্পতি

b) ইউরেনাস

c) নেপচুন

d) প্লুটো

C)নেপচুন

18) মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গের নাম কি

a) অলিম্পাস মন্স

b) পালসার

c) কাঞ্চনজঙ্ঘা

d) ক্যালিস্টো

Ans.a) অলিম্পাস মন্স

19) সূর্যের চেয়েও বড় নক্ষত্রের নাম কি

a) প্রক্সিমা সেন্টরি

b) গ্যানিমিড

c) নিউট্রন স্টার

d) ডগ স্টার বা সিরিয়াস

Ans. c)নিউট্রন স্টার

20) চাঁদ সংক্রান্ত গবেষণার নাম কি

a) পারনা

b)সেলেনোলজি

c) মেক মেক

d) হাউমিয়া

Ans.b)সেলেনোলজি

Read More: History MCQ in Bengali( ইতিহাস MCQ বাংলা) for WBCS

21.পৃথিবীর কেন্দ্র মণ্ডলের তাপমাত্রা প্রায়

a) 500 ডিগ্রি সেলসিয়াস

b) 1000 ডিগ্রি সেলসিয়াস

c) 1500 ডিগ্রি সেলসিয়াস

d) 4000 ডিগ্রি সেলসিয়াস

d)4000 ডিগ্রি সেলসিয়াস

22. ম্যাগমা কাকে বলে

a)সমুদ্রের তলদেশে সঞ্চিত পলি

b) ম্যাগনিসিয়াম সমৃদ্ধ খনিজ

c) চুনাপাথর

d) ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ

d) ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ

23. কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়

a) গ্রানাইট

b) ব্যাসল্ট

c) মার্বেল

d) বেলেপাথর

d) বেলেপাথর

24. পৃথিবীর কেন্দ্র মণ্ডল প্রধানত কী উপাদানে গঠিত

a)ম্যাগনেশিয়াম ও সিলিকন

b) সালফার ও কার্বন

c) লোহা ও নিকেল

d) কোনটিই নয়

d) বেলেপাথর

25. কোনটি পাললিক শিলা নয়

a) ডলমাইট

b) ডলরাইট

c) কয়লা

d) কংগ্লোমারেট

d) বেলেপাথর

26. ‘ডেকানট্রাপ’ কোন শিলায় গঠিত
a) স্লেট

b) গ্রানাইট

c) মার্বেল

d) ব্যাসল্ট

d) ব্যাসল্ট

27. কোন দেশ কে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বলা হয়
a) আমেরিকা

b) জাপান

c) ভারত

d) শ্রীলংকা

c) ভারত

28. রিকটার স্কেলে কী পরিমাপ করা হয়
a) বায়ুর চাপ

b) তাপমাত্রা

c) বৃষ্টিপাতের পরিমান

d) ভূমিকম্পের তীব্রতা

d) ভূমিকম্পের তীব্রতা

29. গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিণত হলে কোন পাথরে পরিণত হয়

a) শ্বেতপাথর

b) নিস্

c) স্লেট

d) কোনটিই নয়

b) নিস্

30. চিনে ঘূর্নাবাত কী নাম পরিচিত?
a) সাইক্লোন

b) হ্যারিকেন

c) টর্নেডো

d) টাইফুন

d) টাইফুন

31.ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয় ?
a) পশ্চিমবঙ্গ

b) তামিলনাড়ু

c) মহারাষ্ট্র

d) কেরালা

b) তামিলনাড়ু

32.মৌসুমী বায়ু কোন দিক দিয়ে ভারতে প্রবেশ করে ?
a) উত্তর-পূর্ব

b) দক্ষিণ

c) দক্ষিণ-পশ্চিম

d) উত্তর

c) দক্ষিণ-পশ্চিম

33. সিরজেম কী?
a) কৃষ্ণ মৃত্তিকা

b) প্ডসল

c) পলিমাটি

d) মরু অঞ্চলের মাটি

d) মরু অঞ্চলের মাটি

34. পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কী বলে ?
a) আঁধি

b) অশ্বিনের ঝড়

c) লু

d) কালবৈশাখী

b) অশ্বিনের ঝড়

35. জেরোফাইট প্লান্টস কোথায় বেশি দেখা যায় ?
a) কচ্ছের রনে

b) মরু অঞ্চল

c) সুন্দরবন

d) হিমালয়ের পাদদেশে

b) মরু অঞ্চল

36. কোনটি পর্ণমোচী বৃক্ষ ?
a) শিশু

b) শাল

c) গর্জন

d) রাবার

b)শাল

37. এশিয়ার আদ্র অঞ্চলের উপকূলীয় অরণ্যের অপর নাম কী ?
a) সরলবর্গীয় অরণ্য

b) চিরহরিৎ বনভূমি

c) ম্যানগ্রোভ

d) পর্ণমোচী বৃক্ষের অরণ্য

c) ম্যানগ্রোভ

38. ঠেসমূল ও শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায় ?
a) পাইন

b) সুন্দরী

c) ফণীমনসা

d) কোনটি নয়

c) ম্যানগ্রোভ

b)সুন্দরী

39. অক্ষ রেখার সর্বোচ ম্যান কত ?
a) ৯০ ডিগ্রি

b) ১৮০ ডিগ্রি

c) ৩৬০ডিগ্রি

d) কোনটিই নয়

a)৯০ ডিগ্রি

40. প্রতি ১ ডিগ্রি দ্রাগিমার পার্থ্যকে সময়ের পার্থ্যক কত ?
a) ১ মিনিট

b) ২ মিনিট

c) ৪ মিনিট

d) ৫ মিনিট

c)৪ মিনিট

41. নিরক্ষ রেখার উপর ১ডিগ্রি অন্তর দুটি দ্রাগিমা রেখার মধ্যে রৈখিক ব্যবধান কত ?
a) ১০০ কিমি

b) ১১১.১ কিমি

c) ২০০ কিমি

d) ২২২.২ কিমি

b) ১১১.১ কিমি

42. একটি স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত ?
a) ৪ মিনিট

b) ৫মিনিট

c) ২৪ ঘন্টা

d) ১২ ঘন্টা

d) ১২ ঘন্টা

43. কোন দ্রাঘিমাকে ভারতীয় প্রমান সময়(IST) ধারা হয় ?

a) ৮৮o৩০’পূ:

b) ৮৮o৩০’প:

c) ৮০o১৫’ পূ:

d) ৮২o৩০’পূ:

d)৮২o৩০’পূ:

44. ক্রনোমিটার কোন সময় অনুসারে চলে ?
a) স্থানীয় সময়

b) গ্রিনিচ সময়

c) প্রমাণ সময়

d) আন্তর্জাতিক তারিখ রেখার সময়

b)গ্রিনিচ সময়

45. কোথায় সারাবছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান ?
a) সুমেরু

b) কুমেরু

c) বিষুব রেখা

d) মূল মধ্যরেখা

c) বিষুব রেখা

46. কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য সময়ের পার্থক্য কত ?

a) ২৪ মিনিট

b) ৩০ মিনিট

c) ১২ মিনিট

d) ৪০ মিনিট

a)২৪ মিনিট

47. উত্তর গোলার্ধের কোন স্থানে ধ্রুবতারার উন্নতি ৯০ ডিগ্রি ?
a) সুমেরু

b) কুমেরু

c) নিরক্ষরেখা

d) কর্কটক্রান্তি রেখা

a) সুমেরু

48. কোন প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে ?
a) হাডসন প্রণালী

b) বেরিং প্রণালী

c) কুক প্রণালী

d)জিব্রাল্টার প্রণালী

b) বেরিং প্রণালী

49. গোলাকৃতি আবহবিকার কোন শিলায় বেশি দেখা যায় ?
a) ব্যাসাল্ট

b) চুনাপাথর

c) গ্রানাইট

d) স্লেট পাথর

c) গ্রানাইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *