কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২২। Current Affairs May 2022 in Bengali

কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২২।Current Affairs May 2022 in Bengali : পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয়, ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী কী প্রশ্ন আসতে পারে, কোথা থেকে প্রশ্ন আসবে,কী কী ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সব দিক বিবেচনা করে পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২২।Current Affairs May 2022 in Bengali বিষয়টি প্রকাশ করা হলো।

আজ থেকে আমরা প্রতি মাসের শেষে সেই মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করবো। আশাকরি এতে আপনাদের সুবিধা হবে। মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এক সাথে পেয়ে যাবেন। তাই বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন,আর কোনো রকম প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। অথবা আমাদের পোস্ট আপনাদের কেমন লাগছে সে সম্পর্কেও জানান।গত এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখুন।

কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২২

1. খনির সামগ্রী বহনকারী যানবাহনগুলোকে ট্রাক করার জন্য ভারতের কোন রাজ্য ভেহিকেল মুভমেন্ট ট্রাকিং সিস্টেম অ্যাপ চালু করল?

উত্তর: হরিয়ানা

2. প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে পাঁচটি 8000 শৃঙ্গের শিখর স্পর্শ করলেন?

উত্তর: প্রিয়াঙ্কা মোহিতে ।

3. কোন রাজ্যে মুখ্যমন্ত্রী মুফত সেওযার কানেকশন যোজনা চালু করল ?

উত্তর: দিল্লি ।

4. ই অধিগম প্রকল্প কোন রাজ্যে চালু করল ?

উত্তর: হরিয়ানা প্রকল্পটির অধীনে রাজ্যের সরকারি স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রায় ৩ লক্ষ ট্যাব বিতরণ করা হয়েছে ।

5. মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সি.আই.এ’র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে মনোনীত হলেন?

উত্তর: ভারতীয় বংশোদ্ভূত নন্দ মুল চান্দানি ।

6.কোন টানেল সম্প্রতি নয়াদিল্লিতে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস এর তরফ থেকে সেরা পরিকাঠামো প্রকল্প এর পুরস্কার পেল?

উত্তর: হিমাচল প্রদেশের রোহটাং এ বর্ডার রোডস অরগানাইজেশন এর তৈরি অটল টানেল ।

7.ভারতের প্রথম রাজ্য হিসাবে ওয়েবসাইট ভিত্তিক মাইগ্রেশন ট্রাকিং সিস্টেম অ্যাপ্লিকেশন তৈরি করল কারা?

উত্তর: মহারাষ্ট্র ।

8. ভারতীয় বিমানবাহিনীর ডিরেক্টর জেনারেল হিসেবে কে মনোনীত হলেন?

উত্তর: এয়ার মার্শাল সঞ্জীব কাপুর ।

9.কোথায় বিশ্বের সর্ব বৃহত্তম রাপ্টার ডাইনোসরের জীবাশ্মের খোঁজ মিলেছে?

উত্তর: আর্জেন্টিনায় ।

10.কোন রাজ্য সম্প্রতি ভারতের প্রথম উপজাতীয় স্বাস্থ্য পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করার পরিকল্পনা নিল?

উত্তর: উড়িষ্যা সরকার

11. ভারতের কোথায় প্রথম ফ্লো কেমিস্ট্রি তেকনোলজি হাফ চালু হলো?

উত্তর: হায়দ্রাবাদের ডক্টর লিস্ট ইনস্টিটিউট অফ লাইফ সাইন্স এ ।

12. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি নাম কি?

উত্তর: কারিন জিন পিয়ের

13.ভারতের কোন রাজ্যে সিগেলা ব্যাকটেরিয়া কে রিপোর্ট করা হয়েছে?

উত্তর: কেরালা

14.ভারতে কোন রাজ্যে জেলের কয়েদিদের জন্য জীবন নামের একটি ঋণ প্রকল্প চালু করেছে?

উত্তর: মহারাষ্ট্র

15.ভারতের কোন রাজ্যে পুরুষের তুলনায় মহিলাদের জন্মহার বেশি?

উত্তর: লাদাখ রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম রিপোর্ট দুই হাজার কুড়ি অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে

16. কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব হিসাবে কে মনোনীত হলেন?

উত্তর: অলকেশ কুমার শর্মা

17. ভারতের কোথায় অমৃতসর তৈরি হলো?

উত্তর: উত্তরপ্রদেশের রামপুর গ্রাম পঞ্চায়েত পাটওয়াইতে ।

18. 2021 সালে এশিয়ার দেশগুলোর মধ্যে কোন দেশের চিকিৎসা ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার সবথেকে বেশি ?

উত্তর: ভারত

19. সমগ্র সমগ্র বিশ্বের সামরিক খাতে খরচ হিসেবে ভারতের স্থান কত?

উত্তর: তৃতীয়, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট 2021 এ রিপোর্ট অনুযায়ী।

20. ভারতের কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত কোনটি?

উত্তর: জম্বু কাশ্মীরের সাম্বা জেলার পল্লী গ্রাম ।

21. কোথায় বিশ্বের বৃহত্তম কাচের সেতু চালু হলো?

উত্তর: ভিয়েতনাম ।

22. ভারতের কোথায় ভ্যাকুয়াম ভিত্তিক নিষ্কাশন ব্যবস্থা চালু হলো ?

উত্তর: উত্তরপ্রদেশের আগ্রায় ।

23.বিশ্বের সব থেকে বয়স্ক মানুষ কে হাজার 900 দেশের নাগরিক?

উত্তর: বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের নাম হল কেন তানাকা, তার বয়স 119 বছর 107 দিন। তিনি জাপানের অধিবাসী ছিলেন।

24.কমনওয়েলথ পয়েন্ট অফ লাইট পুরস্কারের জন্য মনোনীত হলেন?

উত্তর: বাংলাদেশের শিক্ষা মূলক সংস্থা বিদ্যানন্দ এর প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস । তিনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগের উন্নতিতে অসামান্য কাজ করার জন্য এই পুরস্কার পাচ্ছেন।

25.কোন বলিউড অভিনেত্রী 75 তম কান চলচ্চিত্র উৎসব এর জুড়ি সদস্য হিসেবে মনোনীত হয়েছেন?

উত্তর: দীপিকা পাড়কোন।

26.কে বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র পুনরুদ্ধার প্রকল্প চালু করলে ?

উত্তর: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ থাকুর ।

27.কে হুইটলি গোল্ড পুরস্কার পেলেন?

উত্তর: প্রখ্যাত তুষার চিতা বিশেষজ্ঞ ও বন্যপ্রাণী সংরক্ষণ ডক্টর চারুদত্ত মিশ্র, লন্ডনের জিওগ্রাফিকাল সোসাইটি তাকে এই সম্মান প্রদান করে ।

28.ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কে যোগ দিলেন?

উত্তর: ব্রিডগেট ব্রিঙ্ক

29. ইংল্যান্ডের ডারহাম কাউন্টি বার্নাড ক্যাসেলের প্রথম ভারতীয় বংশোদ্ভুত মহিলা মেয়র হিসাবে কে যোগ দিলেন?

উত্তর: কলকাতার মেয়ে রিমা চট্টোপাধ্যায়

30. মার্কিন কোম্পানি ফাইজার কোথায় গ্লোবাল ড্রাগ ডেভলপমেন্ট সেন্টার এর উদ্বোধন করল?

উত্তর: তামিলনাড়ুর চেন্নাই শহরে আইআইটি মাদ্রাজ রিসার্চ পার্ক ক্যাম্পাসে

31.রাজস্থানের ‘মিয়া কা ব বাদা ‘রেলওয়ে স্টেশনের নাম বদল করে নতুন কি নাম রাখা হয়েছে?

উত্তর: মহেশ নগর হলট

32. স্লোভেনিয়া প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন?

উত্তর: রবার্ট গোলব

Read More: কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *