কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২।Current Affairs in Bengali April 2022 : পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয়, ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী কী প্রশ্ন আসতে পারে, কোথা থেকে প্রশ্ন আসবে,কী কী ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সব দিক বিবেচনা করে পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২।Current Affairs in Bengali April 2022 বিষয়টি প্রকাশ করা হলো।
আজ থেকে আমরা প্রতি মাসের শেষে সেই মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করবো। আশাকরি এতে আপনাদের সুবিধা হবে। মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এক সাথে পেয়ে যাবেন। তাই বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন,আর কোনো রকম প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। অথবা আমাদের পোস্ট আপনাদের কেমন লাগছে সে সম্পর্কেও জানান।
কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২(Current Affairs in Bengali April 2022)
1.ভারতের কোন রাজ্যের লিভিং রুট ব্রিজ সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত হলো?
উত্তর: মেঘালয়
2. গোয়া বিধানসভার অধ্যক্ষ হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন ?
উত্তর: রমেশ দাওয়াত কর
3.কোন জাতি থেকে তপশিলি জাতির তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বিল পাস করল রাজ্যসভা?
উত্তর: ভোগতা
4.কোন ভারতীয় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এর কাউন্সিল স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারপার্সন হিসাবে মনোনীত হলেন ?
উত্তর: অপরাজিতার শর্মা
5. কে সম্প্রতি ‘মোদি স্টরি’ নামে ওয়েব পোর্টাল চালু করলেন ?
উত্তর: মহাত্মা গান্ধীর নাতনি সুমিত্রা গান্ধী কুলকার্নি
6. 2022 সালে কোন দুটি দেশ যৌথভাবে ‘বালিকা তান নামে মিলিটারি গ্রিল আয়োজন করেছে?
উত্তর: ফিলিপিন ও মার্কিন যুক্তরাষ্ট্র
7. ‘এসোসিয়েটেড চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়ার’ প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হলেন?
Ans. সুমন্ত সিনহা
8. কে কোথায় কমেন্ট অ্যান্ড কন্ট্রোল সেন্টার উদ্বোধন করলেন?
Ans. মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চণ্ডীগড়ে এই সেন্টারের উদ্বোধন করলেন
9. আন্তর্জাতিক খনি নিরাপত্তা দিবস কবে?
Ans. 4 এপ্রিল
10. 2022 সালের সেরা অ্যালবামের জন্য কে গ্র্যামি পুরস্কার পেলেন?
Ans. জন ব্যাপিস্ট (উই আর অ্যালবামের জন্য)
11. কোন স্পেস স্টার্টআপ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সর্বপ্রথম সম্পূর্ণ বেসরকারি মহাকাশ স্টেশন চালু করতে চলেছে?
Ans. অক্সি ওম স্পেস
12. কে লোকসভায় দা ইন্ডিয়ান আন্টার্টিকা বিল উত্থাপন করেছেন?
Ans. মন্ত্রী জিতেন্দ্র সিং
13. নাগাল্যান্ড রাজ্যের রাজ্যসভার প্রথম মহিলা সদস্যের নাম কি?
Ans. এস ফান গণ
14. ভারতীয় নৌবাহিনী নতুন উপ প্রধান কে মনোনীত হলেন?
Ans. ভাই অ্যাডমিরাল সঞ্জয় মাহি মাহেন্দ
15. জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল হিসেবে কে মনোনীত হলেন?
Ans. ডক্টর এস রাজু
16. সম্প্রতি ভারতের প্রথম প্রাইভেট কমার্শিয়াল ইমেজিং স্যাটেলাইট চালু করল পিক্সএল কোম্পানি স্যাটেলাইট টির নাম কি?
Ans. শকুন্তলা স্যাটেলাইট টি কোম্পানির মাধ্যমে মহাকাশে পাঠানো হবে
17. ভারতের কোন রাজ্য সম্প্রতি হিন্দি ভাষায় এমবিবিএস পড়ানোর কথা ঘোষণা করেছে?
Ans. মধ্যপ্রদেশ
18. 2021-22 সালে ভারতের সবথেকে বেশি সবজি উৎপাদন কারি রাজ্যের নাম কি?
Ans. উত্তর প্রদেশ
19. ভারতের কোন রাজ্য জেলবন্দি দের জন্য ব্যক্তিগত ঋণ দেওয়ার প্রকল্প চালু করল?
Ans. মহারাষ্ট্র
20. দুধ উৎপাদক দেশ সাহায্য করার জন্য ভারতের কোন রাজ্য নন্দিনী খিরা সমৃদ্ধি সহকারা ব্যাংক স্থাপন করেছে?
Ans. কর্ণাটক
21. কে আর্মি ট্রেনিং কমেন্ট সিমলার দায়িত্ব নিয়েছেন?
Ans. লেফটেন্যান্ট জেনারেল এস এস মহল
22. সম্প্রতি অভিনয় জগত ও হলিউড থেকে অবসর ঘোষণাকারী জিম কেরি কোন দেশের অভিনেতা?
Ans. কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র
23. ন্যাশনাল ডিফেন্স একাডেমী কমেন্ট হিসাবে কে মনোনীত হলেন?
Ans. ভাইস এডমিরাল অজয় কোছার
.