পদ্ম পুরস্কার কী? পদ্ম পুরস্কার 2022 এর সম্পূর্ণ তালিকা | Padma Awards 2022 in Bengali.

পদ্ম পুরস্কার কী? পদ্মবিভূষণ পুরস্কার ২০২২তালিকা, পদ্মভূষণ পুরস্কার ২০২২তালিকা, পদশ্রী পুরস্কার ২০২২ তালিকা,

Padma Awards 2022: আজ আমরা পদ্ম পুরস্কার (Padma Awards 2022) সম্পর্কে জানবো এবং পদ্ম পুরস্কার (Padma Awards) কত প্রকার ও কী কী এবং এর ইতিহাস সে সম্পর্কেও জানবো । কারণ ডব্লিউবিসিএস (WBCS) থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরীক্ষা যেমন WBSSC, WBP, WBPSC, RAIL, BANK , SSC Clerk ,SSC Group D বিভিন্ন সরকারি পরীক্ষায় এই পদ্ম পুরস্কার 2022 (Padma Awards 2022) থেকে প্রশ্ন থাকে ।

তাই Banglamcq.org এর তরফ থেকে  আজকে আমরা আপনাদের জন্য ভারতের Padma Awards 2022 সম্পর্কে বিস্তারিত আলোচনা না করলেও সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি আশাকরি আপনাদের উপকার হবে ।

১৯৫৪ সালে ভারত সরকার দুটি বেসামরিক পুরস্কার প্রবর্তন করে – ভারতরত্ন এবং পদ্মবিভূষণ। পরেরটি তিনটি শ্রেণী ছিল যথা পহেলা ওয়ার্গ, দুসরা ওয়ার্গ এবং তিসরা ওয়ার্গ । পরবর্তীকালে এগুলো নামকরণ করা হয়-পদ্মবিভূষণ, পদ্মভূষণ, এবং পদ্মশ্রী 

৮ জানুয়ারি ১৯৫৫ সালের ভাইস প্রেসিডেন্ট এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছিলেন। ১৯৭৮,১৯৭৯ এবং ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত প্রতিবছর ভারত সরকার এই পুরস্কার প্রদান করে। জাতি, পেশা, অবস্থান বা লিঙ্গের পার্থক্য ছাড়াই অসাধারণ এবং বিশিষ্ট পরিষেবার জন্য এই পুরস্কার দেওয়া শুরু হয়। সমাজের শিল্প, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, বিজ্ঞান ও প্রকৌশল, পাবলিক অ্যাফেয়ার্স, সিভিল সার্ভিস, বাণিজ্য ও শিল্প ইত্যাদির মতো বিভিন্ন ক্ষেত্রের লোকেরা এর জন্য যোগ্য বলে বিবেচিত হয়।

পদ্ম পুরস্কার কমিটি

প্রতিবছর প্রধানমন্ত্রী কর্তৃক গঠিত পদ্ম পুরস্কার (Padma Awards) কমিটির সুপারিশের ভিত্তিতে পদ্ম পুরস্কার (Padma Awards) প্রদান করা হয়ে থাকে। পদ্ম পুরস্কার কমিটির নেতৃত্বে মন্ত্রিপরিষদ সচিব এবং স্বরাষ্ট্র সচিব, রাষ্ট্রপতির সচিব, এবং চার থেকে ছয় জন বিশিষ্ট ব্যক্তিকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। কমিটির সুপারিশ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়।

কে পদ্ম পুরস্কার প্রদান করেন

প্রতিবছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কার ঘোষণা করা হয়। এটি মার্চ বা এপ্রিলের কাছাকাছি সময়ে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক ভূষিত হয়। ২০২২ সালে ভারতের রাষ্ট্রপতি ১২৮ জনকে পদ্ম পুরস্কার (Padma Awards) প্রদানের অনুমোদন দিয়েছেন, তালিকা ৪ জন পদ্মবিভূষণ ১৭ জন পদ্মভূষণ এবং ১০৭ জন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হয়েছে । পুরস্কার প্রাপ্তদের মধ্যে ৩৫ জন মহিলা ২৯ একজন ফ্রান্স জেন্ডার ১০ জন বিদেশি এনআরআই পি আই ও এবং ১৬ জন মনোত্তর রয়েছেন।

Padma Awards 2022 in Bengali

অস্কার পুরস্কার কী? অস্কার পুরস্কার ২০২২তালিকা 

পদ্ম পুরস্কার ২০২৪ এর সম্পূর্ণ তালিকা

অটল সেতু: ভারতের দীর্ঘতম সেতু

অর্জুন পুরস্কার ২০২৩ MCQ 

কমনওয়েলথ গেমস ২০২২ MCQ

West Bengal GK in Bengali

ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা MCQ

Padma Awards 2022

১.পদ্মবিভূষণ পুরস্কার

পদ্মবিভূষণ হল ভারত রত্নের পর দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার । আগে ভারত রত্ন তারপর পদ্মভূষণ । ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত জাতি পেশা অবস্থান বা লিঙ্গের পার্থক্য ছাড়াই অসাধারণ এবং বিশিষ্ট পরিষেবার জন্য এই পুরস্কার দেওয়া শুরু হয়।

পুরস্কারের মানদন্ডের মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের দ্বারা প্রদত্ত পরিষেবা সহ যেকোনো ক্ষেত্রে পরিষেবা ডাক্তার এবং বিজ্ঞানীসহ তবে সরকারি সেক্টরে উদ্যোগে কাজ করা ব্যক্তিদের বাদ দেওয়া হয়।

১৯৫৪ সালের আইন মরণোত্তর পুরস্কারে অনুমতি দেয়নি তবে, ১৯৫৫ সালে ব্রিটিশদের সংশোধন করা হয়েছিল।

বিক্রম সারাভাই ১৯৭২ সালে মরণোত্তর সম্মানিত প্রথম প্রাপক হন।

পদ্মবিভূষণ পুরস্কার ২০২২ তালিকা

নামক্ষেত্ররাজ্য/ দেশ
প্রভা আত্রেআর্টমহারাষ্ট্র
শ্রী রাত্রেশ্যাম খেমকা (মরণোত্তর)সাহিত্য শিক্ষাউত্তর প্রদেশ
জেনারেল বিপিন রাওয়াত (মরণোত্তর)সিভিল সার্ভিসউত্তর প্রদেশ
শ্রী কল্যাণ সিং (মরণোত্তর)পাবলিক অ্যাফেয়ারউত্তরাখণ্ড

২.পদ্মভূষণ পুরস্কার

পদ্মভূষণ হলো ভারতরত্ন এবং পদ্মবিভূষণ এর পর প্রজাতন্ত্রী ভারতবর্ষের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।

পদ্মভূষণ পুরস্কার ২০২২ তালিকা

নামক্ষেত্ররাজ্য /দেশ
গোলাম নবী আজাদপাবলিক অ্যাফেয়ার্সজম্বু ও কাশ্মীর
শ্রী ভিক্টর ব্যানার্জিআর্টপশ্চিমবঙ্গ
গুরমিত বাওয়া (মরণোত্তর)আর্ট পাঞ্জাব
বুদ্ধদেব ভট্টাচার্যপাবলিক অ্যাফেয়ার্সপশ্চিমবঙ্গ
নটরাজন চন্দ্রশেখরনবাণিজ্য ও শিল্পমহারাষ্ট্র
কৃষ্ণ এলা ও সুচিত্রা এলা(যুগ্ম)বাণিজ্য ও শিল্পতেলেঙ্গানা
দেবেন্দ্র ঝাজারিয়া খেলাধুলারাজস্থান
রশিদ খান আর্টউত্তর প্রদেশ
মিসেস মধুর জাফরিঅন্যান্য- রন্ধন সম্পর্কিতআমেরিকা
রাজর্ষি মেহর্ষিসিভিল সার্ভিসরাজস্থান
সাইরাস পুনাওয়ালাবাণিজ্য ও শিল্পমহারাষ্ট্র
সঞ্জয় রাজারাম (মরণোত্তর)বিজ্ঞান ও প্রযুক্তিমেক্সিকো
প্রতিভা রেসাহিত্য ও শিক্ষাওড়িশা
স্বামী সচ্চিদানন্দসাহিত্য ও শিক্ষাগুজরাট
বশিষ্ঠ ত্রিপাঠিসাহিত্য ও শিক্ষাউত্তর প্রদেশ
শ্রী সত্য নারায়ন নাদেলাবাণিজ্য ও শিল্পআমেরিকা
সুন্দর রাজন পিচাইবাণিজ্যও শিল্প আমেরিকা

৩.পদ্মশ্রী পুরস্কার

পথশ্রী পুরস্কার বিশিষ্ট সেবার জন্য দেওয়া হয়ে থাকে। এটি ভারতরত্ন পদ্মবিভূষণ এবং পদ্মভূষণের পর প্রজাতন্ত্র ভারতবর্ষের চতুর্থ সর্বোচ্চ বেসামর পুরস্কার। পদ্ম পুরস্কারগুলি ১৯৫৪ সালে প্রবর্তন করা হয়েছিল ভারতের নাগরিকদের তাদের স্বীকৃতি হিসেবে প্রদান করার জন্য শিল্প, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, চিকিৎসা, সমাজসেবা এবং পাবলিক অ্যাফেয়ার্স সহ কার্যকলাপের বিভিন্ন ক্ষেত্রে।

এটি কিছু বিশিষ্ট ব্যক্তিকেও পুরস্কৃত করা হয়েছে যারা ভারতে নাগরিক ছিলেন না কিন্তু ভারতের বিভিন্ন উপায়ে অবদান রেখেছিলেন।

পদ্মশ্রী পুরস্কার ২০২২ তালিকা

নামক্ষেত্ররাজ্য /দেশ
প্রহ্লাদ রায় আগারওয়ালবাণিজ্যও শিল্পপশ্চিমবঙ্গ
প্রফেসর নাজমা আক্তারসাহিত্য ও শিক্ষাদিল্লি
সুমিত আতিলখেলাধুলাহরিয়ানা
টি সেনকা আওসাহিত্য ও শিক্ষানাগাল্যান্ড
কমলিনি আস্থানা ও নলিনী আস্থানা (যুগ্ম)আর্টউত্তর প্রদেশ
সুব্বান্না আইয়াপ্পানবিজ্ঞান ও প্রযুক্তিকর্ণাটক
জে কে বাজাজসাহিত্য ও শিক্ষা দিল্লি
সিরপি বালাসুব্রামানিয়ামসাহিত্য ও শিক্ষাতামিলনাড়ু
শ্রীমদ বাবা বালিয়াসমাজসেবাওড়িশা
সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়বিজ্ঞান ও প্রযুক্তিপশ্চিমবঙ্গ
মাধুরী বার্থওয়ালআর্টউত্তরাখণ্ড
শ্রী এখোনে আসগর আলী বাশারাতসাহিত্য ও শিক্ষালাদাখ
ডক্টর হিম্মতরাও বাভাস্করমেডিসিনমহারাষ্ট্র
শ্রী হরমোহিন্দর সিং বেদীসাহিত্য ও শিক্ষাপাঞ্জাব
প্রমোদ ভগতখেলাধুলাওড়িশা
শ্রী এস. বৈলেশ ভজনত্রীআর্ট তামিলনাড়ু
শ্রী খান্ডু ওয়াংচুক ভুটিয়াআর্ট সিকিম
শ্রী মারিয়া ক্রিস্টোফার বাইরস্কিসাহিত্য ও শিক্ষাপোল্যান্ড
আচার্য চন্দনাজী সমাজসেবাবিহার
সুলোচনা চ্যবনআর্ট মহারাষ্ট্র
নীরজ চোপড়া খেলাধুলাহরিয়ানা
শকুন্তলা চৌধুরীসমাজসেবাআসাম
শ্রী শঙ্করনারায়ণ মেনন চুন্দাইলখেলাধুলাকেরালা
এস দামোদরামসমাজসেবাতামিলনাড়ু
ফয়সাল আলিদারখেলাধুলাজম্বু কাশ্মীর
জগজিৎ সিং দারদিবাণিজ্য ও শিল্পচন্ডিগড়
ডক্টর প্রকার দাস গুপ্তমেডিসিনইউকে
আদিত্য প্রসাদ দাসবিজ্ঞান ও প্রযুক্তি ওড়িশা
ডক্টর লতা দেশাইমেডিসিনগুজরাট
শ্রী মালজি ভাই দেশাইপাবলিক অ্যাফেয়ার্সউত্তরাখণ্ড
বাসন্তী দেবীসমাজসেবাউত্তরাখণ্ড
শ্রীমতি লৌরেম্বাম বিনো দেবীআর্ট মনিপুর
মুক্তামনি দেবীবাণিজ্য ও শিল্পমনিপুর
শ্যামা মনি দেবী আর্ট ওড়িশা
শ্রী খলিল ধনতেজভী (মরণোত্তর)সাহিত্য ও শিক্ষাগুজরাট
শ্রী সাভজি ভাই ঢোলাকিয়াসমাজসেবাগুজরাট
অর্জুন সিং দুর্ভেআর্টমধ্যপ্রদেশ
বিজয় কুমার বিনায়ক ডংরেমেডিসিনমহারাষ্ট্র
চন্দ্রপ্রকাশ ত্রিবেদীআর্টরাজস্থান
ধনেশ্বর এনগাতিসাহিত্য ও শিক্ষাআসাম
ওম প্রকাশ গান্ধীসমাজসেবাহরিয়ানা
শ্রী নরসিংহ রাও গড়িকাপতিসাহিত্য ও শিক্ষাঅন্ধ্রপ্রদেশ
শ্রী জারধারী রাম ঘোনাজু (মরণোত্তর)সাহিত্য ও শিক্ষাঝাড়খন্ড
শৈবাল গুপ্ত (মরণোত্তর)সাহিত্য ও শিক্ষাবিহার
নরসিংহ প্রসাদ গুরুসাহিত্য ও শিক্ষাওড়িশা
শ্রী কোচবিদু শেখ হাসান (মরণোত্তর)আর্ট অন্ধ্রপ্রদেশ
শ্রী তাতসুকো তাইরাবাণিজ্য ও শিল্পজাপান
মিসেস সোসাম্মা আইপেঅন্যান্য- পশুপালনকেরালা
অবধ কিশোর জাদিয়ায়সাহিত্য ও শিল্পমধ্যপ্রদেশ
সুশ্রী সওকার জানকীআর্ট তামিলনাড়ু
তারা জোহরসাহিত্য ও শিক্ষা দিল্লি
বন্দনা কাটারিয়াখেলাধুলাউত্তরাখণ্ড
আর কেশবমূর্তিআর্টকর্ণাটক
শ্রী রুটগার কর্টেনহর্স্টসাহিত্য ও শিক্ষাআয়ারল্যান্ড
শ্রী পি নারায়ণ কুরুপসাহিত্য ও শিক্ষাকেরালা
শ্রী মতি লাল মদনবিজ্ঞান ও প্রযুক্তিহরিয়ানা
শ্রী শিবনাথ মিশ্রআর্টউত্তর প্রদেশ
ডঃ নরেন্দ্র প্রসাদ মিশ্র (মরণোত্তর)মেডিসিনমধ্যপ্রদেশ
শ্রী দর্শনম মজিলাআর্টতেলেঙ্গানা
শ্রী গুরুপ্রসাদ মহাপাত্র (মরণোত্তর)সিভিল সার্ভিস দিল্লি
শ্রী ডেভিল কনকাম্পটু এ ভি মুরুগায়ানআর্টপুদুচেরি
আর মুথুকান্নাম্মলআর্টতামিলনাড়ু
শ্রী আব্দুল খাদের নাদাকাত্তিনঅন্যান্য- Grassroots Innovationকর্ণাটক
শ্রী অমাই মাহালিঙ্গ নায়েকঅন্যান্য- কৃষিকর্ণাটক
শ্রী সেরিং নামগিয়ালআর্টলাদাখ
শ্রী এ কে সি নটরাজনআর্টতামিলনাড়ু
শ্রী ভি এল এনঘাকাসাহিত্য ও শিক্ষামিজোরাম
শ্রী সোনু নিগমআর্টমহারাষ্ট্র
শ্রী রাম সহায় পান্ডেআর্টমধ্যপ্রদেশ
শ্রী চিরপাট প্রপাণ্ডবিদ্যাসাহিত্য ও শিক্ষাথাইল্যান্ড
কে ভি রাবিয়াসমাজসেবাকেরালা
শ্রী অনিল কুমার রাজবংশীবিজ্ঞান ও প্রযুক্তিমহারাষ্ট্র
শ্রী শীষ রামআর্টউত্তর প্রদেশ
শ্রী রামচন্দ্রাইয়াআর্টতেলেঙ্গানা
ডাঃ. সুঙ্করা ভেঙ্কটা আদিনারায়ণ রাওমেডিসিন অন্ধ্রপ্রদেশ
গামিত রমিলাবেন রায়সিংভাইসমাজসেবাগুজরাট
শ্রীমতি পদ্মজা রেড্ডিআর্টতেলেঙ্গানা
গুরু তুলকু রিনপোচেঅন্যান্য- আধ্যাত্মিকতাঅরুণাচল প্রদেশ
শ্রী ব্রহ্মানন্দ শঙ্খওয়ালকরখেলাধুলাগোয়া

FAQ-Frequently Ask Question

Q.৩টি পদ্ম পুরস্কার কে পেয়েছেন?

Ans. অমিতাভ বচ্চন তিনটি পদ্ম পুরস্কার পেয়েছেন কিন্তু ভারতরত্ন পাননি।

Q.ভারতের কোন পুরস্কারটি সর্বোচ্চ?

Ans. ভারতরত্ন হল ভারতের সর্বোচ্চ পুরস্কার। জাতি, পেশা, অবস্থান বা লিঙ্গের পার্থক্য ছাড়াই যে কোনও ব্যক্তি এই পুরস্কারগুলির জন্য যোগ্য।

Q.পদ্মশ্রী পুরস্কারের সুবিধা কী?

Ans.পদ্ম পুরস্কার প্রাপ্তরা আর্থিক পুরস্কার পান না; পরিবর্তে, তারা রাষ্ট্রপতির স্বাক্ষরিত একটি শংসাপত্র এবং একটি মেডেল পান। বিজয়ীরা একটি ডুপ্লিকেট মেডেলও পান, যেটি তারা যেকোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানের সময় পরতে পারে।

Q.পদ্ম পুরস্কারের জন্য কারা যোগ্য?

Ans. শিল্প, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, বিজ্ঞান ও প্রকৌশল, পাবলিক অ্যাফেয়ার্স, সিভিল সার্ভিস, বাণিজ্য ও শিল্প ইত্যাদির মতো বিভিন্ন ক্ষেত্রের লোকেরা এর জন্য যোগ্য।

Q.এবছর কোন বাঙালি পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করতে অস্বীকার করেছেন?

Ans. শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করতে অস্বীকার করেছেন।

Q.ভারতরত্ন পুরস্কারের অর্থ কত?

Ans. ‘ভারতরত্ন’ হল দেশের সর্বোচ সম্মান। প্রতি বছর সর্বাধিক তিনজন মনোনীত ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। প্রাপকরা রাষ্ট্রপতির স্বাক্ষরিত একটি সনদ (শংসাপত্র) এবং একটি পিপল পাতার আকৃতির মেডেলিয়ন পান। পুরস্কারের সাথে সম্পর্কিত কোন আর্থিক অনুদান নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *