Commonwealth Games 2022: এ বছর কমনওয়েলথ গেমস ২০২২ শুরু হয় ইংল্যান্ডের বার্মিংহামে। তবে প্রথম কমনওয়েলথ গেম শুরু হয় ১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে, শুরুর দিকে এটি ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল । এই প্রতিযোগিতাটি ১৯৫৪ সালে ব্রিটিশ এম্পায়ার ও কমনওয়েলথ গেমস নাম ধারণ করে। এরপর ১৯৭০ সালে ব্রিটিশ কমনওয়েলথ গেমস নাম পরিবর্তন করে এবং ১৯৭৮ সালে স্থায়ী নাম হিসেবে কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) এই নামটি গ্রহণ করা হয় এবং সেই থেকে আজ পর্যন্ত এই নামটা এখনো বর্তমান আছে ।
১৯৪২ এবং ১৯৪৬ এই দুই বছর কমনওয়েলথ গেমস দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বন্ধ রাখা হয়েছিল । ভারত ২০১০ সালে প্রথম কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল এবং এই গেমে ভারত পদকের নিরিখে তৃতীয় স্থান লাভ করেছিল।
আজ আমরা Commonwealth Games 2022 সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। কারণ ডব্লিউবিসিএস (WBCS) থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরীক্ষা যেমন WBSSC, WBP, WBPSC, RAIL, BANK , SSC Clerk ,SSC Group D বিভিন্ন সরকারি পরীক্ষায় এই কমনওয়েলথ গেমস ২০২২ থেকে প্রশ্ন থাকে ।
তাই Bangla Mcq.org এর তরফ থেকে আজকে আমরা আপনাদের জন্য Commonwealth Games 2022 in Bengali সম্পর্কে বিস্তারিত আলোচনা না করলেও সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি আশাকরি আপনাদের উপকার হবে ।
Commonwealth Games 2022
কমনওয়েলথ গেমস ২০২২ পদক তালিকা
দেশের নাম | সোনা | রুপো | ব্রোঞ্জ | মোট |
1.অস্ট্রেলিয়া | ৬৭ | ৫৭ | ৫৪ | ১৭৮ |
2. ইংল্যান্ড | ৫৭ | ৬৬ | ৫৩ | ১৭৬ |
3. কানাডা | ২৬ | ৩২ | ৩৪ | ৯২ |
4. ভারত | ২২ | ১৬ | ২৩ | ৬১ |
5. নিউ জিল্যান্ড | ২০ | ১২ | ১৭ | ৪৯ |
6. স্কটল্যান্ড | ১৩ | ১১ | ২৭ | ৫১ |
7. নাইজেরিয়া | ১২ | ০৯ | ১৪ | ৩৫ |
8. ওয়েলস | ০৮ | ০৬ | ১৪ | ২৮ |
9. সাউথ আফ্রিকা | ০৭ | ০৯ | ১১ | ২৭ |
10. মালয়েশিয়া | ০৭ | ০৮ | ০৮ | ২৩ |
Read More:
Commonwealth Games 2022 ভারতের পদক তালিকা
Commonwealth Games 2022 স্বর্ণ পদক জয়ী ভারতীয়
নাম | খেলা | বিভাগ |
মীরাবাঈ চনু | ভারোত্তোলন | মহিলাদের ৪৯ কেজি |
জেরেমি লালরিনুঙ্গা | ভারোত্তোলন | পুরুষদের ৬৭ কেজি |
অচিন্ত শিউলি | ভারোত্তোলন | পুরুষদের ৭৩ কেজি |
রুপা রানী তীরকে, লাভলী চৌবের, পিঙ্কি, নয়নমনি সাইকীয়া | লন বোলস | মহিলাদের দলগত |
হারমিত দেশাই, সাথিয়ান জ্ঞানসেকরন, শরৎ কমল এবং সানিল শেঠি | টেবিল টেনিস পুরুষ | পুরুষদের দলগত |
সুধীর | প্যারা পাওয়ারলিফটিং পুরুষ | পুরুষদের হেভিওয়েইট |
বজরং পুনিয়া | কুস্তি | পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি |
রাবি ডাহিয়া | কুস্তি | পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি |
দীপক পুনিয়া | কুস্তি | পুরুষদের ফ্রিস্টাইল ৬৬ কেজি |
ভিনেশ ফোগাত | কুস্তি | মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি |
সাক্ষী মালিক | কুস্তি | মহিলাদের ফ্রিস্টাইল ৬২ কেজি |
নবীন | কুস্তি | পুরুষদের ফ্রিস্টাইল ৭৪ কেজি |
ভাবনা প্যাটেল | প্যারা টিটি | মহিলা সিঙ্গেলস |
অচন্ত শরৎ কমল | টিটি | পুরুষ সিঙ্গেলস |
শরৎ কমল ও শ্রীজা আকুলা | টিটি | মিক্সড ডাবলস |
অমিত পাংহাল | বক্সিং | পুরুষদের ৫১ কেজি |
নীতু ঘাংঘাস | বক্সিং | মহিলাদের ৪৮ কেজি |
নিখাত জারিন | বক্সিং | মহিলাদের ৫০ কেজি |
এলডহোস পল | অ্যাথলেটিক্স | পুরুষদের ট্রিপল জাম্প |
পিভি সিন্ধু | ব্যাডমিন্টন মহিলা | মহিলা সিঙ্গেলস |
লক্ষ্য সেন | ব্যাডমিন্টন পুরুষ | পুরুষ সিঙ্গেলস |
সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি, চিরাগ শেঠি | ব্যাডমিন্টন | পুরুষ ডাবলস |
Commonwealth Games 2022 রুপো পদক জয়ী ভারতীয়
নাম | খেলা | বিভাগ |
বিদ্যারানী দেবী | ভারোত্তোলন | মহিলাদের ৫৫ কেজি |
সংকেত সরগর | ভারোত্তোলন | পুরুষদের ৫৫ কেজি |
বিকাশ ঠাকুর | ভারোত্তোলন | পুরুষদের ৯৬ কেজি |
মুরলী শ্রীশঙ্কর | অ্যাথলেটিক্স | পুরুষদের লং জাম |
প্রিয়াঙ্কা গোস্বামী | অ্যাথলেটিক্স | মহিলাদের ১০০০০ মিটার হাঁটা |
অভিনাশ সাবলে | অ্যাথলেটিক্স | পুরুষদের তিন হাজার মিটার স্টিপেলচেজ |
আব্দুল্লা আবু বকর | অ্যাথলেটিক্স | পুরুষদের ট্রিপল জাম্প |
ভারতের ব্যাডমিন্টন দল | ব্যাডমিন্টন | দলগত বিভাগ |
সুনীল বাহাদুর, নবনীত সিং, চন্দন সিং, দীনেশ কুমার | লন বোলস | পুরুষদের দলগত |
সাফিয়ান, জ্ঞান শেখরন, শরৎ কমল | টেবিল টেনিস | পুরুষদের দলগত |
ভারতীয় মহিলা ক্রিকেট দল | ক্রিকেট | দলগত বিভাগ |
ভারতের পুরুষ হকি দল | হকি | দলগত বিভাগ |
সাগর অহলাওয়াত | বক্সিং | পুরুষদের ৯২ কেজি |
সুশীলা দেবী | জুডো | মহিলাদের ৫৫ কেজি |
তুলিকা মান | জুডো | মহিলাদের ৭৮ কেজি |
অংশু মালিক | কুস্তি | মহিলাদের ৫৭ কেজি |