কমনওয়েলথ গেমস ২০২২ MCQ | Commonwealth Games 2022 in Bengali

Commonwealth Games 2022: এ বছর কমনওয়েলথ গেমস ২০২২ শুরু হয় ইংল্যান্ডের বার্মিংহামে। তবে প্রথম কমনওয়েলথ গেম শুরু হয় ১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে, শুরুর দিকে এটি ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল । এই প্রতিযোগিতাটি ১৯৫৪ সালে ব্রিটিশ এম্পায়ার ও কমনওয়েলথ গেমস নাম ধারণ করে। এরপর ১৯৭০ সালে ব্রিটিশ কমনওয়েলথ গেমস নাম পরিবর্তন করে এবং ১৯৭৮ সালে স্থায়ী নাম হিসেবে কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) এই নামটি গ্রহণ করা হয় এবং সেই থেকে আজ পর্যন্ত এই নামটা এখনো বর্তমান আছে ।

১৯৪২ এবং ১৯৪৬ এই দুই বছর কমনওয়েলথ গেমস দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বন্ধ রাখা হয়েছিল । ভারত ২০১০ সালে প্রথম কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল এবং এই গেমে ভারত পদকের নিরিখে তৃতীয় স্থান লাভ করেছিল।

আজ আমরা Commonwealth Games 2022 সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। কারণ ডব্লিউবিসিএস (WBCS) থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরীক্ষা যেমন WBSSC, WBP, WBPSC, RAIL, BANK , SSC Clerk ,SSC Group D বিভিন্ন সরকারি পরীক্ষায় এই কমনওয়েলথ গেমস ২০২২ থেকে প্রশ্ন থাকে ।

তাই Bangla Mcq.org এর তরফ থেকে  আজকে আমরা আপনাদের জন্য Commonwealth Games 2022 in Bengali সম্পর্কে বিস্তারিত আলোচনা না করলেও সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি আশাকরি আপনাদের উপকার হবে ।

কমনওয়েলথ গেমস ২০২২

কমনওয়েলথ গেমস ২০২২ পদক তালিকা

দেশের নাম সোনা রুপো ব্রোঞ্জ মোট
1.অস্ট্রেলিয়া৬৭৫৭ ৫৪১৭৮
2. ইংল্যান্ড৫৭ ৬৬ ৫৩ ১৭৬
3. কানাডা২৬ ৩২৩৪ ৯২
4. ভারত২২ ১৬২৩ ৬১
5. নিউ জিল্যান্ড২০ ১২১৭ ৪৯
6. স্কটল্যান্ড১৩১১ ২৭ ৫১
7. নাইজেরিয়া১২ ০৯১৪ ৩৫
8. ওয়েলস০৮ ০৬১৪ ২৮
9. সাউথ আফ্রিকা০৭ ০৯ ১১ ২৭
10. মালয়েশিয়া০৭ ০৮ ০৮ ২৩

Read More:

পদ্ম পুরস্কার কী? পদ্ম পুরস্কার 2022 এর সম্পূর্ণ তালিকা

West Bengal GK in Bengali

ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা MCQ

অস্কার পুরস্কার কী? অস্কার পুরস্কার ২০২২তালিকা

History MCQ in Bengali

Geography MCQ in Bengali

Commonwealth Games 2022 ভারতের পদক তালিকা

Commonwealth Games 2022 স্বর্ণ পদক জয়ী ভারতীয়

নাম খেলা বিভাগ
মীরাবাঈ চনুভারোত্তোলন মহিলাদের ৪৯ কেজি
জেরেমি লালরিনুঙ্গাভারোত্তোলন পুরুষদের ৬৭ কেজি
অচিন্ত শিউলিভারোত্তোলন পুরুষদের ৭৩ কেজি
রুপা রানী তীরকে, লাভলী চৌবের, পিঙ্কি, নয়নমনি সাইকীয়ালন বোলস মহিলাদের দলগত
হারমিত দেশাই, সাথিয়ান জ্ঞানসেকরন, শরৎ কমল এবং সানিল শেঠিটেবিল টেনিস পুরুষপুরুষদের দলগত
সুধীরপ্যারা পাওয়ারলিফটিং পুরুষপুরুষদের হেভিওয়েইট
বজরং পুনিয়াকুস্তিপুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি
রাবি ডাহিয়াকুস্তিপুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি
দীপক পুনিয়াকুস্তিপুরুষদের ফ্রিস্টাইল ৬৬ কেজি
ভিনেশ ফোগাতকুস্তি মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি
সাক্ষী মালিককুস্তিমহিলাদের ফ্রিস্টাইল ৬২ কেজি
নবীনকুস্তিপুরুষদের ফ্রিস্টাইল ৭৪ কেজি
ভাবনা প্যাটেলপ্যারা টিটি মহিলা সিঙ্গেলস
অচন্ত শরৎ কমলটিটি পুরুষ সিঙ্গেলস
শরৎ কমল ও শ্রীজা আকুলাটিটি মিক্সড ডাবলস
অমিত পাংহাল বক্সিংপুরুষদের ৫১ কেজি
নীতু ঘাংঘাস বক্সিং মহিলাদের ৪৮ কেজি
নিখাত জারিনবক্সিং মহিলাদের ৫০ কেজি
এলডহোস পলঅ্যাথলেটিক্সপুরুষদের ট্রিপল জাম্প
পিভি সিন্ধু ব্যাডমিন্টন মহিলামহিলা সিঙ্গেলস
লক্ষ্য সেনব্যাডমিন্টন পুরুষপুরুষ সিঙ্গেলস
সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি, চিরাগ শেঠিব্যাডমিন্টন পুরুষ ডাবলস

Commonwealth Games 2022 রুপো পদক জয়ী ভারতীয়

নাম খেলা বিভাগ
বিদ্যারানী দেবী ভারোত্তোলনমহিলাদের ৫৫ কেজি
সংকেত সরগর ভারোত্তোলনপুরুষদের ৫৫ কেজি
বিকাশ ঠাকুরভারোত্তোলনপুরুষদের ৯৬ কেজি
মুরলী শ্রীশঙ্করঅ্যাথলেটিক্সপুরুষদের লং জাম
প্রিয়াঙ্কা গোস্বামীঅ্যাথলেটিক্সমহিলাদের ১০০০০ মিটার হাঁটা
অভিনাশ সাবলেঅ্যাথলেটিক্সপুরুষদের তিন হাজার মিটার স্টিপেলচেজ
আব্দুল্লা আবু বকরঅ্যাথলেটিক্সপুরুষদের ট্রিপল জাম্প
ভারতের ব্যাডমিন্টন দল ব্যাডমিন্টনদলগত বিভাগ
সুনীল বাহাদুর, নবনীত সিং, চন্দন সিং, দীনেশ কুমারলন বোলসপুরুষদের দলগত
সাফিয়ান, জ্ঞান শেখরন, শরৎ কমলটেবিল টেনিসপুরুষদের দলগত
ভারতীয় মহিলা ক্রিকেট দলক্রিকেটদলগত বিভাগ
ভারতের পুরুষ হকি দল হকিদলগত বিভাগ
সাগর অহলাওয়াতবক্সিংপুরুষদের ৯২ কেজি
সুশীলা দেবীজুডোমহিলাদের ৫৫ কেজি
তুলিকা মানজুডোমহিলাদের ৭৮ কেজি
অংশু মালিককুস্তিমহিলাদের ৫৭ কেজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *