ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা PDF | Biosphere Reserves in India in Bengali

Biosphere Reserves in India: Banglamcq.org তে আপনাকে স্বাগত । আজকে আপনাদের জন্য রইলো সাধারণ জ্ঞানের উপর আরও একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। এটি হল “ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা (Biosphere Reserves in India )”

বর্তমানে ভারতের মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা ১৮ টি। নীচের টেবিলে সেই ১৮ টি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম ও তাদের অবস্থানের তালিকা দেওয়া হল।

Biosphere Reserves in India pdf in Bengali

অটল সেতু: ভারতের দীর্ঘতম সেতু

অস্কার পুরস্কার ২০২৪ তালিকা

পদ্ম পুরস্কার ২০২৪ MCQ

অর্জুন পুরস্কার ২০২৩ MCQ

পশ্চিমবঙ্গ GK বাংলা

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা নিচে দেওয়া হল…..

ক্রমিক নংবায়োস্ফিয়ার রিজার্ভঅবস্থানসাল
১.নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভকেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটক১৯৮৬
২.নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভমেঘালয়১৯৮৮
৩.নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভউত্তরাখণ্ড১৯৮৮
৪.সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভপশ্চিমবঙ্গ১৯৮৯
৫.মানস বায়োস্ফিয়ার রিজার্ভ রিজার্ভআসাম১৯৮৯
৬.মান্নার উপসাগর বায়োস্ফিয়ার রিজার্ভতামিলনাড়ু১৯৮৯
৭.গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ১৯৮৯
৮.সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভউড়িষ্যা১৯৯৪
৯.ডিব্রু-সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভআসাম১৯৯৭
১০.ডিহং-ডিবং বায়োস্ফিয়ার রিজার্ভঅরুণাচল প্রদেশ১৯৯৮
১১.পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভমধ্যপ্রদেশ১৯৯৯
১২.কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভসিকিম২০০০
১৩.অগস্ত মালাই বায়োস্ফিয়ার রিসার্ভকেরালা, তামিলনাড়ু২০০১
১৪.আচানকঅমর-অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভমধ্যপ্রদেশ ও ছওিশগড়২০০৫
১৫.কচ্ছের রন বায়োস্ফিয়ার রিজার্ভগুজরাট২০০৮
১৬.কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভহিমাচল প্রদেশ২০০৯
১৭.সেশাচালাম হিল বায়োস্ফিয়ার রিজার্ভঅন্ধ্রপ্রদেশ২০১০
১৮.পান্না বায়োস্ফিয়ার রিজার্ভমধ্যপ্রদেশ২০১১
ক্রমিক নংনামরাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলবছর
নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভতামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক২০০০
মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগরতামিলনাড়ু২০০১
সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভপশ্চিমবঙ্গ২০০১
নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভউত্তরাখণ্ড২০০৪
নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভমেঘালয়২০০৯
পাচমাড়ি বায়োস্ফিয়ার রিজার্ভমধ্য প্রদেশ২০০৯
সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভওড়িশা২০০৯
গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ২০১৩
আচনাকমার-অমরকণ্টক বায়োস্ফিয়ার রিজার্ভছত্তিশগড়, মধ্যপ্রদেশ২০১২
১০অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভকেরালা ও তামিলনাড়ু২০১৬
১১কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানসিকিম২০১৮
১২পান্না বায়োস্ফিয়ার রিজার্ভমধ্য প্রদেশ২০২০
Biosphere Reserves in India in Bengali
Image Source : Internet

প্রশ্ন ১. কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার কোথায় অবস্থিত ?
উত্তর : সিকিম।

প্রশ্ন ২. মানস বায়োস্ফিয়ার কোথায় অবস্থিত ?
উত্তর : আসাম।

প্রশ্ন ৩. ভারতে কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে?
উত্তরঃ ১৮টি।

প্রশ্ন ৪. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
উত্তরঃ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ।

প্রশ্ন ৫. পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মধ্যপ্রদেশ (১৯৯৯ সালে গঠিত হয়)।

প্রশ্ন ৬. ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
উত্তরঃ গুজরাটের কচ্ছের রন।

প্রশ্ন ৭. ভারতের খুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
উত্তরঃ আসামের ডিব্রু- সাইখোবা।

প্রশ্ন ৮. কত সালে সুন্দরন বায়োস্ফিয়ার রিজার্ভ ঘষিত হয়?
উত্তরঃ ১৯৮৯ সালে।

প্রশ্ন ৯. অগস্ত মালাই বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কেরালা এবং তামিল নাড়ু দুটি রাজ্যে জুড়ে অবস্থিত।

প্রশ্ন ১০. বায়োস্ফিয়ার রিজার্ভ ধারণার প্রস্তাব করেন কে?
উত্তরঃ ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম (MAB)।

প্রশ্ন ১.ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল কোনটি?

উত্তরঃ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হল ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল।

প্রশ্ন ২. বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে?

উত্তরঃ যে সমস্ত এলাকা গাছপালা, বসবাসকারী আদিবাসী এবং সেই স্থানের জীববৈচিত্র্য রক্ষা করার জন্য সংরক্ষণ করা হয়, সেই সমস্ত অঞ্চল গুলিকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়।

প্রশ্ন ৩. বায়োস্ফিয়ার রিজার্ভ এর কতগুলি অংশ?

উত্তরঃ তিনটি, ১. কেন্দ্রীয় অঞ্চল (Core Zone) ২. নিরপেক্ষ অঞ্চল (Buffer Zone)
৩. পরিবর্তন মূলক অঞ্চল (Transition Zone)।

প্রশ্ন ৪.পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ এর নাম কি?

উত্তরঃ পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ এর নাম হল সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ।

প্রশ্ন৫. সুন্দরবনকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছে?

উত্তরঃ ১৯৯৯ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *