বিখ্যাত জীববিজ্ঞানী ও গুরুত্বপূর্ণ আবিষ্কার। Famous Biologists and important Discoveries in Bengali

Bangla MCQ.org এ আপনাকে স্বাগত । এখন আমরা কিছু বিখ্যাত জীববিজ্ঞানী ও তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কার সম্পর্কে জানবো (Biologists and important Discoveries)। বিভিন্ন সরকারি পরীক্ষাতে এই প্রশ্ন গুলি নিয়মিত আসে। তাই এই বিষয়ে আমাদের সম্যক ধারণা থাকা দরকার।এই ধরণের প্রশ্ন গুলি সমস্ত রকম  WBCS, WBSSC, WBP, WBPSC, RAIL, BANK, PSC Exam ইত্যাদি সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে ,তাই এই নাম গুলো মনে রাখলে আপনি অন্য প্রতিযোগীদের তুলনায় অনেকটা এগিয়ে থাকবেন। Bangla MCQ.org-এর তরফ থেকে রইলো এমন কিছু জীববিজ্ঞানী ও তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কার।

পৃথিবীর বিভিন্ন স্থানের কয়েকটি প্রচলিত উপনাম

History MCQ in Bengali

Geography MCQ in Bengali

জীববিজ্ঞানী ও গুরুত্বপূর্ণ আবিষ্কার(Biologists and important Discoveries):

জীববিজ্ঞানীআবিষ্কার
লুই পাস্তুরজলাতঙ্ক কলেরা অ্যানথ্রাক্স প্রভৃতি রোগের প্রতিষেধক আবিষ্কার করেন
ওয়ালথার ফ্লেমিংক্রোমোজোম
ডিডি ডুবে লাইসোজোম
রবার্ট ব্রাউননিউক্লিয়াস ও তার বর্ণনা
প্যালাডেরাইবোজোম
লিউয়েনহকসরল অণুবীক্ষণ যন্ত্র
নল ও রুশকাইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র
রবার্ট হুককোষ
জেন্সেন ও জেন্সেনযৌগিক অণুবীক্ষণ যন্ত্র
ওয়াটসন ও ক্রিকডিএনএ এর দ্বিতন্ত্রী গঠন
উইলিয়াম হার্ভে মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতি
রবিন হিলসালোকসংশ্লেষের ফটোলাইসিস প্রক্রিয়া
ক্যামিলো গালগিগালগি বডি
ডিস্কো জলে বাষ্পমোচন টান এবং বাষ্পমোচন টান এবং জলের সম সংযোগ মতবাদ
জগদীশচন্দ্র বসুউদ্ভিদের প্রাণ আছে
মেলভিন কেলভিনসালোকসংশ্লেষের কেলভিন চক্র
রোনাল্ড রসম্যালেরিয়া রোগের জীবাণু
আলেকজান্ডার ফ্লেমিংপেনিসিলিন
স্লেইডেন ও সোয়ানকোষ তত্ত্ব
আইভান প্যাভলভপ্রতিবর্ত ক্রিয়া
এডওয়ার্ড জেনারগুটি বসন্তের টিকা
গ্রেগর জোহান মেন্ডেলবংশ গতি সূত্র
ল্যামার্কজৈব বিবর্তন
চার্লস ডারউইনপ্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব
হার্বাট স্পেন্সার যোগ্যতমের উদবর্তন
অগাস্ট ভাইস ম্যান জার্মপ্লাজম মতবাদ
হুগো দ্য বৃ মিউটেশন তত্ত্ব
ক্যারোলাস লিনিয়াসদ্বিপদ নামকরণ
বান্টিং ও বেস্টইনসুলিন হরমোন
বেলিস ও স্টার্লিংহরমোন প্রথম ব্যবহার করেন
ই ইয়া ইজি কুরোসাওয়াজিব্বেরেলিন হরমোন
কাল ল্যান্ডস্টেইনাররক্তের এবিও শ্রেণীবিভাগ
ক্যাসিমির ফ্রাংকভিটামিন
হরগোবিন্দ খোরানাজেনেটিক কোড
ফ্রেডরিক ব্ল্যাক ম্যানসালোকসংশ্লেষের আলো ও অন্ধকার দশা
হিন্দি অসবর্ণঅভিযোজন বিকিরণ সূত্র
হ্যান্স ক্রেবসশ্বসনের সাইট্রিক এসিড চক্র
জোসেফ প্রিস্টলিঅক্সিজেন
এ এল ল্যাভয়সিয়েপ্রাণীদের শ্বসন প্রকৃতি
রবার্ট ককজীবাণু তত্ত্ব
চড়কআয়ুর্বেদের জনক
সুশ্রুত শল্য চিকিৎসার জনক
ডব্লিউ এম স্ট্যানলিভাইরাস তত্ত্বের জনক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *