এশিয়া কাপ ২০২২ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা| Asia Cup 2022 Champion Srilanka in Bengali

Asia Cup 2022: আজ আমরা Asia Cup 2022 in Bengali নিয়ে আলোচনা করবো। এই বছর আরব আমিরশাহিতে Asia Cup 2022 এর আসর বসে ছিল। ২৭শে অগাস্ট থেকে ১১সেপ্টেম্বর পর্যন্ত চলা প্রতিযোগিতাটি শুরু হয়েছিল শ্রীলংকা ও আফগানিস্তান এর খেলার মধ্যে দিয়ে এবং শ্রীলংকা ও পাকিস্তান এর মধ্যে উত্তেজক ফাইনাল দিয়ে এবারের এশিয়া কাপ ২০২২ শেষ হয়। ফাইনালে শ্রীলংকা ২৩ রানে পাকিস্তানকে পরাজিত করে Asia Cup 2022 চ্যাম্পিয়ন হয়।

ডব্লিউবিসিএস (WBCS) থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরীক্ষা যেমন WBSSC, WBP, WBPSC, RAIL, BANK , SSC Clerk ,SSC Group D বিভিন্ন সরকারি পরীক্ষায় এই এশিয়া কাপ ২০২২ (Asia Cup 2022) থেকে প্রশ্ন থাকে ।

তাই Bangla Mcq.org এর তরফ থেকে  আজকে আমরা আপনাদের জন্য এশিয়া কাপ ২০২২ (Asia Cup 2022) সম্পর্কে বিস্তারিত আলোচনা না করলেও সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি আশাকরি আপনাদের উপকার হবে ।

এশিয়া কাপ ২০২২ (Asia Cup 2022)

আইসিসি ইভেন্টের বাইরে ক্রিকেটের সবচেয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট হলো এশিয়া কাপ। চার বছর পর ২৭শে আগস্ট শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ দিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই টুর্নামেন্ট শুরু হয়। এবারের আসর হয় কুড়ি ওভারে। এবারের এশিয়া কাপে মোট ছয়টি দল অংশগ্রহণ করে ।এরা হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। এর আগে ২০১৬ সালে একবার টি-টোয়েন্টি এশিয়া কাপ হয়েছে । যদিও আগে এশিয়া কাপ সর্বদাই ৫০ ওভারের হত।

কমনওয়েলথ গেমস ২০২২ MCQ

ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা MCQ 

অস্কার পুরস্কার কী? অস্কার পুরস্কার ২০২২তালিকা

এশিয়া কাপের ইতিহাস(History of Asia Cup)

১৯৮৪ সালে এশিয়া কাপের সূত্রপাত ঘটে। সেবার এই টুর্নামেন্টে তিনটি দল অংশগ্রহণ করেছিল ভারত ,পাকিস্তান ও শ্রীলংকা। রাউন্ড রবিন পদ্ধতির সেই আসরে সুনীল গাভাস্কারের নেতৃত্বাধীন ভারত বিজয়ী হয়েছিল আর শ্রীলংকা রানার্স আপ হয়। ১৯৮৮ সালে প্রথমবারের মতো এশিয়া কাপে চারটে দল অংশ নেয় । ২০০৮ সালের আগে এশিয়া কাপ আয়োজনের ধারাবাহিকতা ছিল না । তবে এরপর থেকেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) দু বছর অন্তর অন্তর এই টুর্নামেন্ট আয়োজন করছে ।যদিও 2020 সালে কোভিদ 19 বাড়াবাড়ির কারণে এই টুর্নামেন্ট স্থগিত ছিল।

এশিয়া কাপের প্রথম আসরে কপিল দেবের অনুপস্থিতিতে ভারতকে ট্রফি জিতিয়ে সুরিন্দার খান্না ম্যান অফ দ্যা টুর্নামেন্টে পুরস্কার পান। ব্যাটারদের জন্য কঠিন কন্ডিশনে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই হাফ সেঞ্চুরি করেন।

এশিয়া কাপ বরাবরই ভারতের পক্ষেই থেকেছে, এখনো পর্যন্ত আয়োজিত ১৪ তম বার টুর্ণামেন্টের মধ্যে সবথেকে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত । ভারত চ্যাম্পিয়ন হয়েছে সাতবার শ্রীলংকা পাঁচবার আর পাকিস্তান দুইবার। এশিয়া কাপ বরাবর বাংলাদেশের জন্য শক্ত গাট হয়ে দাঁড়িয়েছে কারণ শেষ চারবারের আসরে তিনবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি কোনও বার।

এশিয়া কাপ ২০২২ (Asia Cup 2022 in Bengali)

এশিয়া কাপ ২০২২(Asia Cup 2022) এবছর 15 তম বারে পদার্পণ করেছে। ২০১৮ সালের পর এবছরও এশিয়া কাপ আয়োজিত হয় আরব আমিরসাহিতে । সে বছর ভারত ও বাংলাদেশের মধ্যে ফাইনাল ম্যাচ দিয়ে এশিয়া কাপ শেষ হয়েছিল। খেলায় বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বিরাট কোহলির ভারত।

এবছর ১১ সেপ্টেম্বর এশিয়া কাপ ২০২২ ফাইনালে পাকিস্তান কে ২৩ রানে হারিয়ে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়। প্রথমে টসে জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বোলিং করার সিদ্ধান্ত নেন, ক্যাপ্টেনের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে পাকিস্তান বোলাররা নিয়মিত উইকেট নিতে শুরু করে। শ্রীলংকা পরপর উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায়, সবাই যখন ধরে নিয়েছিল একপেশে খেলায় শ্রীলঙ্কাকে হারিয়ে 2022 সালের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে পাকিস্তান।

ঠিক তখনই শ্রীলঙ্কান ব্যাটার ভানুকা রাজপক্ষে একা হাতে ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন । তার দুর্ধর্ষ ব্যাটিং এর উপর ভর করে শ্রীলংকা পৌঁছে যায় ১৭০ রানে যা সেই মুহূর্তে সবার কাছে অকল্পনীয় ছিল ।তিনি ব্যক্তিগতভাবে করেন ৪৫ বলে ৭১ রান।

এরপর ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান নিয়মিত উইকেট হারাতে শুরু করে এবং একসময় 147 রানে তাদের ইনিংসের সমাপ্তি ঘটে। গোটা টুর্নামেন্ট ভালো খেললেও ফাইনালে এসে পাকিস্তান তাদের খেলা খেলতে পারেনি।টুর্নামেন্টের সেরা হয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা, ফাইনালে ম্যাচের সেরা হয়েছেন ভানুকা রাজপক্ষে।

আট বছর পর ৬ বারের জন্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা, এই আসরে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন দাসুন শনাকা।

এশিয়া কাপ ২০২২রেকর্ড (Asia Cup 2022 Records)

  • স্ট্রাইকরেট: হংকং এর বিরুদ্ধে সূর্যকুমার যাদবের ২৬ বলে ৬৮ নট আউটে স্ট্রাইকরেট ছিল ২৬১.৫৩। ২৫ বা তার বেশি স্কোরের ক্ষেত্রে এই ফরমেটে যা বিশ্বরেকর্ড।
  • সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি: হংকং এর বিরুদ্ধে বিরাট কোহলির ৫৯ নট আউট টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারের ৩১ তম। এর আগে রোহিতের ৩১ টি হাফ সেঞ্চুরি ছিল। এর আগে রোহিতের ৩১ টি হাফ সেঞ্চুরি ছিল। বিশ্ব ক্রিকেটে এটি সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি রেকর্ড।
  • প্রথম ব্যাটার: টি-টোয়েন্টি ক্রিকেটে আন্তর্জাতিক প্রথম ব্যাটার হিসেবে 3500 রানের নজির গড়েন রোহিত শর্মা।এরপর যথাক্রমে 2-3 রয়েছেন মার্টিন গাপ্তিল (৩৪৯৭) ও বিরাট কোহেলি (৩৪০২)।
  • উইকেট: এশিয়া এশিয়া কাপে রবীন্দ্র জাদেজার উইকেট সংখ্যা কুড়ি ম্যাচে ২৩ টি ভারতীয় প্লেয়ারদের মধ্যে তিনি শীর্ষে রয়েছেন। এর আগে ইরফান পাঠানের ২২ টি উইকেট রেকর্ড ছিল।
  • হাফ সেঞ্চুরি: এশিয়া কাপে কুড়ি বা বেশি হাফ সেঞ্চুরি রেকর্ড হয়েছে বাবর আজম, ডেভিড, মার্টিন গাপ্তিল ও পল্ স্টার্লিংয়ের।
  • সবচেয়ে বেশি ম্যাচ: বিরাট এখন বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় ক্রিকেটার যিনি তিন ফরমেটে ১০০ তার বেশি ম্যাচ খেলেছেন। প্রথমে রয়েছেন রস টেলর।
  • সর্বাধিক ব্যক্তিগত রান ও সর্বাধিক সেঞ্চুরি: এশিয়া কাপে সর্বাধিক ব্যক্তিগত রান ও সর্বাধিক সেঞ্চুরি করেছেন শ্রীলংকার প্রাক্তন ক্রিকেটার সূর্য ।এই বাঁহাতি প্রাক্তন ওপেনার মোট ছটি সেঞ্চুরি হাকিয়েছেন, এই টুর্নামেন্টে তার মোট রান সংখ্যা ১২২০।
  • উইকেট: এশিয়া কাপে মোট ৩০ টি উইকেট নিয়ে সেরা বোলার হলেন শ্রীলংকার মুতাইয়া মুরুলি ধরন।
  • সর্বাধিক উইকেট:এশিয়া কাপের কোন এক সংস্করণে সর্বাধিক 17 টি উইকেটের মালিক শ্রীলংকার প্রাক্তন স্পিনার অজন্তা মেন্ডিস।
  • সর্বাধিক ম্যাচ: এশিয়া কাপে সর্বাধিক ম্যাচ খেলেছেন শ্রীলংকার মাহেলা জয়বর্ধনে। তিনি মোট 28 টি ম্যাচ খেলেছেন ভারতের হয়ে সর্বাধিক টেস্ট ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকার।
  • শততম সেঞ্চুরি: আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকরের শততম সেঞ্চুরি 2012 সালের এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে।
  • বিরাট কোহলি: ২০১২ পাকিস্তানের বিরুদ্ধে এক ম্যাচে সর্বাধিক 183 রান করেছেন বিরাট কোহলি। ওই টুর্নামেন্টে তার মোট রান সংখ্যা ৩৫৭।
  • সবচেয়ে বেশি অধিনায়ক: এশিয়া কাপে সব থেকে বেশি ১৪ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি।
  • সর্বোচ্চ দলীয় রান: ২০১০ এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ৩৮৬ দান করে পাকিস্তান যা এখনো পর্যন্ত সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। অন্যদিকে ২০০০ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ সাতাশি রান করে যা সবচেয়ে কম দলীয় রানের রেকর্ড।
  • আয়োজক দেশ: টানা তিনবার এশিয়া কাপের আয়োজন করে রেকর্ড করেছে বাংলাদেশ। এছাড়া সর্বাধিক পাঁচ বার এশিয়া কাপে আয়োজক দেশ হলো বাংলাদেশ।

এশিয়া কাপ চ্যাম্পিয়ন তালিকা

সালবিজয়ী রানার আপঅনুষ্ঠিত দেশ
1984ভারত শ্রীলংকাআরব আমিরশাহি
1986শ্রীলংকাপাকিস্তানশ্রীলংকা
1988ভারত শ্রীলংকাবাংলাদেশ
1990/91ভারত শ্রীলংকাবাংলাদেশ
1995ভারত শ্রীলংকাআরব আমিরশাহি
1997শ্রীলংকা ভারতশ্রীলংকা
2000পাকিস্তানশ্রীলংকা বাংলাদেশ
2004শ্রীলংকা ভারতশ্রীলংকা
2008শ্রীলংকা ভারতপাকিস্তান
2010ভারতশ্রীলংকা শ্রীলংকা
2012পাকিস্তানবাংলাদেশবাংলাদেশ
2014শ্রীলংকা পাকিস্তানবাংলাদেশ
2016ভারতবাংলাদেশবাংলাদেশ
2018ভারত বাংলাদেশআরব আমিরশাহি
2022শ্রীলংকা পাকিস্তানআরব আমিরশাহি

FAQ-Frequently Ask Question

Q. প্রথম এশিয়া কাপ কত সালে শুরু হয় ?

Ans. প্রথম এশিয়া কাপ শুরু হয় 1984 সালে, সুনীল গাভাস্কারের নেতৃত্বাধীন ভারত বিজয়ী হয়েছিল আর শ্রীলংকা রানার্স আপ হয়।

Q. প্রথম এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

Ans. প্রথম এশিয়া কাপ 1984 সালে অনুষ্ঠিত হয়েছিল শারজা, আরব আমিরশাহিতে।

Q. কোন দল সব থেকে বেশি বার এশিয়া কাপ জয় লাভ করেছে?

Ans. ভারত সব থেকে বেশি বার এশিয়া কাপ জয় লাভ করেছে, সব মিলিয়ে ৭ বার ।

Q. কোন দল এশিয়া কাপ ২০২২ চ্যাম্পিয়ন হয়?

Ans. এশিয়া কাপ ২০২২ ফাইনালে পাকিস্তান কে ২৩ রানে হারিয়ে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়।

Q. শ্রীলংকার অধিনায়ক কে ছিলেন ?

Ans. এশিয়া কাপ ২০২২ এ শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন দাসুন শনাকা।

Q. Asia Cup 2022 কে ম্যান অফ দ্যা টুর্নামেন্টে নির্বাচিত হন?

Ans. Asia Cup 2022 টুর্নামেন্টের সেরা হয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

Q. ফাইনালে কে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ?

Ans. Asia Cup 2022 ফাইনালে ম্যাচের সেরা হয়েছেন ভানুকা রাজপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *