পদ্ম পুরস্কার ২০২৪ MCQ: পদ্ম পুরস্কার ২০২৪ এর সম্পূর্ণ তালিকা l Padma Awards 2024 in Bengali

পদ্ম সম্মান (Padma Awards 2024) ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার গুলির মধ্যে একটি, সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতি ভারতবাসীদের এই সম্মানে ভূষিত করা হয় । Padma Awards 2024 তিনটি বিভাগে প্রদান করা হয়, যথা, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী

Padma Awards 2024 পুরষ্কারগুলি বিভিন্ন শৃঙ্খলা/ক্রিয়াকলাপের ক্ষেত্রে দেওয়া হয়, যেমন- শিল্প, সমাজকর্ম, পাবলিক অ্যাফেয়ার্স, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, নাগরিক পরিষেবা ইত্যাদি। ‘পদ্মবিভূষণ’ দেওয়া হয় ব্যতিক্রমী এবং বিশিষ্ট সেবা জন্য; উচ্চ মানের বিশিষ্ট সেবার জন্য ‘পদ্মভূষণ’ এবং যেকোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য ‘পদ্মশ্রী’।

প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরস্কার ঘোষণা করা হয়। জাতির সংস্কৃতি দক্ষতা চিন্তা ধারা ও কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে । সমাজের সেই সমস্ত মানুষ যারা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্ত্বেও নানা রকম ভাবে সমাজে তাদের অবদান রেখে চলেছেন। এই পুরস্কার শুধুমাত্র তাদেরই প্রাপ্য।

ভারতের স্বাধীনতার পর অসামরিক ব্যক্তিদের বিভিন্ন নাগরিক সম্মানে ভূষিত করার যে সিদ্ধান্ত তৎকালীন জহরলাল নেহেরু সরকার নিয়েছিলেন, তারই ফলশ্রুতি এই পদ্ম পুরস্কার ২০২৪ (Padma Awards 2024)। ১৯৫৪ সালে পন্ডিত জহরলাল নেহেরু সরকার দুটি অসামরিক সম্মান প্রবর্তন করে এগুলি হল ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার

১৯৫৫ সালের ৮ই জানুয়ারি রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই Padma Awards কে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানের স্বীকৃতি দেওয়া হয় । ১৯৭৮ সালে সাময়িক বিঘ্ন ঘটা ছাড়া প্রতিবছর নির্ভীক নেই পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছে।

Padma Awards 2024 পুরষ্কারগুলি রাষ্ট্রপতি সাধারণত প্রতি বছর মার্চ/এপ্রিলের কাছাকাছি রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই Padma Awards 2024 পুরস্কার প্রদান করেন। Padma Awards 2024 সালের জন্য, রাষ্ট্রপতি নীচের তালিকা অনুসারে 2 টি যুগল মামলা সহ 132টি পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন (একটি যুগল ক্ষেত্রে, পুরস্কারটি একটি হিসাবে গণনা করা হয়)। তালিকায় 5টি পদ্মবিভূষণ, 17টি পদ্মভূষণ এবং 110টি পদ্মশ্রী পুরস্কার রয়েছে। পুরষ্কারপ্রাপ্তদের মধ্যে 30 জন মহিলা এবং তালিকায় বিদেশী / এনআরআই / পিআইও / ওসিআই বিভাগের 8 জন এবং মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত 9 জন অন্তর্ভুক্ত রয়েছে।

Padma Awards 2024 in Bengali

অর্জুন পুরস্কার ২০২৩ MCQ 

অটল সেতু: ভারতের দীর্ঘতম সেতু

নোবেল পুরস্কার ২০২৩ তালিকা

1000 জীবন বিজ্ঞান MCQ

Padma Awards 2024

ক্রমিক নংনামবিভাগ/ক্ষেত্ররাজ্য/অঞ্চল/দেশ
1.সুশ্রী বৈজয়ন্তীমালা বালিশিল্পতামিলনাড়ু
2.শ্রী কোনিদেলা চিরঞ্জীবীশিল্পঅন্ধ্র প্রদেশ
3.শ্রী এম ভেঙ্কাইয়া নাইডুপাবলিক অ্যাফেয়ার্সঅন্ধ্র প্রদেশ
4.শ্রী বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর)সামাজিক কাজবিহার
5.মিসেস পদ্মা সুব্রহ্মণ্যমশিল্পতামিলনাড়ু
ক্রমিক নংনামবিভাগ/ক্ষেত্ররাজ্য/অঞ্চল/দেশ
6.মিসেস এম ফাতিমা বিভি (মরণোত্তর)পাবলিক অ্যাফেয়ার্সকেরালা
7.শ্রী হরমুসজি এন কামাসাহিত্য ও শিক্ষা – সাংবাদিকতামহারাষ্ট্র
8.শ্রী মিঠুন চক্রবর্তীশিল্পপশ্চিমবঙ্গ
9.শ্রী সীতারাম জিন্দালবাণিজ্য ও শিল্পকর্ণাটক
10.শ্রী ইয়ং লিউবাণিজ্য ও শিল্পতাইওয়ান
11.শ্রী অশ্বিন বালাচাঁদ মেহতাওষুধমহারাষ্ট্র
12.শ্রী সত্যব্রত মুখোপাধ্যায়
(মরণোত্তর)
পাবলিক অ্যাফেয়ার্সপশ্চিমবঙ্গ
13.শ্রী রাম নায়েকপাবলিক অ্যাফেয়ার্সমহারাষ্ট্র
14.শ্রী তেজস মধুসূদন প্যাটেলওষুধগুজরাট
15.শ্রী ওলানচেরি রাজাগোপালপাবলিক অ্যাফেয়ার্সকেরালা
16.শ্রী দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্তশিল্পমহারাষ্ট্র
17.শ্রী তোগদান রিনপোচে (মরণোত্তর)অন্যান্য – আধ্যাত্মবাদলাদাখ
18.শ্রী পেয়ারেলাল শর্মাশিল্পমহারাষ্ট্র
19.শ্রী চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুরওষুধবিহার
20.মিসেস ঊষা উথুপশিল্পপশ্চিমবঙ্গ
21.শ্রী কুন্দন ব্যাসসাহিত্য ও শিক্ষা – সাংবাদিকতামহারাষ্ট্র
22.শ্রী বিজয়কান্ত (মরণোত্তর)শিল্পতামিলনাড়ু
ক্রমিক নংনামবিভাগ/ক্ষেত্ররাজ্য/অঞ্চল/দেশ
23.শ্রী খলিল আহমেদশিল্পউত্তর প্রদেশ
24.শ্রী বদরাপ্পন এমশিল্পতামিলনাড়ু
25.শ্রী কালুরাম বামনিয়াশিল্পমধ্য প্রদেশ
26.মিসেস রেজওয়ানা চৌধুরী বন্যা শিল্পবাংলাদেশ
27.মিসেস নাসিম বানোশিল্পউত্তর প্রদেশ
28.শ্রী রামলাল বারেথশিল্পছত্তিশগড়
29.মিসেস গীতা রায় বর্মনশিল্পপশ্চিমবঙ্গ
30.মিসেস পার্বতী বড়ুয়াসামাজিক কাজআসাম
31.শ্রী সর্বেশ্বর বসুমতরীঅন্যান্য – কৃষিআসাম
32.শ্রী সোম দত্ত বট্টুশিল্পহিমাচল প্রদেশ
33.মিসেস তাকদিরা বেগমশিল্পপশ্চিমবঙ্গ
34.শ্রী সত্যনারায়ণ বেলেরিঅন্যান্য – কৃষিকেরালা
35.শ্রী দ্রোণ ভূঁইয়াশিল্পআসাম
36.শ্রী অশোক কুমার বিশ্বাসশিল্পবিহার
37.শ্রী রোহন মাচন্দ বোপান্নাখেলাধুলাকর্ণাটক
38.সুশ্রী স্মৃতি রেখা চাকমাশিল্পত্রিপুরা
39.শ্রী নারায়ণ চক্রবর্তীবিজ্ঞান ও প্রকৌশলপশ্চিমবঙ্গ
40.শ্রী এ ভেলু আনন্দ চারিশিল্পতেলেঙ্গানা
41.শ্রী রাম চেত চৌধুরীবিজ্ঞান ও প্রকৌশলউত্তর প্রদেশ
42.মিসেস কে চেল্লাম্মলঅন্যান্য – কৃষিআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
43.মিসেস জোশনা চিনপ্পাখেলাধুলাতামিলনাড়ু
44.মিসেস শার্লট চোপিনঅন্যান্য – যোগফ্রান্স
45.শ্রী রঘুবীর চৌধুরীসাহিত্য ও শিক্ষাগুজরাট
46.শ্রী জো ডি ক্রুজসাহিত্য ও শিক্ষাতামিলনাড়ু
47.শ্রী গোলাম নবী দারশিল্পজম্মু ও কাশ্মীর
48.শ্রী চিত্ত রঞ্জন দেববর্মাঅন্যান্য – আধ্যাত্মবাদত্রিপুরা
49.শ্রী উদয় বিশ্বনাথ দেশপান্ডেখেলাধুলামহারাষ্ট্র
50.মিসেস প্রেমা ধনরাজওষুধকর্ণাটক
51.শ্রী রাধা কৃষ্ণ ধীমানওষুধউত্তর প্রদেশ
52.শ্রী মনোহর কৃষ্ণ দোলেওষুধ
53.শ্রী পিয়েরে সিলভাইন ফিলিওজ্যাটসাহিত্য ও শিক্ষাফ্রান্স
54.শ্রী মহাবীর সিং গুড্ডুশিল্পহরিয়ানা
55.মিসেস অনুপমা হোস্কেরেশিল্পকর্ণাটক
56.শ্রী ইয়াজদি মানেকশা ইতালিয়াওষুধগুজরাট
57.শ্রী রাজারাম জৈনসাহিত্য ও শিক্ষাউত্তর প্রদেশ
58.শ্রী জানকিলালশিল্পরাজস্থান
59.শ্রী রতন কাহারশিল্পপশ্চিমবঙ
60.শ্রী জহির আমি কাজীসাহিত্য ও শিক্ষামহারাষ্ট্র
61.শ্রী গৌরব খান্নাখেলাধুলাউত্তর প্রদেশ
62.শ্রী সুরেন্দ্র কিশোরসাহিত্য ও শিক্ষা -সাংবাদিকতা বিহার
63.শ্রী জর্ডান লেপচাশিল্পসিকিম
64.শ্রী দাসারি কোন্ডপ্পাশিল্পতেলেঙ্গানা
65.শ্রী শ্রীধর মাকাম কৃষ্ণমূর্তিসাহিত্য ও শিক্ষাকর্ণাটক
66.শ্রী সতেন্দ্র সিং লোহিয়াখেলাধুলামধ্য প্রদেশ
67.মিসেস ইয়ানুং জামোহ লেগোঅন্যান্য – কৃষিঅরুণাচল প্রদেশ
68.শ্রী বিনোদ মহারানাশিল্পওড়িশা
69.মিসেস পূর্ণিমা মাহাতোখেলাধুলাঝাড়খণ্ড
70.মিসেস উমা মহেশ্বরী ডিশিল্পঅন্ধ্র প্রদেশ
71.শ্রী দুখু মাঝিসামাজিক কাজপশ্চিমবঙ্গ
72.শ্রী রাম কুমার মল্লিকশিল্পবিহার
73.শ্রী হেমচাঁদ মাঞ্জিওষুধছত্তিশগড়
74.শ্রী চন্দ্রশেখর মহাদেওরাও মেশরামওষুধমহারাষ্ট্র
75.শ্রী সুরেন্দ্র মোহন মিশ্র (মরণোত্তর)শিল্পউত্তর প্রদেশ
76.শ্রী আলী মোহাম্মদ ও শ্রী গনি মোহাম্মদ*(ডুও)শিল্পরাজস্থান
77.মিস কল্পনা মোরপারিয়াবাণিজ্য ও শিল্পমহারাষ্ট্র
78.মিসেস চামি মুর্মুসামাজিক কাজঝাড়খণ্ড
79.শ্রী শসিন্দ্রান মুথুভেলপাবলিক অ্যাফেয়ার্সপাপুয়া নিউ গিনি
80.মিসেস জি নাছিয়ারওষুধতামিলনাড়ু
81.মিসেস কিরণ নাদারশিল্পদিল্লী
82.শ্রী পাকারভুর চিত্রান নাম্বুদিরিপাদ (মরণোত্তর)সাহিত্য ও শিক্ষাকেরালা
83.শ্রী নারায়ণন ই পিশিল্পকেরালা
84.শ্রী শৈলেশ নায়কবিজ্ঞান ও প্রকৌশলদিল্লী
85.শ্রী হরিশ নায়ক (মরণোত্তর)সাহিত্য ও শিক্ষাগুজরাট
86.শ্রী ফ্রেড নেগ্রিটসাহিত্য ও শিক্ষাফ্রান্স
87.শ্রী হরি ওমবিজ্ঞান ও প্রকৌশলহরিয়ানা
88.শ্রী ভগবত প্রধানশিল্পওড়িশা
89.শ্রী সনাতন রুদ্র পালশিল্পপশ্চিমবঙ্গ
90.শ্রী শঙ্কর বাবা পুন্ডলিকরাও পাপলকরসামাজিক কাজমহারাষ্ট্র
91.শ্রী রাধে শ্যাম পারীকওষুধউত্তর প্রদেশ
92.শ্রী দয়াল মাভজিভাই পারমারওষুধগুজরাট
93.শ্রী বিনোদ কুমার প্রসায়তশিল্পওড়িশা
94.মিসেস সিলবি পাসাহশিল্পমেঘালয়
95.মিসেস শান্তি দেবী পাসওয়ান এবং শ্রী শিবান পাসওয়ানশিল্পবিহার
96.শ্রী সঞ্জয় অনন্ত পাতিলঅন্যান্য – কৃষিগোয়া
97.শ্রী মুনি নারায়ণ প্রসাদসাহিত্য ও শিক্ষাকেরালা
98.শ্রী কে এস রাজন্নাসামাজিক কাজকর্ণাটক
99.শ্রী চন্দ্রশেখর চন্নাপাটনা রাজন্নাচারওষুধকর্ণাটক
100.শ্রী ভগবতীলাল রাজপুরোহিতসাহিত্য ও শিক্ষামধ্য প্রদেশ
101.শ্রী রোমালো রামশিল্পজম্মু ও কাশ্মীর
102.শ্রী নবজীবন রাস্তোগীসাহিত্য ও শিক্ষাউত্তর প্রদেশ
103.সুশ্রী নির্মল ঋষিশিল্পপাঞ্জাব
104.শ্রী প্রাণ সবরওয়ালশিল্পপাঞ্জাব
105.শ্রী গদ্দাম সামমাইয়াশিল্পতেলেঙ্গানা
106.শ্রী সাংথাঙ্কিমাসামাজিক কাজমিজোরাম
107.শ্রী মছিহান সাসাশিল্পমণিপুর
108.শ্রী ওমপ্রকাশ শর্মাশিল্পমধ্য প্রদেশ
109.শ্রী একলব্য শর্মাবিজ্ঞান ও প্রকৌশলপশ্চিমবঙ্গ
110.শ্রী রাম চন্দর সিহাগবিজ্ঞান ও প্রকৌশলহরিয়ানা
111.শ্রী হরবিন্দর সিংখেলাধুলাদিল্লী
112.শ্রী গুরবিন্দর সিংসামাজিক কাজহরিয়ানা
113.শ্রী গোদাবরী সিংশিল্পউত্তর প্রদেশ
114.শ্রী রবি প্রকাশ সিংবিজ্ঞান ও প্রকৌশলমেক্সিকো
115.শ্রী শেশমপট্টি টি শিবলিঙ্গমশিল্পতামিলনাড়ু
116.শ্রী সোমান্নাসামাজিক কাজকর্ণাটক
117.শ্রী কেথাবথ সোমলালসাহিত্য ও শিক্ষাতেলেঙ্গানা
118.মিসেস শশী সোনিবাণিজ্য ও শিল্পকর্ণাটক
119.মিসেস ঊর্মিলা শ্রীবাস্তবশিল্পউত্তর প্রদেশ
120.শ্রী নেপাল চন্দ্র সূত্রধর (মরণোত্তর)শিল্পপশ্চিমবঙ্গ
121.শ্রী গোপীনাথ সোয়াইনশিল্পওড়িশা
122.শ্রী লক্ষ্মণ ভট্ট তাইলাংশিল্পরাজস্থান
123.মিসেস মায়া ট্যান্ডনসামাজিক কাজরাজস্থান
124.সুশ্রী অস্বতী থিরুনাল গৌরী লক্ষ্মী বেই থামপুরাট্টিসাহিত্য ও শিক্ষাকেরালা
125.শ্রী জগদীশ লাভশঙ্কর ত্রিবেদীশিল্পগুজরাট
126.মিসেস সানো ভামুজোসামাজিক কাজনাগাল্যান্ড
127.শ্রী বালাকৃষ্ণান সদনম পুঠিয়া ভিটিলশিল্পকেরালা
128.শ্রী কুরেল্লা বিট্টলাচার্যসাহিত্য ও শিক্ষাতেলেঙ্গানা
129.শ্রী কিরণ ব্যাসঅন্যান্য – যোগফ্রান্স
130.শ্রী জাগেশ্বর যাদবসামাজিক কাজছত্তিশগড়
131.শ্রী বাবু রাম যাদবশিল্পউত্তর প্রদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *