বিজ্ঞানের বিভিন্ন শাখার প্রচলিত নাম এবং প্রকৃত অর্থ | Real Name of Science’s various Branches in Bengali

Banglamcq.org তে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জেনারেল নলেজ বা জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ আমরা সাধারণ জ্ঞান বিভাগে আমরা বিজ্ঞানের বিভিন্ন শাখার প্রচলিত নাম এবং প্রকৃত অর্থ নিয়ে আলোচনা করব ।

এই রকমের সাধারণ জ্ঞানের প্রশ্ন মোটামুটি সব রকমের পরীক্ষাতে আসে। তাই এই নামগুলো আপনার জানা থাকলে আশাকরি কোন পরীক্ষাতে আপনার কোন অসুবিধা হবেনা । নিচে একটি ছকের মাধ্যমে এই নামগুলো কি আমরা তুলে ধরেছি । তাই মনোযোগ সহকারে এগুলি পড়ুন আশা করি আপনি পরীক্ষায় সফল হবেন।

Real name of Science's various Branches in Bengali
প্রচলিত নাম প্রকৃত অর্থ
1.জিওলজি ভূতত্ত্ববিদ্যা
2.আর্কিওলজি প্রত্নতত্ত্ব বিদ্যা
3.ফ্রগ কালচার ব্যাঙচাষ বিদ্যা।
4.ইকোলজি বাস্তুসংস্থান বিদ্যা
5.ইকথায়োলজি মাছ সম্পর্কিত বিদ্যা।
6.এপিকালচার মৌমাছি চাষ বিদ্যা
7.হর্টিকালচার উদ্যানপালন বিদ্যা।
8.মাইক্রোবায়োলজি অনুজীব বিষয়ক বিদ্যা
9.অরনিথোলজিপাথি সম্পর্কিত বিদ্যা
10.পোলটি ফার্মিং হাঁস মুরগী পালন বিদ্যা
11.পেডিয়াট্রিক্স শিশুদের চিকিৎসা বিদ্যা
12.ফাইকোলজি শৈবাল সম্পর্কিত বিদ্যা
13.মাইকোলজি ছত্রাক সম্পর্কিত বিদ্যা
14.ইথোলজি আচারণ সম্পর্কিত বিদ্যা
15.অস্টিওলজি হাড় বিষয়ক বিদ্যা
16.নিউরোলজি স্নায়ু সম্পর্কিত চিকিৎসা বিদ্যা
17.নেফ্রোলজি রেচন সম্পর্কিত চিকিৎসা বিদ্যা
18.হাইড্রোলজি ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ জল সম্পর্কিত বিদ্যা
19.টক্সিকোলজি বিষ বিষয়ক বিদ্যা
20.পমোলজি ফলগাছ চাষাবাদ বিদ্যা
21.পার্ল কালচার মুক্তাচাষ বিদ্যা
22.হেলমিনথোলজিকৃমি সম্পর্কিত বিদ্যা
23.এমব্রায়োলজি ভ্রুণ সম্পর্কিত বিদ্যা
24.হারপেটোলজি উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যা
25.অ্যানিমেল হ্যাজবান্ডরী গবাদিপশু পালন বিদ্যা
26.এভিকালচার পাখিপালন বিদ্যা
27.পিসিকালচার মৎস্যচাষ বিদ্যা
28.সেরিকালচার রেশমচাষ বিদ্যা
29.প্রনকালচার চিংড়িচাষ বিদ্যা
30.অ্যান্থ্রোপোলজি মানুষের উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত বিদ্যা
31.ইভোলিউশন বিবর্তন ও অভিব্যক্তি সম্পর্কিত বিদ্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *