RRB NTPC Recruitment 2023 : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, রেলওয়ে বোর্ড একের পর এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে চলেছে রেল কর্তৃপক্ষ। এবার ফের রেলে হাজার হাজার শূন্য পদে রেলে NTPC কর্মী নিয়োগের উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। আরও জানানো হয়, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হলে এই পদ গুলিতে আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয় আবেদনের যোগ্য। আবেদন পদ্ধতি, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন।
NTPC Recruitment 2023 Details
পদের নাম : RRB NTPC Recruitment 2023 তে বহু পদে নিয়োগ করা হবে।যেমন-
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট | ট্রেন ক্লার্ক, |
অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট | কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক |
জুনিয়র টাইপ কিপার |
মোট শূন্যপদ : এক্ষেত্রে মোট শূন্যপদ 38,460 টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে।
আবেদন ফী : RRB NTPC Recruitment 2023 পরীক্ষায় সাধারণ ও ওবিসিদের জন্য আবেদন ফী হিসেবে 500 টাকা জমা করতে হবে এবং এসসি ও এসটিদের জন্য 250 টাকা আবেদন ফী জমা করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট আরও বিস্তারিত জানতে পারবেন।
Read More
অস্কার পুরস্কার ২০২৩ তালিকা | Oscar Award 2023 list in Bengali
কিভাবে RRB NTPC Recruitment 2023 আবেদনপত্র পূরণ করবেন?
যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক বা যোগ্য তারা আবেদন করতে পারবেন রেলের NTPC এর সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে। রেলের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের লিঙ্কে ক্লিক করতে হবে এরপর যাবতীয় তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
Register প্রক্রিয়া সম্পূর্ণ করতে এই সহজ পদক্ষেপ অনুসরণ করুন:
- RRB-এর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ndianrailways.gov.in -এ যান।
- একটি পেজ ওপেন হবে যেখানে সমস্ত RRB জোন গুলি দেখা যাবে , আপনি নিজের পছন্দ মতো জোনে ক্লিক করুন।
- আপনি যদি ইতিমধ্যেই RRB পরীক্ষার জন্য রেজিস্টার হয়ে থাকেন, তাহলে RRB NTPC Recruitment 2023-এর জন্য আবেদন করতে লগইন বিশদগুলি পূরণ করুন৷
- আপনি যদি রেজিস্টার না হন তবে প্রথমে আপনাকে রেজিস্টার ফর্মটি পূরণ করতে হবে।
- লগইন করার পরে, “Apply Now ” এ যান এবং সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন যেমন নাম, পিতার নাম, মায়ের নাম, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং আপনার ধারণ করা সমস্ত ডিগ্রি ইত্যাদি।
- এর পর আপনার যোগাযোগের ঠিকানাটি পূরণ করুন এবং আপনার ফটো এবং Signature আপলোড করুন।
- ফর্ম জমা দেওয়ার আগে, আপনার বিবরণ গুলি পুনরায় যাচাই করুন সব ঠিক আছে কিনা ।
- একবার আপনি ফর্ম জমা দিলে পরবর্তী ধাপ হল আপনার Application ফি প্রদান করা। আপনি আবেদন ফি অনলাইন এবং অফলাইন মোডে দিতে পারেন।
- প্রযোজ্য হলে ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/ই- চালানের মাধ্যমে আপনার ফি প্রদান করুন ।
- এর পর Submit এ ক্লিক করুন এবং আপনার ফর্ম সফলভাবে জমা হবে।
- আপনার অনলাইন RRB NTPC Recruitment 2023 আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আপনি আরও ব্যবহারের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট নিতে পারেন।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। অফিসিয়াল নোটিশ এখনো প্রকাশ করা হয়নি তবে শীঘ্রই অফিসিয়াল নোটিশ প্রকাশ করে সংশ্লিষ্ট নিয়োগের আবেদন গ্রহণ করা হবে।
Official Website: Click Here
Join Telegram Channel: Click Here