ইতিহাস MCQ সেট-২| History MCQ in Bengali Set 2

History MCQ in Bengali Set 2 (ইতিহাস MCQ বাংলা): Bangla MCQ.org এ আপনাকে স্বাগত। ইতিহাস MCQ বাংলা WBCS, WBSSC, WBP, WBPSC, RAIL, BANK ইত্যাদি সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য Bangla MCQ.org র তরফ থেকে রইল সেট-২।

শুধু মাত্র সরকারি চাকরির প্রস্তুতির জন্য নয়, সমস্ত শ্রেনীর ছাত্র ছাত্রীরাও এই পোস্টের মাধ্যমে ইতিহাসের MCQ প্রশ্ন সম্পর্কে জানতে পারবে। এর আগে আমরা History MCQ Set 1 তে ১ থেকে ১০০ টা প্রশ্ন জেনেছি, আজ History MCQ in Bengali Set 2 তে ১৪০থেকে ২৪০ পর্যন্ত History MCQ in Bengali প্রশ্ন সম্পর্কে জানব। তাহলে চলো শুরু করা যাক…..

History MCQ in Bengali Set 2

History MCQ in Bengali Set 2

140.শ্রীচৈতন্যদেবের বিখ্যাত জীবনীগ্রন্থ “চৈতন্য চরিতামৃত” গ্রন্থের গ্রন্থাগার কে ?

(A) কৃত্তিবাস (B) ভানু সিংহ (C) কৃত্তিবাস কবিরাজ (D) তুলসীদাস

(C) কৃত্তিবাস কবিরাজ

  1. কবীর কার শিষ্য ছিলেন ?

(A) রামানন্দ (B) শ্রীচৈতন্য (C) শঙ্করাচার্য (D) মাধবাচার্য

(A) রামানন্দ

142.” কোন মানুষের অপর কোন ও মানুষের সম্প্রদায় বা জাত জানার প্রয়োজন নেই”—- এই বাণীটি কার ?

(A) শ্রীচৈতন্য (B) রামানন্দ (C) কবীর (D) রামানুজ

(B) রামানন্দ

  1. নিচের কোন শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন ?

(A) কলকাতা (B) কটক (C) বিষ্ণুপুর (D) বালাসোর

(A)কলকাতা

  1. কে বলেছিলেন” রাম আর রহিম এ কই ভগবানের দুটি ভিন্ন নাম” ?

(A) রামানন্দ (B) শ্রীচৈতন্য (C) শ্রীরামকৃষ্ণ (D) কবীর

(D) কবীর

  1. কাঞ্চি নিচের কোন রাজ্যের রাজধানী ছিল ?

(A) রাষ্ট্রকূট (B) পল্লব (C) চোল (D) চালুক্য

(B) পল্লব

  1. শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ?

(A) পুষ্যমিত্র শুঙ্গ (B) অরাজ শত্রু (C) অগ্নিমিত্র (D) বিম্বিসার

(A) পুষ্যমিত্র শুঙ্গ

  1. কার রাজত্বকালে চোল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল ?

(A) প্রথম রাজেন্দ্র চোল (B) দ্বিতীয় রাজেন্দ্র চোল (C) রাজারাজা (D) প্রথম পুলকেশী

(A) প্রথম রাজেন্দ্র চোল

  1. নিচের কোন অঞ্চল সাতবাহনদের রাজ্য বলে পরিচিত ছিল ?

(A) কলিঙ্গ (B) কঙ্কন অঞ্চল (C) অন্ধ অঞ্চল (D) মধ্য প্রদেশ

(C) অন্ধ অঞ্চল

  1. নিচের কোন রাজ শক্তি নৌ শক্তিতে শ্রেষ্ঠ ছিল ?

(A) চোল বংশ (B) পল্লব বংশ (C) পুষ্যভূতি বংশ (D) রাষ্ট্রকূট বংশ

(A) চোল বংশ

  1. বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

(A) নরসিংহ বর্মন (B) রাজেন্দ্র চোল (C) হরিহর ও বুক্কা (D) বিজয় সেন

(C) হরিহর ও বুক্কা

Read More

পদ্ম পুরস্কার ২০২৩ এর সম্পূর্ণ তালিকা

অস্কার পুরস্কার ২০২৩ তালিকা

History MCQ Set 1

অর্জুন পুরস্কার ২০২৩ MCQ

  1. কাদের রাজধানী ছিল ?

(A) চোল (B) পল্লব (C) রাষ্ট্রকূট (D) পান্ডব

(D) পান্ডব

  1. বিজয়নগর ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায় ?

(A) হাম্পি (B) বিজাপুর (C) থাঞ্জাভুর (D) কাঞ্চি

(A) হাম্পি

  1. পাল বংশের কোন রাজাকে বঙ্গদেশের প্রধান প্রধান ব্যক্তিরা একত্র হয়ে বঙ্গদেশের সিংহাসনে বসান ?

(A) ধর্মপাল (B) গোপাল পাল (C) মহিপাল (D) দেবপাল

(B) গোপাল পাল

154.1420 খ্রিস্টাব্দে এক বিদেশি পর্যটক বিজয়নগর রাজ্যে এসেছিলেন | কে তিনি ?

(A) ফা-হিয়েন (B) নিকোলো কন্টি (C) ভাস্কো-ডা-গামা (D) মার্কো পোলো

(B) নিকোলো কন্টি

  1. তরাইনের যুদ্ধ কবে হয়েছিল ?

(A)1526 খ্রিস্টাব্দে (B)1556 খ্রিস্টাব্দে (C)1191 খ্রিস্টাব্দে (D)1192 খ্রিস্টাব্দে

(C)1191 খ্রিস্টাব্দে

  1. দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আগে কুতুবউদ্দিন আইবক কার সেনাপতি ছিলেন ?

(A) ইলতুৎমিস (B) বলবান (C) মোহাম্মদ ঘোরি (D) ইব্রাহিম লোদী

(C) মোহাম্মদ ঘোরি

  1. দাস বংশের বিখ্যাত সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন ?

(A) ইলতুৎমিস (B) কুতুবউদ্দিন (C) বলবন (D) ফিরোজশাহ

(A) ইলতুৎমিস

  1. মোহাম্মদ গজনী কবে ভারত আক্রমণ করেন ?

(A)712 খ্রিস্টাব্দে (B)1206 খ্রিস্টাব্দে (C)1001 খ্রিস্টাব্দে (D)1565 খ্রিস্টাব্দে

(C)1001 খ্রিস্টাব্দে

  1. তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ কার কাছে পরাজিত হয়েছিলেন ?

(A) মোহাম্মদ গজনী (B) মোহাম্মদ ঘোরি (C) চেঙ্গিস খাঁ (D ) বাবর

(B) মোহাম্মদ ঘোরি

  1. উত্তর ভারতে শেষ আফগান রাজবংশ কোনটি ?

(A) সুরি (B) খিলজী (C) তুঘলক (D) লোদি

(A) সুরি

  1. নিচের কোন শহরটি লোদী বংশ 1480 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন ?

(A) লুদিয়ানা (B) আজমির (C) লখনও (D) ভূপাল

(A) লুদিয়ানা

  1. নিচের কোন রাজবংশ হায়দ্রাবাদে ‘চারমিনার’ নির্মাণ করেছিলেন ?

(A) কুতুবশাহী (B) আদিল শাহ (C) পল্লব (D) চোল

(A) কুতুবশাহী

  1. মুহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করেন | দেবগিরির বর্তমান নাম কি?

(A) গিরনার (B) দৌলতাবাদ (C) ঔরঙ্গবাদ (D) রাজগীর

(B) দৌলতাবাদ

  1. নিচের কোন শাসকের রাজধানী ছিল পুরুষপুর ?

(A) অশোক (B) কনিষ্ক (C) ইব্রাহিম লোদী (D) কুতুবউদ্দিন

(B) কনিষ্ক

  1. হিন্দু ইতিহাসের সুবর্ণ যুগের আদর্শ রাজা হিসেবে কাকে গণ্য করা হয় ?

(A) কনিষ্ক (B) সমুদ্র গুপ্ত (C) মহেন্দ্র বর্মন (D) প্রথম চন্দ্রগুপ্ত

(B) সমুদ্র গুপ্ত

  1. মগধের রাজা অজাত শত্রু কোন প্রাচীন নগরের প্রতিষ্ঠা করেন ?

(A) অযোধ্যা (B) বিদিশা (C) পাটলিপুত্র (D) বারানসি

(C) পাটলিপুত্র

  1. কোন বৌদ্ধ সন্ন্যাসী ও চৈনিক পরিব্রাজক ভারতে এসে বৌদ্ধ গ্রন্থ সংস্কৃত থেকে চৈনিক ভাষায় অনুবাদ করেন ?

(A) হিউ এন সাং (B) ফা-হিয়েন (C) দোশো (D) চীন

(A) হিউ এন সাং

  1. মহম্মদ বিন তুঘলক দিল্লিতে যে শহরের গোড়াপত্তন করেছিলেন তার নাম কি ?

(A) শাহজাহানাবাদ (B) ফরিদাবাদ (C) ইন্দ্রপ্রস্থ (D) জানপনাহ

(D) জানপনাহ

  1. কোন মৌর্য ব্যক্তিত্বকে 18th শতাব্দীতে স্যান্ডোকোটস নামে জানা গেছে ?

(A) চাণক্য (B) বিন্দুসার (C) অশোক (D) চন্দ্রগুপ্ত

(D) চন্দ্রগুপ্ত

  1. কুতুব মিনার নির্মাণ কে শুরু করেন ?

(A) কুতুবউদ্দিন আইবক (B) ইলতুৎমিস (C) গিয়াসউদ্দিন বলবন (D) সুলতানা রাজিয়া

(A) কুতুবউদ্দিন আইবক

171.দিল্লির কোন সুলতান বংশ মোগলদের ভারতে আসা ও ভারতের সম্রাট হওয়ার পথ সুগম করে দিয়েছিল?

(A) লোদী (B) তুঘলক (C) দাস (D) খলজী

(A) লোদী

  1. কোন বিদেশী মুসলিম ভারতে 17 বার আক্রমণ অভিযান চালিয়েছিলেন ?

(A) গজনীর মাহমুদ (B) তৈমুর লং (C) চেঙ্গিস খান (D) নাদির শাহ

(A) গজনীর মাহমুদ

  1. পৃথ্বীরাজ আর মোহাম্মদ ঘড়ির মধ্যে যুদ্ধ কোথায় হয়েছিল ?

(A) তালিকোটা (B) তরাইন (C) বক্সার (D) পানিপথ

(B) তরাইন

174.1398 খ্রিস্টাব্দে ভারতে কে বর্বর আক্রমণ করেছিলেন ?

(A) তৈমুর লং (B) নাদির শাহ (C) সুলতান মাহমুদ (D) চেঙ্গিস খাঁ

(A) তৈমুর লং

  1. চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগ কোথায় কাটিয়েছিলেন ?

(A) পাটলিপুত্র (B) শ্রবণ বেলগোলা (C) বারানসি (D) রাজগৃহ

(B) শ্রবণ বেলগোলা

  1. নিচের কে বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন ?

(A) চন্দ্রগুপ্ত (B) সমুদ্র গুপ্ত (C) চাণক্য (D) আর্যভট্ট

(C) চাণক্য

  1. মৌর্য বংশের কোন শাসক” অমিত্রাঘাত” নামেও পরিচিত ছিলেন ?

(A) চন্দ্রগুপ্ত (B) অশোক (C) সমুদ্র গুপ্ত (D) বিন্দুসার

(D) বিন্দুসার

  1. দিল্লির সিংহাসনে শেষ আফগান সুলতান কে ?

(A) ইব্রাহিম লোদী (B) সিকান্দার লোদী (C) বাহালুল লোদী (D) খিজির খাঁ

(A) ইব্রাহিম লোদী

  1. হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন ?

(A)পুরু (B)অম্ভি (C) চন্দ্রগুপ্ত মৌর্য (D) কনিষ্ক

(A)পুরু

  1. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ?

(A) ইব্রাহিম লোদী (B) খিজির খাঁ (C) কুতুবউদ্দিন (D) বাহালুল লোদী

(D) বাহালুল লোদী

  1. সমস্ত শিখদের সঙ্ঘবদ্ধ করে পাঞ্জাবে শিখ রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন ?

(A) মহারাজ রঞ্জিত সিং (B) গুরু নানক (C) গুরু গোবিন্দ সিং (D) গুরু তেগ বাহাদুর

(A) মহারাজ রঞ্জিত সিং

  1. আকস্মিকভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মোগল সম্রাটের মৃত্যু হয়েছিল ?

(A) আকবর (B) হুমায়ুন (C) জাহাঙ্গীর (D) ওরঙ্গজেব

(B) হুমায়ুন

  1. কোন দেশের প্রথাই ও প্রভাবিত হয়ে সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা চালু করেন ?

(A) মঙ্গোলিয়া (B) পারস্য (C) তুরস্ক (D) আফগানিস্থান

(B) পারস্য

  1. নিচের কোন মোগল সম্রাট ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে ব্রিটিশদের সর্বপ্রথম অনুমতি দিয়েছিলেন ?

(A) শাহজাহান (B) আকবর (C) বাবর (D) জাহাঙ্গীর

(D) জাহাঙ্গীর

  1. মুঘল সম্রাটদের মধ্যে কার মনোভাব সর্বাপেক্ষা ধর্মনিরপেক্ষ ছিল ?

(A) জাহাঙ্গীর (B) আকবর (C) হুমায়ুন (D) ওরঙ্গজেব

(B) আকবর

  1. কোন মোগল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন ?

(A) আকবর (B) শাহজাহান (C) জাহাঙ্গীর (D) ওরঙ্গজেব

(B) শাহজাহান

  1. অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জন্য কোন মুঘল সম্রাট জমি বন্টন করেছিলেন ?

(A) হুমায়ুন (B) শাহজাহান (C) আকবর (D) জাহাঙ্গীর

(C) আকবর

  1. কোন সম্রাটের জন্য ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল ?

(A) শেরশাহ (B) আকবর (C) জাহাঙ্গীর (D) শাহজাহান

(D) শাহজাহান

  1. মুঘল যুগে গ্রামগুলির আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার ছিল ?

(A) পাটোয়ারী (B) কানুনগো (C) মোকাদ্দম (D) কর্কুন

(C) মোকাদ্দম

  1. নিচের কোন রাজপুত বংশ সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করেননি ?

(A) রাঠোর (B) পতিহার (C) শিশুদই (D) ফারমার

(B) পতিহার

  1. নিচের কোন সম্রাট কে “জিন্দাপীর” আখ্যা দেওয়া হয়েছে ?

(A) ওরঙ্গজেব (B) হুমায়ুন (C) শেরশাহ (D) আলাউদ্দিন খলজী

(A) ওরঙ্গজেব

  1. নিচের বন্দর গুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম বন্দর মুঘল যুগে কোনটি ছিল ?

(A) সুরাট (B) হুগলি (C) চট্টগ্রাম (D) বালাসোর

(A) সুরাট

  1. কার রাজত্বকালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল ?

(A) জাহাঙ্গীর (B) আকবর (C) ওরঙ্গজেব (D) শাহজাহান

(B) আকবর

  1. মহারাজা রণজিৎ সিংহের রাজ্যের রাজধানী কোথায় ছিল ?

(A) পাতিয়ালা (B) লুধিয়ানা (C) লাহোর (D) অমৃতসর

(C) লাহোর

  1. মুঘল যুগে সৈন নিয়োগের দায়িত্ব কার ছিল ?

(A) বকশি (B) দেওয়ান (C) ওয়াজির (D) কোতোয়াল

(A) বকশি

  1. পশ্চিম দিক থেকে বাবর ভারতে প্রবেশ করেন | কোন অঞ্চল দিয়ে তিনি প্রথম প্রবেশ করেন ?

(A) কাশ্মীর (B) সিন্ধু (C) পাঞ্জাব (D) রাজস্থান

(C) পাঞ্জাব

  1. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

(A) আকবর (B) বাবর (C) ওরঙ্গজেব (D) হুমায়ুন

(B) বাবর

  1. দিল্লির সিংহাসনে আসিন নাবালক আকবরের অভিভাবক হিসাবে কে ছিলেন ?

(A) হিমু (B) আবুল ফজল (C) ফোরজি (D) বৈরাম খাঁ

(D) বৈরাম খাঁ

  1. মোগল রাজসভায় কি ভাষা ব্যবহৃত হতো ?

(A) উর্দু (B) ফারসি (C) আরবি (D) হিন্দি

(B) ফারসি

  1. নিজেদের জীবনের স্মৃতিকথা দুজন মোগল সম্রাট লিপিবদ্ধ করে গিয়েছেন | এই দুজন সম্রাট কারা ?

(A) জাহাঙ্গীর ও শাহজাহান (B) বাবর ও জাহাঙ্গীর (C) হুমায়ুন ও আকবর (D) শাহজাহান ও ওরঙ্গজেব

(B) বাবর ও জাহাঙ্গীর

  1. দিন- ই- এলাহি কে প্রবর্তন করেন ?

(A) বাবর (B) আকবর (C) হুমায়ুন (D) শাহজাহান

(B)আকবর

  1. শেরশাহের রাজত্বকাল তৎকালীন কৃষকদের কর প্রদান নির্ধারণের নথিপত্র কে কি বলা হত ?

(A) জরিমানা (B) কবুলিয়াত (C) মুচলেকা (D) পাট্টা

(D) পাট্টা

  1. আকবরের শাসন কালে রাজস্ব বিভাগের দায়িত্ব কার উপর বহাল ছিল ?

(A) মানসিংহ (B) টোডরমল (C) বৈরাম খাঁ (D) বীরবল

(B) টোডরমল

204.1526 খ্রিস্টাব্দে বাবর কাকে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন ?

(A) পৃথ্বীরাজ চৌহান (B) আলাউদ্দিন খলজী (C) ইব্রাহিম লোদী (D) রানা প্রতাপ

(C) ইব্রাহিম লোদী

  1. কোন সম্রাট একদিকে মোগল সাম্রাজ্য কে সুদৃঢ় করেছিলেন এবং অন্যদিকে সর্বধর্ম সহিষ্ণুতার আদর্শ গ্রহণ করেছিলেন ?

(A) আকবর (B) হুমায়ুন (C) ঔরঙ্গজেব (D) জাহাঙ্গীর

(A) আকবর

  1. কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের পিতার নাম সহজেই ভোঁসলে এবং মায়ের নাম জিজাবাই ?

(A) শিবাজী (B) বালাজি বাজিরাও (C) হলকার (D) হায়দার আলী

(A)শিবাজী

  1. ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয়েছিল ?

(A) গুরু গোবিন্দ সিং (B) গুরু তেগ বাহাদুর (C) গুরু অর্জন দেব (D) গুরু রামদাস

(B) গুরু তেগ বাহাদুর

  1. শিখ খালসার প্রতিষ্ঠাতা কে ?

(A) গুরু হরগোবিন্দ (B) গুরু গোবিন্দ সিং (C) গুরু নানক (D) গুরু তেগ বাহাদুর

(B) গুরু গোবিন্দ সিং

  1. কে শেষ মোগল সম্রাট, যিনি ময়ূর সিংহাসনে বসে ছিলেন ?

(A) ওরঙ্গজেব (B) দ্বিতীয় শাহ আলম (C) মোহাম্মদ শাহ (D) বাহাদুর শাহ জাফর

(C) মোহাম্মদ শাহ

  1. নিচের মোগল সম্রাটদের মধ্যে কে লিখতে বা পড়তে জানতেন না ?

(A) বাবর (B) হুমায়ুন (C) আকবর (D) জাহাঙ্গীর

(C) আকবর

  1. মোগল শাসক দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কোথায় নির্বাসিত ছিলেন ?

(A) হায়দ্রাবাদ (B) আন্দামান (C) মান্দালয় (D) রেঙ্গুন

(D) রেঙ্গুন

  1. প্রথম কোন মোগল সম্রাট সুরাটে কারখানা স্থাপনের জন্য ব্রিটিশদের ‘ফরমান’ মঞ্জুর করেন ?

(A) আকবর (B) শাহজাহান (C) ওরঙ্গজেব (D) জাহাঙ্গীর

(D) জাহাঙ্গীর

  1. ভারতবর্ষে কে যুদ্ধে প্রথম কামান ও বারুদ ব্যবহার করেন ?

(A) বাবর (B) ইব্রাহিম লোদী (C) আকবর (D) আলাউদ্দিন খলজী

(A) বাবর

  1. কোন মোগল সম্রাট শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন ?

(A) বাবর (B) হুমায়ুন (C) আকবর (D) জাহাঙ্গীর

(B) হুমায়ুন

  1. মূল্যবান ঐতিহাসিক দলিল” আকবর- ই- নামা” কার লেখা ?

(A) আবুল ফাজাল (B) টোডরমল (C) হুমায়ুন (D) আকবর

(A) আবুল ফাজাল

  1. কোন সম্রাট” জিজিয়া” করের অবলুপ্তি ঘটান ?

(A) জাহাঙ্গীর (B) আকবর (C) মুহাম্মদ বিন তুঘলক (D) শেরশাহ

(B) আকবর

  1. কোন মোগল সম্রাটের পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার পাওয়ার জন্য বেদনাদায়ক যুদ্ধ হয়েছিল ?

(A) ওরঙ্গজেব (B) শাহজাহান (C) জাহাঙ্গীর (D) হুমায়ুন

(B)শাহজাহান

  1. পারস্যের শাহ এবং মোগলদের মধ্যে নিচের কোন অঞ্চলের দখল নিয়ে এক তিক্ত দ্বন্দ্ব বর্তমান ছিল ?

(A) কাবুল (B) গজনী (C) কান্দাহার (D) পাটিয়ালা

(C) কান্দাহার

  1. শেরশাহের আসল নাম কি ?

(A) ফরিদ (B) ফৌজি (C) হিমু (D) আলম

(A) ফরিদ

  1. ভাস্কো- দা- গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন ?

(A)1492 (B)1498 (C)1392 (D)1526

(B)1498

221.’ স্বরাজ স্বধর্ম এবং গোরক্ষা’—– এই তিনটির সাথে কোন ঐতিহাসিক ব্যক্তির নাম জড়িত ?

(A) বালগঙ্গাধর তিলক (B) মহাত্মা গান্ধী (C) শিবাজী (D) হর্ষবর্ধন

(A) বালগঙ্গাধর তিলক

  1. মারাঠাদের রাজত্বকালে নিচের কোন কর আদায় করা হতো ?

(A) জিজিয়া (B) চৌথ (C) পাট্টা (D) কবুলিয়াত

(B) চৌথ

  1. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে বোম্বাই শহর অধিগ্রহণ করে ?

(A) পর্তুগিজ (B) ওলন্দাজ (C) প্রথম চার্লস (D) দ্বিতীয় চার্লস

(D) দ্বিতীয় চার্লস

224.1790 খ্রিস্টাব্দে তৃতীয় মহীশূর যুদ্ধে টিপু সুলতান কার কাছে পরাজিত হন ?

(A) ওয়ারেন হেস্টিংস (B) স্যার জন শোর (C) কর্নওয়ালিস (D) ওয়েলেসলি

(C) কর্নওয়ালিস

  1. ভারতীয় ইতিহাসে কাকে আখ্যা দেয়া হয়েছিল: ” পার্বত্য মুষিক”?

(A) রানা প্রতাপ (B) শিবাজী (C) পৃথ্বীরাজ চৌহান (D) রঞ্জিত সিং

(B) শিবাজী

  1. কোন সম্রাটের রাজত্বকালে শিবাজী বিশাল হিন্দু রাজ্য গড়ার স্বপ্ন দেখেছিলেন ?

(A) শেরশাহ (B) মুহাম্মদ বিন তুঘলক (C) ওরঙ্গজেব (D) শাহজাহান

(C) ওরঙ্গজেব

  1. পলাশীর যুদ্ধের পরেই বাংলার নবাব কে হয়েছিলেন ?

(A) মীর কাসিম (B) মীরজাফর (C) বল্লাল সেন (D) আলীবর্দী খাঁ

(B) মীরজাফর

228.1757 পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা কার কাছে পরাজিত হন ?

(A) রবার্ট ক্লাইভ (B) ওয়ারেন হেস্টিংস (C) ডুপ্লে (D) মীরজাফর

(A) রবার্ট ক্লাইভ

  1. ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করার জন্য কোন ভারতীয় রাজা নেপোলিয়নের সাহায্য প্রার্থনা করেছিলেন ?

(A) হায়দার আলী (B) ঝাঁসির রানী (C) টিপু সুলতান (D) শিবাজী

(C) টিপু সুলতান

  1. মীরজাফরের পরবর্তী বাংলার নবাব কে ছিলেন ?

(A) আলীবর্দী খাঁ (B) মীর কাসেম (C) মুর্শিদকুলি খাঁ (D) মীরমদন

(B) মীর কাসেম

  1. নিচের কোন জোড়াটি সঠিকভাবে সম্পর্কিত নয় ?

(A) সিন্ধিয়া-গোয়ালিয়ার (B) পেশোয়া -পুনা (C) গায়কোয়াড় -বড়দা (D) ভোঁসলে-ইন্দোর

(D) ভোঁসলে-ইন্দোর

  1. নিচের কোন দেশটি ভারতে বাণিজ্যিক কেন্দ্র স্থাপনে কোন উদ্যোগ নেয় নি ?

(A) ইতালি (B) ফ্রান্স (C) ইংল্যান্ড (D) পর্তুগাল

(A) ইতালি

  1. বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

(A) রঞ্জিত সিং এবং বেন্টিং (B) গোর্খা এবং অক্টারলোনি

(C) পেশোয়া বাজিরাও এবং ওয়েলেসলি (D) মীরজাফর এবং রবার্ট ক্লাইভ

(C) পেশোয়া বাজিরাও এবং ওয়েলেসলি

  1. সর্বপ্রথম ভারত বর্ষ আক্রমণকারী মুসলিম জাতিরা ছিল——-

(A) মঙ্গল (B) তুর্কি (C) মোগল (D) আরব

(D) আরব

  1. চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয় ?

(A) প্রথম পুলকেশী (B) দ্বিতীয় পুলকেশী (C) কনিষ্ক (D) চাণক্য

(B) দ্বিতীয় পুলকেশী

  1. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি ?

(A) মহাভারত (B) ইলিয়াড (C) ঋগ্বেদ (D) উপনিষদ

(C) ঋগ্বেদ

  1. আইহোল প্রশস্তি কে রচনা করেন ?

(A) কবি রবি কীর্তি (B) বানভট্ট (C) বিশাখদত্ত (D) ভাষ

(A) কবি রবি কীর্তি

  1. মৌর্য বংশের শ্রেষ্ঠ কে ছিলেন ?

(A) সম্রাট অশোক (B) অজাত শত্রু (C) বৃহদ্রথ (D) সমুদ্র গুপ্ত

(A) সম্রাট অশোক

239.’ দ্বিতীয় অশোক’ কাকে বলা হয় ?

(A) হর্ষবর্ধন (B) চন্দ্রগুপ্ত (C) কনিষ্ক (D) শিবাজী

(C) কনিষ্ক

  1. নিচের কে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন ?

(A) হরিসেন (B) কালিদাস (C) বানভট্ট (D) অশ্বঘোষ

(A) হরিসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *