Oscar Award 2023: আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার গুলির মধ্যে অন্যতম হলো অস্কার পুরস্কার। প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। অস্কার পুরস্কারের পুরো নাম হল ‘একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট ‘ আর পদকের নাম হলো অস্কার। ১৯২৯ সালের ১৬ মে থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়।
এ বছরও অনুষ্ঠিত হল ‘৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ (95th Academy Awards) অর্থাৎ ‘অস্কার অ্যাওয়ার্ডস ২০২৩’ (Oscars Award 2023)। ২০২২ সালে সারাবিশ্বে মুক্তি পাওয়া চলচ্চিত্র গুলির মধ্য থেকে সেরা চলচ্চিত্রগুলিকে পুরস্কৃত করা হলো অস্কারের মঞ্চে ।
দুনিয়ার অন্যতম বড় এই মঞ্চে এবার ভারতের জয়জয়কার। ‘স্লামডগ মিলিয়েনার‘ এরপর জোড়া অস্কার এল ভারতে। প্রথম ‘সেরা ডক্যুমেন্টারি শর্ট ফিল্ম’ (Best Documentary Short Film) বিভাগে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর (The Elephant Whisperers) হাত ধরে। এরপর যে মনোনয়নের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ, সেই আশা পূরণ করে অস্কার পেল ‘নাটু নাটু’ (Naatu Naatu)। ‘বেস্ট অরিজিন্যাল সং’ (Best Original Song) বিভাগে এই প্রথম ভারত অস্কার পেল। অন্যদিকে এদিনে অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেয় এই তেলুগু গানের লাইভ পারফর্ম্যান্স।
এদিন কালো অফ-শোল্ডার গাউনে দীপিকা পাড়ুকোনকে দেখা যায় রেড কার্পেটে। ‘অস্কার’-এর মঞ্চে ভারতের একমাত্র উপস্থাপক ছিলেন তিনি। তিনি ‘বেস্ট অরিজিনাল সং ‘ বিভাগে ‘নাটু নাটু’ নাম ঘোষণা করেন আর তাঁর ঘোষণার পরেই মঞ্চে দেখা যায় ‘নাটু নাটু’র পারফর্ম্যান্স।কোন বিভাগে কারা কারা পেলেন সেরার শিরোপা, রইল গোটা তালিকা।
অস্কার অ্যাওয়ার্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন- অস্কার অ্যাওয়ার্ড কি? কেন দেওয়া হয়? প্রভৃতি বিষয় সম্পর্কে আমরা আমাদের আগের পোস্টে আলোচনা করেছি নিচে এর লিঙ্ক দেওয়া আছে , ক্লিক করে দেখে নিতে পারেন। বিভিন্ন সরকারি পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে অস্কার পুরস্কার সংক্রান্ত প্রশ্ন থাকে । তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি আপনাদের কাজে লাগবে, কোনরকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
Oscar Award 2023 list
সেরা ছবি | এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’ |
সেরা অভিনেত্রী | মিশেল ইয়ো (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স) |
সেরা সহ অভিনেত্রী | জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স) |
সেরা অভিনেতা | ব্রেন্ড্যান ফ্রেসার (দ্য হোয়েল) |
সেরা সহ অভিনেতা | কে হুয় ক্যুয়ান (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স) |
সেরা পরিচালক | ড্যানিয়েল ক্যোয়ান, ড্যানিয়েল স্কিনার্ট (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স) |
বেস্ট ফিল্ম এডিটিং | ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’ |
বেস্ট অরিজিন্যাল সং | ‘নাটু নাটু’ (আর আর আর) |
বেস্ট সাউন্ড | ‘টপ গান: মেভারিক‘ |
বেস্ট অ্যাডপ্টেড স্ক্রিন প্লে / চিত্রনাট্য | ‘ওম্যান টকিং’ |
বেস্ট অরিজিন্যাল স্ক্রিন প্লে/চিত্রনাট্য | ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’ |
বেস্ট ভিস্যুয়াল এফেক্টস | ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার‘ |
বেস্ট অরিজিন্যাল স্কোর | বেস্ট অরিজিন্যাল স্কোর |
বেস্ট প্রোডাকশন ডিজাইন | ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ |
বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম | ‘দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স’ |
বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম | ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ |
বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম | ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ |
বেস্ট কস্টিউম ডিজাইন | ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ |
বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং | ‘দ্য হোয়েল’ |
বেস্ট সিনেম্যাটোগ্রাফি | ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ |
বেস্ট লাইভ অ্যাকশন শর্ট | ‘অ্যান আইরিশ গুডবাই’ |
বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম | ‘নাভালনি’ |
বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম | ‘গিয়েরমো ডেল টোরোজ পিনোকিও’ |
FAQ-Oscar Award 2023
Q.Oscar Award 2023 এর সেরা চলচ্চিত্রের নাম কি?
Ans. সেরা চলচ্চিত্রের নাম হল ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’।
Q. কে সেরা অভিনেতার শিরোপা অর্জন করেছেন?
Ans. Oscar Award 2023 এর মঞ্চে ব্রেন্ড্যান ফ্রেসার ‘দ্য হোয়েল‘ সিনেমার জন্য সেরা অভিনেতার শিরোপা অর্জন করেন।
Q. এই বছর কোন সিনেমার দুই অভিনেত্রী অস্কার পুরস্কার পান?
Ans. এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার দুই অভিনেত্রী মিশেল ইয়ো ও জেমি লি কার্টিস অস্কার পুরস্কার পান ।
Q. কোন ভারতীয় দুটি অস্কার পুরস্কার লাভ করেন?
Ans. এ আর রহমান প্রথম দুটি অস্কার পুরস্কার পেয়েছেন।
Q. কোন ভারতীয় সিনেমা এবছর সংগীতের জন্য অস্কার পুরস্কার পেয়েছে?
Ans. দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আর আর আর’ এবছর ‘নাটু নাটু’ সংগীতের জন্য Oscar Award 2023 পেয়েছে ।